My Town in 10 Pics. 1 March 2021. My shoot...

in Steem Bangladesh4 years ago


1614530458627-01.jpeg
এই দৃশ্যটি পানের দোকানের। বিভিন্ন প্রকারের মসলা দোকানটির সামনে ,ক্রেতাদের দৃষ্টি আকর্ষন করার জন্য স্বাজিয়ে রাখেছেন পান বিক্রেতা। এই দোকানে ৫০,৬০,৮০ টাকা মূল্যের পান আছে। এটি একটি অস্থায়ি পানের দোকান।

1614599747883-01.jpeg

আজ আকাশ পরিস্কার ছিলো। আকাশের কোথাও কোন মেঘ ছিলো না। এমন একটি সময় আমি বাগানের মাঝখান দিয়ে হাটছিলাম। এরপর এই গাছটির ছবি তুলেছি। এই গাছের নাম হলো মেহেগুন গাছ।

1614599961377-01.jpeg

এটি অদ্ভুত ১ টি গাছ। এই গাছ বেড়া দেয়ার কাজে ব্যবহার করা হয়। এই গাছ গুলোর ডালপালা কেটে দিলে মরে যায়না। ডালপালা কেটে দিলে পুনরায় গজায়।

1614599936858-01.jpeg
খেজুর গাছ থেকে শীত কালে রস সংগ্রহ করা হয়। রস সংগ্রহ করা শেষ হলে গাছে এমন দৃশ্য দেখা যায়। এটি একধরনের সাদা ফেনা। এই ফেনা খেজুর গাছের রস থেকেই হয়।

1614599867738-01.jpeg

মাঠের মদ্ধে দিয়ে বৈদ্যুতিক লাইন টানানো হয়েছে। ইলেক্ট্রিক পোলটি একটি ধানি জমির মাঝখানে স্থাপন করা হয়েছে। এমন দৃশ্য গ্রামের মাঠে কমন।

1614599788810-01.jpeg
ছবিতে দেখতে পারছেন দুজন পাপোর বিক্রেতা। ১ জন পাপোর তৈলে ভেজে প্রস্তুত করছে। অপর একজন সেগুলো বিক্রি করছেন। ৩ টি পাপোরের মূল্য ১০ টাকা।

1614491250215-01.jpeg

এটি ২ তলা বিশিষ্ট একটি ছোট মার্কেট। মার্কেট টির ২ তলায় বিভিন্ন রকমের আসবাবপত্র পাওয়া যায়। এবং মার্কেট টির ১ তলায় বিভিন্ন রকমের ইলেক্ট্রনিক্সের প্রোডাক্ট পাওয়া যায়।

1614491068622-01.jpeg
একটি চাঁদনি রাতের মনরম দৃশ্য। রাস্তা দিয়ে হাটার সময় এই দৃশ্যটি নজরে পরলে এই ছবিটি তুলেছি। ছবিটি দেখতে অনেক সুন্দর।

1614349559928-01.jpeg

এটি হলো ১ টি মৌচাক। একটি ঘরের জানালার পাশে এই মৌচাকটি বসেছে। ছবিটি অনেক কাছে গিয়ে তুলেছি। তাদের বিরক্ত না করলে তারা কামর দেয়না।

1614601993435-01.jpeg
রাস্তার পাশে রয়েছে একটি বড় মাঠ এবং রাস্তার পাশ দিয়ে অসংখ্য গাছ লাগিয়ে রাখা হয়েছে। আপনারা যে গাছটি দেখতে পারছেন এই গাছটির নাম হল সজনে গাছ। এই গাছে সজনে নামের এক ধরনের সবজি হয় শীতকালে।


JOIN WITH STEEM-BANGLADES:

Connect Me On:
Facebook | Twitter| Discord

E-mail: [email protected]


1613849483641.png

Sort:  
 4 years ago 


Polish_20201009_015638739.jpg

Your post has been upvoted by @steem-bangladesh courtesy of @tarpan

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steem-bangladesh & @steemitblog for last updates