How I can contribute to eradicating poverty in my area.|| 26/04/2021 ||

in Steem Bangladesh4 years ago (edited)

HELLO

MY DEAR FRIENDS

This is @mahmudul20 from Rangpur Bangladesh

Assalamu alaikum Everyone!
india-2507482_1920.jpg
Source

শিক্ষা গ্রহন না করলে দরিদ্রতা বৃদ্ধি পেতে থাকবে।একমাত্র শিক্ষাই দেশকে দরিদ্র মুক্ত করতে পারে।

কয়েকটি উপায়ে আমি আমার এলাকায় দরিদ্রতা হ্রাস করতে পারিঃ-

★ গ্রামের প্রত্যেক জন কে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে।গ্রামের মানুষ শিক্ষা সম্পর্কে তেমন সচেতন নয়। সে জন্য তাদেরকে শিক্ষা গ্রহনের জন্য উদ্বুদ্ধ করতে হবে।

★ গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে।ফ্রি তে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে।যাতে সর্বস্তরের মানুষ শিক্ষা গ্রহনের সুযোগ পায়।

★ গ্রামে কারিগরী শিক্ষা ব্যবস্থা থাকতে হবে।

★ গ্রামের কি পরিমাণ মানুষ দরিদ্র তার একটি চার্ট তৈরি করতে হবে।এবং ধনীদের ও একটি চার্ট তৈরি করতে হবে।

★ সরকারি যে কোনো ত্রান যাতে তারা খুব সহজে পায় তার ব্যবস্থা করতে হবে।

★ প্রত্যেক সরকারি অনুদান তারা ঠিক ভাবে পেয়েছে কি-না,সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে।

★ গ্রামে সামাজিক সংগঠন/ ক্লাব গড়ে তুলতে হবে।যাতে যে কোনো বড় ধরনের বিপদে তাদের কে সাহায্য করা যায়।

★ গ্রামে সামাজিক সংগঠনের দায়িত্বে যারা থাকবে, তাদেরকে দরিদ্র পরিবারের সব সময় খেয়াল রাখতে হবে।

পরিশেষে দরিদ্রতা সম্পর্কে আমার মতামতঃ

উপরিউক্ত বর্ণিত যে কয়েকটি বিষয় লেখা হয়েছে, সেগুলো ঠিক ভাবে প্রয়োগ করলে দরিদ্রতা হ্রাস করা সম্ভব।এখন থেকেই আমাদের গ্রামে এভাবেই দরিদ্র মুক্ত করার জন্য কাজ চলছে।আমরা সেচ্ছাসেবী রা প্রতিনিয়ত দরিদ্র মুক্ত করার জন্য কাজ করে চলেছি।তবে দরিদ্রতার একমাত্র কারণ শিক্ষা গ্রহন না করা।যার জন্য আমাদের উচিত প্রত্যেক মানুষ কে শিক্ষা গ্রহন করা।আমার মতে শিক্ষাই পারে দেশকে/গ্রামকে দরিদ্র মুক্ত করতে।
দেশের মোট প্রায় অর্ধাংশ মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত রেখে দেশের সার্বিক উন্নতি করা মোটেও সম্ভব হচ্ছে না।তাই শিক্ষা অর্জন করে দেশের জন্য দরিদ্র মুক্ত করা যাবে।

Thanks for all guys

@mahmudul20

Sort:  
 4 years ago 

শিক্ষা গ্রহন না করলে দরিদ্রতা বৃদ্ধি পেতে থাকবে।একমাত্র শিক্ষাই দেশকে দরিদ্র মুক্ত করতে পারে।

ভালো ২টি লাইন দিয়ে শুরু করেছেন। ধন্যবাদ, খুব সুন্দর মতামত দিয়েছেন।

 4 years ago 

Thanks Bhai,,