Better life with steem. The dairy game. 05/05/2025. The busy day.
তারপর আমি আমাদের মরিচের খেতে যাই। আজকে আমাদের মরিচ তোলার জন্য অনেক কামলা নিয়েছিল। প্রায় সারাদিনই কাজে ব্যস্ত ছিলাম। আমাদের মরিচের খেতে মরিচ পেকে গেছে। তার জন্য অনেকগুলো কামনা নিয়ে পাকা মরিচ উঠায়। আজকে আমার কাজ ছিল। মরিচ গুলো বস্তা করা। এভাবে দুপুর পর্যন্ত একটানা কাজ করি। তারপর হাতমুখ ধুয়ে দুপুরের খাবার খাই। দুপুরের খাবারের পর এক ঘন্টা যাবৎ বিশ্রাম করি। তারপর আবার ফ্রেশ হয়ে। মরিচের খেতে যাই। প্রায় আড়াই ঘণ্টা সময় মরিচের বস্তা করি। মরিচের বস্তা করার পর। মোস্তা কলস রাস্তার পাশে রাখি। তারপর একটা গাড়ি এনে। মরিচগুলো বাড়িতে নিয়ে আসি। বাড়ি আসার পর সমস্ত মরিচ এক জায়গায় রাখি। তারপর গোসল করে। খাওয়া দাওয়া করে। ৩০ মিনিট বসে থাকে। তারপর আমার প্রয়োজনে শহরের দিকে যাই।
শহরের কাজ শেষ করে বাড়ি ফেরার সময়। শহরের এক বন্ধুর সাথে দেখা হয়। তারপর বন্ধুর সাথে শহর দিয়ে অনেক জায়গায় ঘোরাফেরা করি। দুই বন্ধু মিলে দোকান থেকে কিছু খাই। তারপর বন্ধু তার বাসায় নিয়ে যেতে চাই। কিন্তু আমি যাই না। বন্ধু যেখানে আড্ডা দেই। সেখানে আমাকে নিয়ে যায়। ওইখানে যেয়ে দেখতে পাই। অনেকেই বসে আছে। তারপর আমার বন্ধু তাদের সাথে পরিচয় করিয়ে দেই। তারপর সবাই মিলে অনেকক্ষণ যাবৎ আড্ডা দেই। তারপর বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরি। বাড়ি এসে কিছুক্ষণ বিশ্রাম করি।
তারপর আমাদের বাড়ির সামনে রাস্তায় যাই। অনেকক্ষণ যাবৎ রাস্তায় বসে থাকি। আজ রাতের পরিবেশ অনেক শীতল। দক্ষিণা বাতাস। তারপর বন্ধুরা মিলে কিছুক্ষণ লুডু খেলি। এরপর বাড়ি ফিরি। বাড়িতে যায়ে ফ্রেশ হয়ে। রাতের খাবার খেয়ে। শোয়ার জন্য বিছানগর।
তারপর শুয়ে শুয়ে ইউটিউবে দৈনন্দিন খবর দেখি। অনেকক্ষণ যাবৎ দেশের খবর দেখি। তারপর একটু ফেসবুক ঢুকে অনেক লোকের স্টোরি এবং পোস্ট দেখি । এরপর শুয়ে পরি।
সব মিলিয়ে আজকের দিনটি অনেক ভালো কাটলো।
এই ছিল আজকে আমার সারাদিন।সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে। আমি আমার কথাগুলো এখানেই শেষ করছি ।সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে পুনরায় সালাম আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
Thank you to Team 3 for supporting me.