MS Word Tutorial|| মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ না করে কিভাবে সিরিয়াল নাম্বার লিখবেন?
আসসালামুআলাইকুম, কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভাল আছেন। আজকে শেখাবো যারা আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি তাদের বিভিন্ন সময় দেখা যায় যে আপনার সিরিয়াল নাম্বার টাইপ করা লাগে, এখন এই কষ্ট করে বারবার 123 এভাবে সিরিয়াল নাম্বার টাইপ করে অনেকের কাছে কিন্তু খুবই বিরক্ত লাগে। আপনি যদি চান যে এখানে অটোমেটিক সিরিয়াল নাম্বার গুলো চলে আসবে এটা কিন্তু করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে অটোমেটিক ভাবে আমাদের সিরিয়াল নাম্বার গুলো যেই ঘরে আপনি চান সেই ঘরে নিয়ে আসবেন অর্থাৎ সেই কলামে নিয়ে আসবেন এটা আমরা শিখব।
উপরের চিত্রের মত একটা টেবিল নিবেন। এবং সিরিয়ালের কলামে যে ঘর পর্যন্ত সিরিয়াল অনুযায়ী সংখ্যা বসাবেন সেই ঘর পর্যন্ত সিলেক্ট করবেন।
এরপর রিবন বারের উপরে বাম পাশে Home বাটনে যাবেন এবং Paragraph এর উপরে তির চিহ্ণ দেয়া ঘরটিতে ক্লিক করবেন।
ক্লিক করার পর যে পপআপ মেনু আসবে সেখান থেকে আপনার পছন্দমত সিরিয়াল নাম্বারের ফরমেট সিলেক্ট করে ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখবেন উপরের চিত্রের মত সিরিয়াল নাম্বার দেখতে পাবেন।
যদি আপনি আপনার মনমত সিরিয়াল নাম্বার দিতে চান তাহলে Define New Numbers Format এ ক্লিক করবেন।
এরপর উপরের চিত্রের ঘরে আপনি আপনার পছন্দমত সিরিয়াল নাম্বারের ফরম্যাট সিলেক্ট করতে পারবেন।
বন্ধুরা আজ এই পর্যন্ত।

Hi, Greetings, Good to see you Here:)
Thanks enamul vai.