ডলারের আজকের মূল্য ৯৩.৯০ টাকা শীর্ষক দাবিটি মিথ্যে।
চীনা মুদ্রায় লেনদেন শুরুর পর ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে। ডলারের আজকের মূল্য ৯৩.৯০ টাকা শীর্ষক তথ্যটি সঠিক নয়।
ডলারের বিপরীতে টাকার মান বাড়েনি এবং বর্তমান ডলারের মূল্য ৯৩.৯ টাকা দাবিটি মিথ্যা বরং গুগল কারেন্সি কনভারসনের গ্লিচ বা ত্রুটির কারণে এই গুজবের সূত্রপাত।
মূলত, অন্তত গতকাল থেকে গুগল কারেন্সি কনভারসনে ১ মার্কিন ডলার সমান ৯৩.৯ টাকা দেখাচ্ছে। অপরদিকে প্রায় একই সময়ে চীনা মুদ্রায় লেনদেনের সুযোগ বাড়ার কারণে অনেকেই গুগলের কনভারসনে তথ্যের ভিত্তিতে চীনা মুদ্রায় লেনদেন শুরুর পর ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে দাবি করে প্রচার করে। তবে গুগলের ১ মার্কিন ডলার সমান ৯৩.৯ টাকা শীর্ষক কনভারসন সঠিক নয়। বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইটের তথ্য মতে প্রতি ডলার এখন সর্বোচ্চ ১০৬.৭৫ টাকায় লেনদেন হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও গুগলের এই তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গুগলের এই কারেন্সি কনভারসন গ্লিচ এবারই প্রথম নয়। পূর্বেও বিভিন্ন দেশের মুদ্রার কনভারসনের ক্ষেত্রে ভুল তথ্য দিয়েছে গুগল।
ক্রেডিট:Rumor Scanar
সোর্স:https://www.facebook.com/groups/rumorscannercommunity/permalink/837720287231817/?app=fbl
এমন পোস্ট করা যাবে না৷ এই তথঢ় যেখান থেকে সংগ্রহ করেছেন৷ তার সোর্স দিন নিচে।
জ্বি দিয়েছি
কোন কপি পোষ্ট করা যাবে না নিচে আসল ব্যক্তির নাম লিখে?
এ টািপের পোস্ট না করে আপনি আগে একাউন্টটি ভেরিফাইড করুন কমিউনিটিতে। তারপর ডায়েরি গেমস পোস্ট করুন।
oky