Assalamulaikum
Hope everybody is doing well
[01]
- এটি জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনার। ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে পুষ্পাঞ্জলি দেয়া হয়।
[02]
- এটি একটি ভ্রাম্যমাণ লাইব্রেরী। এখানে নানা প্রকার বই পাওয়া যায়। এই ভ্রাম্যমান লাইব্রেরীটি সব জায়গায় ঘুরে বেড়ায়।
[03]
- এটি জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহ তোরণ।
[04]
- এটি একটি লোকাল মার্কেট। এখানে সাধারণত শীতের টুপি, মোজা, মাফলার ইত্যাদি জিনিস বিক্রি হয়।
[05]
- এটি একটি লোকাল হোটেল। এখানে তেলে ভাজা খাবার বেশি পাওয়া যায়। যেমন :- পিঁয়াজি, সিংড়া, খুড়মা, আলুর চপ ইত্যাদি। আর সব জিনিসের দাম খুবই কম।
[06]
- এটি একটি হকার্স মার্কেট। এখানে শীতকালে পুরাতন কাপড় বিক্রি করা হয়। এই পুরাতন কাপড় গুলো বাইরের দেশ থেকে আমাদের দেশে আছে।
[07]
- দুজন মানুষ বিছানার জন্য যাযিম তৈরি করছেন। এক একটি যাযিম ৩৫০০-৪০০০ টাকায় ( $৪১.২৭২-৪৭.১৬৮ ) বিক্রি হয়।
[08]
- একজন হকার রাস্তার পাশে ফ্রেশ ধুম কোলা ও ফ্রেশ ধুম আপে বিক্রি করছেন। আর তিনি অবিশ্বাস্য ছাড়ে এগুলো বিক্রি করছেন।
[09]
- চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট ট্রেনটি জয়পুরহাট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে।
[10]
- জয়পুরহাট বাড়োঘাটি পুকুর ঘাটে কয়েকজন ছোট ছেলের একটু খুনসুটি। তারা পুকুরে গোসল করার জন্য এসেছে।
JOIN WITH US ON DISCORD SERVER: