Contest: Make Colorful Steem Logo.

in Steem Bangladesh5 years ago (edited)

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।

সবাই আগে @ridoykhan22 ভাইয়াকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ যারা আমাদের জন্য এমন একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। আমদের জন্য নতুন কিছু এই প্রতিযোগিতাটি।

আমি প্রতিযোগিতার রুলস অনুযায়ী Steem লগোটি আর্ট করতে চেষ্টা করেছি।

লগোটি আর্ট করেছি আমি লাল ও সবুজ রং দিয়ে। বাংলাদেশের পতাকার রং চারপাশে সবুজ ও ভিতরে টকটকে লাল।
আমি বাংলাদেশের পতাকার রং ফুটিয়ে তোলার চেষ্টা করেছি স্টিম লগুটিতে।

আমার আর্ট করা Steem লগু

20200908_190842-01-01.jpeg

আমি প্রথমে একটি পেন্সিল দিয়ে হালকে করে দাগ কেটে নিছি। যাতে আর্ট করার পরে ঐ দাগটা আলাদা ভাবে দেখা না যায়। তারপর আমি লাল সবুজ রঙে রাঙিয়ে তুলেছি।

আমার আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি লগুটিকে সুন্দর করার।

সবাই খুব সুন্দর আর্ট করেছে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুবেই ভালো লাগছে।
ধন্যবাদ সবাইকে।