Better life with steem. The dairy game.03/05/2025. My relax day.

তারপর বাসাতে একটু রিলাক্স করে। আমাদের বাসার সামনে রাস্তার দিকে রওনা দেই। রাস্তার দিকে আসতেই দেখতে পাই। কৃষক তার মাঠের ফসল ঘোড়ার গাড়ি করে বাসায় নিয়ে যাচ্ছে। হঠাৎ একটি গাড়ির চাকা ফুটো হয়ে যায়। তারপর কৃষক অনেক অসহায় হয়ে পড়ে।তারপর আমি দেখে আমার বন্ধুদের সাথে নিয়ে বস্তাগুলো নামিয়ে দিলাম ।এবং কি তাদের কাজে সাহায্য সহযোগিতা করলাম । তারপর আরেকটা গাড়ি ডাক দেয় এনে। বস্তা গুলো ওই গাড়িতে তুলে দিলাম।
তারপর আমরা সকলেই মিলে রাস্তার দিকে আসলাম। এসে অনেকক্ষণ যাবৎ বসে থাকলাম এবং গল্প আলাপ করলাম। আমরা অনেকক্ষণ যাবৎ হাসাহাসি এবং মারামারি করলাম। তারপর রাস্তা থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলাম। তারপর পাঁচ দশ মিনিট হাটাহাটি করার পর। একটি অটোতে উঠে বাজারের দিকে রওনা হলাম।
বাজারে পৌঁছাতে আমাদের প্রায় ১৫ মিনিট সময় লাগলো। এই সময়ের মাঝখানে অটোওয়ালার সঙ্গে একটু গল্প করলাম। অবশেষে গল্প করতে করতে 15 মিনিট পর বাজারে পৌঁছালাম। তারপর বাজারের প্রয়োজনীয় কাজ করে। বাজার দে একটু ঘুরাঘুরি করলাম। তারপর একটি চায়ের দোকানে যেয়ে। দুজনে মিলে দু কাপ চা খেলাম।
তারপর হোটেলে গিয়ে হালকা পাতলা খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া শেষ করে বিলটা ক্লিয়ার করে বাড়ির দিকে চলে আসলাম। তারপর বাসায় এসে। একটু ফ্রেশ হয়ে রুমে যেয়ে একটু ফেসবুক চালালাম। তারপরে সন্ধ্যার সময় আবার একটু রাস্তায় গেলাম। সন্ধ্যার সময় সবাই কাজ শেষ করে রাস্তায় আড্ডা দেই। আমাদের গ্রামে সন্ধ্যা বেলার রাস্তা অনেক জনপ্রিয়। কারণ, সন্ধ্যায় অনেক লোক দূর থেকে সময় কাটানোর জন্য আমাদের গ্রামে আসে।
আজকের দিনটি অনেক ভালো কাটলো।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে। আমি আমার কথাগুলো এখানেই শেষ করছি ।সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে পুনরায় সালাম আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
Hi, Greetings, Good to see you Here:)
Thank you brother for such a nice comment. Please support me. I hope I will try to give something better.
MashaAllah brother, a very nice diary post. Playing games, visiting the fields, helping farmers, going to the market—everything is written so beautifully. Especially, your helping mentality is really admirable. Every picture and writing style of the post was very interesting. I want to see more posts like this from you, InshaAllah. May Allah have mercy on you, stay healthy, stay well.
Brother, thank you for such a nice comment.