Better life with steem. The dairy game. 06/05/2025. The busy day.

in Steem For Bangladesh10 days ago (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রতিদিনের মতো আজকেও আমি ঘুম থেকে সকালে উঠি। সকালে উঠে আমি দাঁত ব্রাশ করি। এরপর দাঁত ব্রাশ করা হলে আমি ভালোভাবে হাতমুখ ধুয়ে নিই। তারপর হাত মুখ ধোয়া শেষ হলে আমি একটু হাঁটাচলা করি। এরপর আমি সকালের খাবার খাই।

IMG_20250505_214736.jpg

আগের পোস্টে দেখেছিলাম মরিচের খেত থেকে মরিচ উঠিয়েছিলাম। আজকে সকালে এই মরিচগুলোকে রোদে শুকাতে দেই। তারপর একটু রাস্তার দিকে যায়। রাস্তায় যাওয়ার পর আকাশে কালো মেঘ মনে হয় বৃষ্টি হবে। শীতল বাতাস আবহাওয়া খারাপ। তারপর আমি তাড়াতাড়ি করে বাড়ি আসি। বাড়িতে এসে মরিচগুলো জড়িয়ে কাগজ দিয়ে ঢেকে রাখি। এরপর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির আগে মরিচ গুলোকে জড়াতে পারছি। মরিচগুলো ঢেকে রাখার পর বাড়ি ফেরার পথে বৃষ্টি শুরু হয়। বাড়ি আসতে আসতে হালকা ভিজে গেছি। তারপর বাড়ি এসে শরীর ভালো করে মুছে কাপড় চেঞ্জ করি। এরপর আবারও ঘুমাই। প্রায় তিন ঘণ্টা ঘুমাই। হঠাৎ করে শুনতে পায় মা ডাকতেছে। ঘুম থেকে উঠে দেখি দিনের আবহাওয়া আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তারপর ওঠে হাতমুখ ধুয়ে আবার মরিচ ছড়ায় দিতে যাই। সমস্ত মরিচ আবার ছড়িয়ে দিয়ে বাড়িতে আসি। তারপরও গোসল করে। দুপুরের খাবার খাই। খাবার খাওয়ার পর পাঁচ মিনিট রেস্ট করে।

![Raju20250506_084213_Vivid Human Portrait By Light Editz.jpg()

Raju20250506_084333_Vivid Human Portrait By Light Editz.jpg
তারপর আবার রাস্তার দিকে যাই। যেয়ে দেখতে পাই অনেক কৃষকের ধান। বৃষ্টি হওয়ার কারণে শুয়ে পড়ছে। তারপর কিছুক্ষণ রাস্তা দিয়ে ঘোরাঘুরি। দোকানে যাই, এরপর ঘুরতে ঘুরতে বাড়ির দিকে আসি। বাড়িতে আসার পর হাতমুখ ধুয়ে আবারও খাবার খাই।

Raju20250506_093259_Vivid Human Portrait By Light Editz.jpg

তারপর আমার দরকারে শহরের দিকে যাই। শহরের কাজ শেষ করে। রেল স্টেশনে কিছুক্ষণ সময় ঘোরাফেরা করি।

LMC_20250506_184322_Radial Blur 🔥 by Light Editz.jpg

ঘোরাফেরা করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারপর বাড়ি আসি। বাড়ি আসার কিছুক্ষণ পরে আবারো রাস্তার দিকে যাই। রাস্তায় গিয়ে বন্ধুদের সাথে অনেকক্ষণ যাবৎ আড্ডা দেই। বন্ধুদের সাথে সময় দিতে যেতে চাই ৯ঃ৩০ বেজে যায়। তারপর বাড়ি আসি। হাত মুখ ধুয়ে রাতের খাবার খায়। এরপর পাঁচ মিনিটের মতো টিভি দেখি। তারপর শোয়ার জন্য বিছানায়।

        সব মিলিয়ে আজকের দিনটি অনেক ভালো কাটলো।

এই ছিল আজকে আমার সারাদিন।সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে। আমি আমার কথাগুলো এখানেই শেষ করছি ।সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে পুনরায় সালাম আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

আমার পোস্টটি পড়ার জন্য ও দেখার জন্য সকলকে ধন্যবাদ