Steem Bangladesh Contest || Movie Review || Your Name || Review by @sohag27
আসসালামুয়ালাইকুম
@steem-bangladesh কর্তৃক আয়োজিত আজকের টপ পোস্ট টপিক হলো "Movie Review"।আমি আজকে যে মুভিটির রিভিউ করব তার নাম হলো "Your Name"(ইউর নেম)।তো চলুন শুরু করা যাক....
🎬 Your Name
"Your Name" ২০১৬ সালে নির্মিত জাপানিজ এ্যানিমেটেড রোমান্টিক ফ্যান্টাসি মুভি।
নাম | Your Name(ইউর নেম) |
---|---|
আসল নাম | Kimi no Na wa |
ধরন | এ্যানিমেশন ড্রামা, রোমান্স,টাইম ট্রাভেল |
পরিচালক | মাকোতো শিনকাই |
প্রযোজক | কইচিরো ইতো,কাতসুহিরো তাকেই |
রিলিজ ডেট | জুলাই ৩ ২০১৬ ও ২৬ জুলাই ২০১৬(জাপান) |
রানটাইম | ১০৭ মিনিট |
দেশ | জাপান |
ভাষা | জাপানিজ |
ক্যারেক্টার | ভয়েস |
---|---|
তাকি তাচিবানা | রায়ুনোসুকে কামিকি |
মিৎসুয়া ইতোমরি | মনি কামিশিরাইশি |
মিৎসুয়া ইতোমরি গ্রামের একটা মেয়ে। গ্রাম্য জীবনে অতিষ্ঠ।জীবন নিয়ে বিতৃষ্ণা থেকেই সে চাইতো নেক্সট লাইফে যেনো টোকিও শহরে একজন ছেলে হয়ে জন্মগ্রহণ করে। এদিকে টোকিও শহরের তাকি তাচিবানা , সেও জীবন নিয়ে অসুখী। হঠাৎ এক সকালে মিৎসুহা ও তাকি দুজনেই হঠাৎ একজনের দেহে অন্যজনকে আবিষ্কার করে। এভাবে ঘুমের মধ্যে শরীর অদল বদল হয়ে যায় এবং তারা নোট লিখে যায়।
কিন্তু হঠাৎ একদিন শরীর বদল বন্ধ হয়ে যায় এবং তাকি মিৎসুহাকে না চিনেও তীব্র টানের কারণে বন্ধুদের সাথে ইতোমরি চলে আসে আর এসেই এমন সব অদ্ভুত ট্রাজেডির সম্মুখীন হয় তা না দেখলে বুঝবেন না।
তাকির সাথে মিৎসুহার মোট তিনবার দেখা হয়েছিল।
প্রথমবার ট্রেনের ভিতর। কিন্তু দুটো টাইমলাইনের কারণে তাকি মিৎসুহাকে চিনতে পারে নি কারণ তাকি তখন ২০১৬ তে এবং মিৎসুহা ২০১৩ তে বাস করতো। সময় দ্বারা দুজনকে আলাদা করা হয়েছিল।মিৎসুহা তার মাথার রেড ফিতা টি তাকি কে দিয়ে যায় এবং তাকি সেটা কোনো এক অলৌকিক কিছুর সাহায্যে হাতে বেঁধে ফেলে। লাল ফিতা জাপানিজরা দৃশ্য অদৃশ্যের বন্ধন এমন কিছু মনে করে।
দ্বিতীয়বার দেখা হয়েছিল ধূমকেতু পতনে ধ্বংস হয়ে যাওয়া পর্বত প্রান্তরে। কিন্তু এখানেও সময় দিয়ে বেধে ফেলা হয়েছিল তাদের। কিন্তু সময়কে অতিক্রম করেও ভালোবাসার জোরে একে অপরকে ক্রস করার সময় থমকে দাঁড়ায়। বিকেলের শেষ আভা তাদের প্রেমের সাঁকো হয়ে দুজনকে দৃশ্যমান হতে সাহায্য করে। এই সময়টা জাপানিজরা লৌকিক অলৌকিক সময় ভাবে। কিন্তু টুয়েইলাইটের সল্প সময়ের মধ্যে তারা একে অপরের হাতে তাদের নাম লিখে যেতে পারে নি। এই সিনটা অনেক বেশী হৃদয় বিদারক ছিলো।
তৃতীয় বার দেখা হয় মুভির শেষে আধুনিক সময়ে সেখানে সময়ের ব্যবধান ছিলো না।সম্পূর্ণ নতুন টাইমলাইনে দেখা হয় তাদের। তখন দুজনেই টোকিও শহরে ছিলো। হঠাৎ ই রেলিং এ দেখা হয়ে যায় দুজনের। তীব্র ভালোবাসা দুজনকে আবারো থমকে দাঁড় করিয়ে দেয়। দুজনেই বলে ওঠে...তোমার নাম কী??
Personal : 8.5/10
অনেক সুন্দর একটা এ্যানিমেশন মুভি। শিনকাই পরিচালিত আরো অনেক মাস্টারপিচ আছে তন্মধ্যে অন্যতম এই মুভিটা। এই মুভির অসাধারণ গ্রাফিক্স, বিজিএম গুলো তো জাস্ট ওয়াও কেমন গায়ে কাঁটা দিচ্ছিলো। মুভির প্লট সবকিছু এত পারফেক্ট ছিলো যে আমি চোখ সরাতে পারিনি স্ক্রিন থেকে। অনেক বেশী সুন্দর একটা মুভি।
সাবটাইটেল লিংক :
https://subscene.com/subtitles/kimi-no-na-wa-your-name/bengali/1601033 (বাংলা)
https://yts-subs.com/subtitles/your-name-2016-english-yify-245541 (ইংরেজি)
Valo hoyeche apnar movie review ta,good post
Thank you vai!!
ভালো হয়েছে আপনার পোস্ট,
ধন্যবাদ !!