কক্সবাজার ভ্রমণের জন্য উপযুক্ত একটি সময় শীতকাল
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আরও একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।
শীতকাল এমন একটা ঋতু এই সময়ে বেশিরভাগ মানুষ ছুটি কাটানোর একটা সুযোগ পায়। বিশেষ করে শীতকাল ডিসেম্বর মাস থেকে মোটামুটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে। আর যারা চাকরি দিবে তারা চেষ্টা করে ডিসেম্বর মাসটাতে ছুটি কাটাতে। কারণ এই সময়ে বাচ্চাদের পরীক্ষা শেষ হয় এবং এই সময়টাতেই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার মত একটা ভালো সুযোগ পাওয়া যায়। অধিকাংশ মানুষ যারা সাগর এবং পাহাড় দেখতে পছন্দ করে তারা ভ্রমন করার জন্য চলে আসে কক্সবাজার সমুদ্র সৈকত দেখার জন্য। প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করার জন্য আসে। তাই এই সময়ে কক্সবাজার এলাকা টুরিস্ট সিজন হিসেবে চিহ্নিত করা হয় এবং খুব ভালো একটা ব্যবসা হয় এই সময়টাতে। যেহেতু এই সময়ে মানুষ বেশি ঘুরতে পছন্দ করে এবং কক্সবাজার মুরগি তাই কক্সবাজারে বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশেষ করে ডিসেম্বরের একদম শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর বিশেষভাবে বিভিন্ন বড় বড় হোটেলে কনসার্টের আয়োজন করা হয় যেখানে দেশ বিখ্যাত শিল্পীদের কে নিয়ে আসা হয়। এক সময় কক্সবাজারে প্রতি বছর ৩১ ডিসেম্বরে একদম উন্মুক্ত আকারে একটা বিশাল কনসার্টের আয়োজন করা হতো যেখানে বড় বড় শিল্পীরা আসতো। কিন্তু এই বেসটা অস্বাভাবিক হয়ে গিয়েছে যখন থেকে করুনার সিজন শুরু হয়েছে সেই সময় থেকে। ২০২০ সালের পর থেকে ২০২৩ পর্যন্ত আর কোন রকমের উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়নি। তবে ২০২২ এবং ২৩ সালে পর্যটন মেলা উপলক্ষে কক্সবাজারের জেলা প্রশাসকের তত্ত্ব বাঁধনের দুই বছর পর্যটন মেলার আয়োজন করা হয়।এই মেলাতে উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়েছে যেখানে স্থানীয় শিল্পীরা এবং চিহ্নিত কিছু নামকরা শিল্পীকে নিয়ে আসা হয়েছিল। এই সময়টাতে কক্সবাজারে প্রচুর পরিমাণে পর্যটক ভ্রমণ করতে এসেছিল কারণ কক্সবাজারের যখন উৎসব পরিবেশ তৈরি করা হয় তখন অন্যান্য জেলার মানুষও কক্সবাজারে আসার প্রতি আগ্রহ আরও বেশি তৈরি হয়।
কক্সবাজার আয়োজন করা হয় সেটা হচ্ছে কক্সবাজারের শিল্প ও বাণিজ্য মেলা। যদিও বা ঢাকার আন্তর্জাতিক বড় বাণিজ্য মেলার মতো কক্সবাজারের বাণিজ্য মেলা নয়। কিন্তু তবুও এই মেলাতে প্রচুর পরিমাণে দর্শনার্থী ভিড় জমায়। আমারও মনে হয় কোন জেলাতেই এত লম্বা সময় তোরে বাণিজ্য মেলা পরিচালনা করা হয়। বেশিরভাগ জেলাতে সর্বোচ্চ ১ থেকে দেড় মাস পর্যন্ত বাণিজ্য মেলা পরিচালনা করা হয়। কিন্তু কক্সবাজারে যে বাণিজ্য মেলাটা শুরু হয় সেটা প্রায় তিন মাসের কাছাকাছি পরিচালিত হয়। বিশেষ করে এ পর্যন্ত টক দের আনাগোনা যখন বেশি থাকে সেই সময়ে এই মেলাটা আয়োজন করা হয় বলে জেলা প্রশাসকের কাছ থেকে দেড় মাস অনুমতি নিয়ে মেলা কর্তৃপক্ষ এই মেলা পরিচালনা করে। সব মিলিয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কক্সবাজার ভ্রমণ করার জন্য একটা উপযুক্ত সময়।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।
Hi, Greetings, Good to see you Here:)