Thediarygame//17 October 24//Kotchandpur Baluhar bus stand sitting with friends on a rainy evening after Maghrib.

in Steem For Bangladesh7 months ago
ASSALAMU ALAIKUM

Hello everyone I am @kalidsyfulla From #Bangladesh

InShot_20241018_201607293~2.jpg

প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তায়ালার রহমতে অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আশা করি সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন। (ধন্যবাদ )

প্রিয় বন্ধুরা আমি গত দুইদিন যাবত কোটচাঁদপুরে অবস্থান করছি। আমার শ্বশুর বাড়িতে। আজ গিয়েছিলাম পরিচিত কয়েকজনের সাথে দেখা করতে।

সকালবেলা ঘুম থেকে উঠে পাক পবিত্রতা অর্জন করে,ফজরের নামাজ আদায় করি। নামাজ শেষ করে আবার ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে গোসল করে সকালের খাবার খায়। খাবার খেয়ে কুটুমের মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাই আন্দুলবাড়ীয়া বজিদ্দিয়া জীবন নগর চুয়াডাঙ্গা।

IMG_20241017_125718.jpg

আন্দুল বাড়িয়া থেকে ফিরে আসি কোটচাঁদপুর বাজারে।তারপর দেখা করি সেজ ভাইয়ের খালু শ্বশুরের সাথে। খালু শশুর আইসক্রিমের ব্যবসা করে । ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দেখা করি। দেখামাত্র খুবই খুশি হয়। তারপর বিভিন্ন ধরনের গল্প করি। দেওয়ার সাথে সাথে এই আইসক্রিমের বাটি সামনে এনে দেয়। তারপর খাইতে খাইতে গল্প করি। আবার চলে আসার সময় ২৪ পিসের এক কাটুন কোণ আইসক্রিম দিয়ে দেয়।বলে তোমার শ্বশুর ও তোমার মেয়েকে নিয়ে দিয়ে।তারপর আমি আইসক্রিম নিয়ে চলে আসি।

IMG_20241017_160257.jpgIMG_20241017_160244.jpg

দুপুরের খাবার খেয়ে আবারো দেখা করতে যাই,আমার পরিচিত কাছের একজন মানুষের সাথে। মোটরসাইকেলে করেই যাই। বেশ কয়েক মাইল দূরেই শ্বশুরবাড়ি থেকে। সেখানে গেলে তারা খুবই খুশি হয়। আমাকে কিছু নাস্তা পানি খেতে দেয়। কথাবার্তা বলি থাকার জন্য অনেক অনুরোধ করে। আমাকে শুক্রবার বাড়িতে চলে আসতে হবে এজন্য আর থাকতে পারিনা । তারপর সেখান থেকে বিদায় নিয়ে চলে আসি।

IMG_20241017_180318.jpgIMG_20241017_180055.jpg

মাগরিবের আগে আবার চলে আসি কোটচাঁদপুর বাজার।এসে মাগরিবের নামাজ আদায় করি। বলুহর বাস স্ট্যান্ড জামে মসজিদে। মসজিদে যেতে দেরি হয়ে যায় তাই নিচে জায়গা না পেয়ে মসজিদের দোতলায় গিয়ে নামাজ আদায় করি।নামাজ শেষ করে বাইরে বেরিয়ে দেখে আকাশে মেঘ করেছে। রাস্তার লোকজন খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছে সবাই তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছে।

IMG_20241017_190629.jpgIMG_20241017_185921.jpg

আমি মোটরসাইকেল টা নিয়ে তেল পাম্প থেকে পেট্রোল ভরে নিয়ে আসি। বৃষ্টি পড়া শুরু করলে একটি দোকানের ভিতরে গিয়ে দাড়ায়। দোকানে গিয়ে দেখি যে আমার দুজন বন্ধু বসে আছে। তারা আবার ক্লাস ফ্রেন্ড ছিল।শেষ পর্যন্ত কেউ লেখাপড়া করে নাই। তারপর তাদের সাথে বেশ কিছু সময় কথাবার্তা বলি। এদিকে বৃষ্টি হতেই থাকে।

বসে থাকার মধ্যেই আমার ছোট কুটুম ফোন দিয়ে বলে ভাই দোকান থেকে কিছু তরকারি নিয়ে আসবেন। নির্দিষ্ট বেচাকেনা করার একটা দোকান আছে তার। সেখান থেকেই আমাকে তরকারি নিয়ে যেতে বলে।আমি দোকানদারকে বললেই আমাকে তরকারি দিয়ে দেয়। আমি নিয়ে চলে আসি।

তখনো প্রচুর বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বৃষ্টি থেমে যায়, ভাবলাম যে এবার মনে হয় চলে যেতে পারবো। তারপর গাড়ি নিয়ে বের হই কিছুদূর আসার পরে প্রচুর বৃষ্টি শুরু হয়। শেষ পর্যন্ত মোটরসাইকেলে ভিজতে ভিজতে বাড়িতে আসি।

Photography Details

Device
realme c33
Location
Kotchandpur jhenaidah
Captured By
@kalidsyfulla

প্রিয় বন্ধুরা,ব্লগটি আজ এ পর্যন্তই।পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ

Sort:  
 7 months ago 

দৈনিক কার্যক্রম গুলো অনেক সুন্দর ছিল। যেহেতু আইসক্রিমের দোকানটা আপনার নিজের লোকের তাই আশা করি সেখানে সুন্দর সময় কাটানো সম্ভব হয়েছে। এবং কিছু সময় ঘোরাফেরা করার জন্য আপনি দারুন একটা সুযোগ পেয়েছেন এবং দারুন একটা জায়গা পেয়েছেন। অনেক ধন্যবাদ এত সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য।

 7 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য। ❤️❤️❤️

 7 months ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য। আমার মন্তব্যের উত্তর দেওয়ার ফলে আপনি আমাকে পরবর্তী মন্তব্য করার জন্য উৎসাহিত করেছেন এবং আমি চেষ্টা করব সকলের লেখাগুলো সুন্দরভাবে পড়ে মন্তব্য করার জন্য। আপনাদের লেখাগুলো থেকে আমি অনেক কিছু শিখতে পারি।

 6 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. Join our Discord servers for help. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25x
Community beneficiariesx
Voting CSI12.5 ( 0.00 % self, 103 upvotes, 48 accounts, last 7d )
Result Club5050