সুন্দর পরিবেশে শিক্ষা অর্জন করার একটি স্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

in Steem For Bangladesh2 years ago
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। সারাদিন কর্ম ব্যস্ততার মধ্যে ছিলাম অবশেষে প্রতিদিনের ধারাবাহিকতা বজায় রেখে নতুন লেখা লেখার জন্য বসলাম। আজকে চেষ্টা করব যে কাজ করতে গিয়েছিলাম তার বাড়ির পাশে অবস্থার মধ্যে থেকে কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে। আজকে গিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভ্রমণের উদ্দেশ্যে যেহেতু ও চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বৃহত্তম এবং নামকরা বিশ্ববিদ্যালয় এটি। তাই অনেক দিন যাবত এটি দেখার ইচ্ছা ছিল। সেটা বাস্তবায়নের উদ্দেশ্যে আজকে ভ্রমন করতে গিয়েছিলাম।

20230104_151710.jpg

Chittagong (Location Map)(https://what3words.com/blog.abstracts.turned)

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ চারপাশে ভ্রমণ করে যেটা বুঝলাম এলাকাটা কিন্তু দেখার মত।
সুন্দর একটি পরিবেশে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট তৈরি করা আছে।
ভালো একটা পরিবেশে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের শিক্ষাজীবন সুন্দরভাবে অতিক্রম করতে পারবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেট দিয়ে ঢোকার পর থেকেই প্রত্যেকটা ভবন খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে।
কিছুদিন আগেই নতুন ভাবে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে তাদের ক্লাস শুরু হয়েছে। কলেজ জীবন অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য খুবই আনন্দের একটি বিষয়। আর সেটাই যদি হয় দেশের নামকরা বিশ্ববিদ্যালয় তাহলে আর কোন কথাই নেই।

20230104_151733.jpg

Chittagong (Location Map)(https://what3words.com/blog.abstracts.turned)

দেশে যতগুলো নামকরা বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে রয়েছে।
তাইতো দেশের আনাচে-কানাচে থেকে পড়ালেখা করার উদ্দেশ্যে ছুটে আসে চট্টগ্রাম শহরে। একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কমপ্লিট করতে পারলেই ভবিষ্যৎ সুন্দরভাবে গোছানো সম্ভব।
তাই সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ছাত্র-ছাত্রীরা ভর্তি হয় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের বিশ্ববিদ্যালয়গুলোতে।
এ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনমূলক বিষয় বাস্তবায়ন করার সুযোগ রয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথমে রয়েছে বিশাল আকারের লাইব্রেরী। লাইব্রেরীর পাশেই আবার আলাদাভাবে তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আলাদা একটি জাদুকর। এ জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে।
বিশেষ করে চট্টগ্রামের ইতিহাসের বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই জাদুঘরের সংরক্ষণ করা আছে। কিছুক্ষণ জাদুঘরটিতে ভ্রমণ করলাম এবং চট্টগ্রামের প্রাচীন ইতিহাস সম্পর্কে কিছু তথ্য জানতে চেষ্টা করলাম।
জাদুঘরের হিন্দু বৌদ্ধ এবং ইসলাম ধর্মের তৎকালীন সময়ের বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পেয়েছি। মধ্যযুগের ব্যবহৃত অস্ত্র মুক্তিযুদ্ধের সময়ের কিছু ইংরেজের লাট সাহেবের চেয়ার এবং হিন্দু ধর্মের সূর্য দেবতা সহ অনেকগুলো দেবতার প্রতিমা সংরক্ষণ করা আছে। ভ্রমন করে অনেক কিছু জানতে পারলাম এবং একটি মানসিক শান্তি পেলাম।

20230104_144227.jpg

20230104_144517.jpg

Chittagong (Location Map)(https://what3words.com/blog.abstracts.turned)

জাদুঘরে ভ্রমণ শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আরো কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আরেকটি বিষয় জানিয়ে রাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
যাতায়াত করার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ববাস ও আলাদা ট্রেন রয়েছে। ছাত্র-ছাত্রীসহ অভিভাবকবৃন্দ উন্মুক্তভাবে ট্রেনের মাধ্যমে সহজেই যাতায়াত করতে পারবে।

20230104_144922.jpg

Chittagong (Location Map)(https://what3words.com/blog.abstracts.turned)

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য ।
আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ।
ইনশাল্লাহ

Sort:  
 2 years ago 

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
Review |

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI4.6
Period05/01/23
Transfer to Vesting78.865 STEEM
Cash Out
0
ResultClub100

Determination of Club100 Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application