My Sajek Tour in 10 Pics ✴️ Sajek Documentary ✴️
আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো অছেন
[01]

https://what3words.com/plasma.animators.contrastedছবিটি তুলেছিলাম সাজেক যেতে পথে, আমাদের চান্দের গাড়ির পেছনে আসছিল আরেকটি চান্দের গাড়ি। দুটি গাড়ি কিন্তু পথ একটি ছুটে চলছে মেঘ কন্যা ও পাহাড়ের রানী সাজেক এর সৌন্দর্য উপভোগ করতে । 
[02]

https://what3words.com/foodie.mediators.associationএই ছবিটি তোলা হয়েছিল সাজেকের সবচেয়ে উচু গেস্ট হাউজ খোয়াল বুক থেকে । দুইপাশে পাহাড় আর গাছ-গাছালির সাথে সাজেকের লাল, নীল, সবুজ রঙে সাজা হোটেলগুলো আপনাকে করবে বিমোহিত। 
[03]

https://what3words.com/foodie.mediators.associationএটি হলো খোয়াল বুক গেস্টহাউজ। এটি একই সাথে হোটেল এন্ড রেস্টুরেন্ট। সাজেকে বাঁশ-কাঠ ও টিনের ছাউনির হোটেলের পাশাপাশি এটি একটি বড় বিল্ডিং। 
[04]

https://what3words.com/valedictorian.hazy.cracksআমরা রিসোর্ট রুংরাং এ অবস্থান করেছিলাম। এটি আমাদের রিসোর্ট এর রুমের চাবি। চাবির রিং থেকে শুরু করে সবকিছুতেই যেন কাঠ-আর বাশঁ এর স্পর্শ, প্রকৃতির ছোয়া সবখানেই লেগে আছে। 
[05]

https://what3words.com/valedictorian.hazy.cracksছবিটি আমাদের রিসোর্ট এর রুম থেকে তোলা। দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক লাইনের তার, উপজাতিদের থাকার স্থান এবং দূরে পাহাড়ের সাথে মেঘের খেলা। 
[06]

https://what3words.com/valentine.averted.predictiveছবিতে অনেক মানুষ দেখতে পাচ্ছেন, সবাই সাজেকের সবচেয়ে উঁচু স্হান কংলাক পাহাড়ে উঠতে ব্যস্ত। সবার হাতে লাঠি, লাঠি আপনার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। পাহাড়ে উঠার রাস্তা একটু পিচ্ছিল তাই সেখানে পিছলে পড়ার ভয় আছে তাই সবায় লাঠি ব্যাবহার করে। 
[07]

https://what3words.com/valentine.averted.predictiveসাজেকর স্পেশাল বাঁশের চা, পেয়ে যাবেন সাজেকে। আমরা খেয়েছিলাম কংলাক পাহাড়ে উঠারসময়। দাম ২০ টাকা করে। বাঁশের চা খেয়ে শুরু করতে পারেন আপনার পাহাড়ে ট্রেকিং । 
[08]

https://what3words.com/retailer.parental.splashছবিটি সাজেকের হেলিপ্যাড থেকে তোলা মেঘ, পাহাড় আর গাছ-গাছালির দৃশ্য। সাজেক আসলে অবশ্যই ঘুরে যেতে পারেন। সকালে ছবি তুলতে পরেন এখানে এবং সন্দ্যায় আড্ডা দেয়ার জন্য পারফেক্ট যায়গা। 
[10]

https://what3words.com/henchman.goofily.princessesযারা ঝর্ণা ভালোবাসেন তারা নিশ্চই ধরতে পেরেছেন এটা রিসাং ঝর্ণার ছবি। হ্যাঁ ঠিক ধরেছেন এটা রিসাং ঝর্ণা। এটা সাপ মারা রিসাং ঝর্ণা নামেও সুপরিচিত। রিসাং ঝর্ণা খাগড়াছড়ি শহর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। সাজেক থেকে ফেরার পথে চান্দের গাড়িতে করে ঘুরে আসতে পারেন। 
JOIN WITH US ON DISCORD SERVER: