Better life with steem. The dairy game. 27/05/2025.. my work day..

in Steem For Bangladesh2 months ago (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।

1000073834.jpg

সকালের খাবার খেয়ে আমি আমার প্রয়োজনীয় কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। রাস্তায় একটা অটোরিক্সার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা অটো রিক্সা আসে। তারপর সেই অটো রিক্সার মধ্যে উঠে আমি আমার গন্তব্যে রওনা শুরু করি।

1000073831.jpg

অফিসে গেটের পাশে একটা দোকানে গিয়ে বসলাম। সেখানে বসে আমি একটা চা খেয়ে নিলাম। চা খেয়ে দোকানে টাকা পরিশোধ করে অফিসের মধ্যে প্রবেশ করলাম। অফিসের মধ্যে প্রবেশ করে কাজগুলো গুছিয়ে নিলাম। তারপর কাছে মনোযোগী হয়ে কাজ করতে শুরু করলাম।

আমি আমার পরিচিত অপারেটরদের সাথে বসে কিছুক্ষণ কাজগুলো দেখলাম। তারা ঠিকভাবে কাজগুলো করতেছে কিনা সেগুলো খেয়াল করলাম। সবাই খুব মনোযোগ সহকারে কাজ করিতেছে। আর কিছুদিন পর ঈদুল আযহা। তাই সবাই খুব মনোযোগ সহকারে কাজ করছে।

1000073833.jpg

দুপুর একটা সময় আমি দুপুরের খাবার খাওয়ার জন্য অফিস থেকে বের হই। আজকে দিনের তাপমাত্রা অনেক বেশি। অফিস থেকে নিচে বের হতেই গরমে শরীর ঘেরে যাচ্ছে। তারপরও হেটে হেঁটে আমি বাসায় গিয়ে খাবার খেয়ে নিলাম ‌। খাবার খেয়ে কয়েক মিনিট সময় বিশ্রাম নিলাম। তারপর অফিসের উদ্দেশ্যে আবারো হেটে রওনা শুরু করলাম। আমার বাসা থেকে অফিসে আসতে হেঁটে তাই ১২ থেকে ১৫ মিনিট সময় লাগে। এই গরমের মধ্যে হেঁটে আসতে খুবই অস্বস্তি বোধ হয়। মাঝেমধ্যে অটো রিক্সা দিয়ে আমি অফিসে আছি। আমার মাঝে মাঝে হেঁটে আসি।

1000073838.jpg

1000073841.jpg
দিনের তাপমাত্রা অনেক বেশি হওয়ায় গরমে শরীর ঘেমে খুবই ক্লান্ত বোধ করলাম। তাই অফিস থেকে বের হয়ে অফিসের পাশে দোকানে গিয়ে স্যালাইন কিনে পানির সাথে মিশিয়ে খেলাম। পানি খাওয়ার পর শরীরে অনেকটা আরাম অনুভব করলাম। দোকানেই দেখতে পারলাম কিছু জাম বিক্রি করিতেছে। সেখান থেকে আমরা কয়েক টাকার জাম ক্রয় করে পানি দিয়ে ভালো করে ধুয়ে খেয়ে নিলাম। তারপর অফিসের মধ্যে প্রবেশ করে পুনরায় কাজ করতে শুরু করলাম।

1000073847.jpg
কাজগুলো শেষ করে আমি রাতে বাসায় চলে আসলাম। বাসায় এসে হাতমুখ ভালো করে ধুয়ে নিলাম। তারপর রাতের খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে আমি মোবাইলে বিভিন্ন রকমের খবর গুলো দেখতে থাকলাম। খবর দেখে রাত বারোটা থেকে আমি ঘুমাতে চলে গেলাম।

আমার পোস্টটি পড়ার জন্য ও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Sort:  
Loading...