My Town in 10 Pics. 1 March 2021. My shoot...

এই দৃশ্যটি পানের দোকানের। বিভিন্ন প্রকারের মসলা দোকানটির সামনে ,ক্রেতাদের দৃষ্টি আকর্ষন করার জন্য স্বাজিয়ে রাখেছেন পান বিক্রেতা। এই দোকানে ৫০,৬০,৮০ টাকা মূল্যের পান আছে। এটি একটি অস্থায়ি পানের দোকান।
- What3words Location Code :. https://w3w.co/embers.something.steamed
আজ আকাশ পরিস্কার ছিলো। আকাশের কোথাও কোন মেঘ ছিলো না। এমন একটি সময় আমি বাগানের মাঝখান দিয়ে হাটছিলাম। এরপর এই গাছটির ছবি তুলেছি। এই গাছের নাম হলো মেহেগুন গাছ।
- What3words Location Code :. https://w3w.co/wiped.dimension.rather
এটি অদ্ভুত ১ টি গাছ। এই গাছ বেড়া দেয়ার কাজে ব্যবহার করা হয়। এই গাছ গুলোর ডালপালা কেটে দিলে মরে যায়না। ডালপালা কেটে দিলে পুনরায় গজায়।
- What3words Location Code : https://w3w.co/wiped.dimension.rather
খেজুর গাছ থেকে শীত কালে রস সংগ্রহ করা হয়। রস সংগ্রহ করা শেষ হলে গাছে এমন দৃশ্য দেখা যায়। এটি একধরনের সাদা ফেনা। এই ফেনা খেজুর গাছের রস থেকেই হয়।
- What3words Location Code :. https://w3w.co/shocks.skinning.dwelled
মাঠের মদ্ধে দিয়ে বৈদ্যুতিক লাইন টানানো হয়েছে। ইলেক্ট্রিক পোলটি একটি ধানি জমির মাঝখানে স্থাপন করা হয়েছে। এমন দৃশ্য গ্রামের মাঠে কমন।
- What3words Location Code :. https://w3w.co/slang.pickup.cursing
ছবিতে দেখতে পারছেন দুজন পাপোর বিক্রেতা। ১ জন পাপোর তৈলে ভেজে প্রস্তুত করছে। অপর একজন সেগুলো বিক্রি করছেন। ৩ টি পাপোরের মূল্য ১০ টাকা।
- What3words Location Code :. https://w3w.co/outings.receiving.fruity
এটি ২ তলা বিশিষ্ট একটি ছোট মার্কেট। মার্কেট টির ২ তলায় বিভিন্ন রকমের আসবাবপত্র পাওয়া যায়। এবং মার্কেট টির ১ তলায় বিভিন্ন রকমের ইলেক্ট্রনিক্সের প্রোডাক্ট পাওয়া যায়।
- What3words Location Code : https://w3w.co/supply.earphones.donor
একটি চাঁদনি রাতের মনরম দৃশ্য। রাস্তা দিয়ে হাটার সময় এই দৃশ্যটি নজরে পরলে এই ছবিটি তুলেছি। ছবিটি দেখতে অনেক সুন্দর।
- What3words Location Code :. https://w3w.co/embers.something.steamed
এটি হলো ১ টি মৌচাক। একটি ঘরের জানালার পাশে এই মৌচাকটি বসেছে। ছবিটি অনেক কাছে গিয়ে তুলেছি। তাদের বিরক্ত না করলে তারা কামর দেয়না।
- What3words Location Code :. https://w3w.co/outings.receiving.fruity
রাস্তার পাশে রয়েছে একটি বড় মাঠ এবং রাস্তার পাশ দিয়ে অসংখ্য গাছ লাগিয়ে রাখা হয়েছে। আপনারা যে গাছটি দেখতে পারছেন এই গাছটির নাম হল সজনে গাছ। এই গাছে সজনে নামের এক ধরনের সবজি হয় শীতকালে।
- What3words Location Code :. https://w3w.co/outings.receiving.fruity
Facebook | Twitter| Discord
E-mail: [email protected]

JOIN WITH US ON DISCORD SERVER: