Better life with steem. The dairy game. 15/05/2025. The relax day.

in Steem For Bangladesh8 days ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রতিদিনের মতো আজকেও আমি ঘুম থেকে সকালে উঠি। সকালে উঠে আমি দাঁত ব্রাশ করি। এরপর দাঁত ব্রাশ করা হলে আমি ভালোভাবে হাতমুখ ধুয়ে নিই। তারপর হাত মুখ ধোয়া শেষ হলে আমি একটু হাঁটাচলা করি। এরপর আমি সকালের খাবার খাই।

Raju20250515_104721_Vivid Human Portrait By Light Editz~2.jpg

তার পর রাস্তায় যায়।একটু হাটাচলা করার জন্য, কিছু খন হাটাহাটি করলাম।
তারপর বাড়িতে গেলাম,বাড়িতে যাওয়ার পর কিছুখন বসে থাকলাম। তারপর একটু পুকুর পারে গেলাম।

Raju20250515_144035_Vivid Human Portrait By Light Editz.jpg

তারপর হঠাৎ করে শুনতে পাই মাইকিং করা হচ্ছে। আজ নাকি TCP পণ্য বিতরণ করা হবে। তারপর TCP কার্ড টি নিয়ে বাজারে দিকে রওনা হয়। বাজারে গিয়ে দেখতে পাই বিশাল লম্বা লাইন। লম্বা লাইন দেখে ভাবলাম কিছুক্ষণ ঘুরে আসি। তারপর আমাদের স্কুল মাঠে গেলাম। গিয়ে দেখতে পাই এলাকার কিছু পোলাপান মাঠে বসে আছে। তারপর তাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে আবার TCP পণ্য নেওয়ার জন্য যাই। গিয়ে দেখতে পাই সেই একই অবস্থা। তারপর আর কিছু করার নাই। আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম। অনেকক্ষণ পর আমার সিরিয়াল আসলো। তারপর TCP পণ্য উঠিয়ে একটি পরিচিত দোকানে রাখলাম।

Raju20250515_134458_Vivid Human Portrait By Light Editz.jpg

তারপর বাজারে আসলাম এসে দেখতে পাই বাজার পুরা ফাঁকা। কারণ এখন দুপুর টাইম তাই বাজারে লোকজন অনেক কম। তারপর স্কুল মাঠে গেলাম। গিয়ে দেখতে পাই মাঠের এক কোনায় বন্ধুরা বসে আছে। তারপর তাদের সাথে সঙ্গ দেই। বন্ধুরা আমাকে দেখে বলতেছে গেম খেলব। তারপর ওদের সাথে কিছুক্ষণ গেম খেলি। তারপর মাঠে একটু ঘোরাফেরা করি।ঘুরতে ঘুরতে আমাদের স্কুলের পেছনে একটি কাঠের ব্রিজ আছে সেখানে যায়। সেখানে অনেকক্ষণ বসে থাকি। বন্ধুদের সাথে গল্প করি। তাদের সম্পর্কে জানি যে তারা ভবিষ্যতে কি করতে চাই। অনেক জন অনেক ধরনের কথা বলে। সকল বন্ধুর মনের আশা মহান আল্লাহতায়ালা পূরণ করুক। আমার বন্ধুরা আশা গুলো অনেক বড়। তারপর সকলে মিলে ওঠে বাজারে দিকে আসি। বাজারের একটি দোকান থেকে সকালে মিলে কিছু খাওয়া দাওয়া করি। তারপর দোকান থেকে TCP পণ্যটি নিয়ে বাড়িতে ফিরে আসি।
বাড়িতে এসে গোসল করে দুপুরের খাবার খাই। তারপর লম্বা একটা ঘুম দেই। ঘুমের মধ্যে দিয়েই বিকেল হয়ে যায়। তারপর ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে। আমাদের বাড়ির সামনে রাস্তার দিকে যাই। রাস্তায় গিয়ে দেখতে পাই মাঠে এলাকার পোলাপান ফুটবল খেলছে। তারপর আমিও তাদের সাথে কিছুক্ষণ ফুটবল খেলি। এভাবে কিছুক্ষণ খেলতে খেলতেই পুরো শরীর কাঁদা দিয়ে ভিজে যায়। গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে খেলার মাঠ পুরো কাঁদা কাদা হয়ে গেছে। এর জন্য এমনটা হয়েছে।

Raju20250515_181247_Vivid Human Portrait By Light Editz.jpg
Raju20250514_172717_Vivid Human Portrait By Light Editz.jpg

তারপর বাড়িতে এসে আবার গোসল করে। বাড়ির সামনে রাস্তায় যাই। রাস্তায় গিয়ে কিছুক্ষণ প্রকৃতি উপভোগ করি। প্রকৃতির সাথে খেলা করতে আমার বেশ ভালো লাগে। ধান কাটার পর কৃষকের জমি পুরা ফাঁকা। রাখাল রা মাঠে গরু চড়াচ্ছে, কৃষকেরা তাদের ফসল নিয়ে বাড়ি ফিরছে। এরকম দৃশ্য শুধুমাত্র গ্রামেই দেখা নাই। আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি। গ্রামের প্রত্যেকটি প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মনোমুগ্ধ করে তোলে। গ্রামের প্রতি মায়া মমতা আমার অনেক। কারণ আমি প্রতিদিন গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখি এবং উপভোগ করি।


সব মিলিয়ে আজকের দিনটি অনেক ভালো কাটলো💫

এই ছিল আজকে আমার সারাদিন।সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে। আমি আমার কথাগুলো এখানেই শেষ করছি ।সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে পুনরায় সালাম আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

DeviceName
AndroidRedmi note 10 pro max
Camera108M Quad_camera
LocationBangladesh
short by@alimtutorial
Sort:  
 7 days ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI4
Period2025-05-16
ResultPowerdown