কাজ কখনো ছোট হতে পারে না

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কাজ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


travelling-4017014_1280.jpg



লিংক


এই পৃথিবীতে কাজ কখনো ছোট হতে পারে না। যে মানুষ যে ধরনের কাজ করুক না কেন সেই কাজ কিন্তু তার কাছে অনেক বড়। আর যারা কাজকে সম্মান করে কাজ করার চেষ্টা করে তারা জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারে। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য যে আমরা কাজ করবো এমন কোন কথা নেই। কেননা যারা অর্থ উপার্জনের জন্য কাজ করে তারা অবশ্যই কাজকে কখনো ভালোবাসে না এবং তাদের দ্বারা কোন কাজ সম্পূর্ণভাবে সমাধান হয় না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু বিভিন্ন ধরনের কর্ম ক্ষেত্রে জড়িয়ে রয়েছে এবং সেই কাজ করতে করতে তাদের কাজের প্রতি একটা আলাদা ধরনের ভালোবাসার জন্মে যায়। আবার কিছু কিছু লোক আছে যারা কাজকে কখনো ভালোবাসে না।


আসলে এইসব লোকেদের প্রধান উদ্দেশ্য হল জীবনে অর্থ উপার্জন করা। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি উঁচু স্থানে উঠে বড় ধরনের কাজ করি এবং যারা নিচু স্থানে রয়েছে তাদের কাজকে ছোট মনে করি তাহলে সেটাই আমাদের ভুল হবে। আসলে এই পৃথিবীতে কাজ কখনো ছোট বড় হতে পারে না। একটা মানুষ যদি সৎভাবে কাজ করতে পারে তাহলে সেই কাজ তাদের কাছে সব থেকে বড়। কিছু কিছু মানুষ আছে যারা সবসময় অসৎ পথ অবলম্বন করে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে এবং এই খারাপ কাজের মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে। কিন্তু সেই অর্থ বেশিদিন সেই লোকেরা উপভোগ করতে পারে না। কেননা খারাপ উপায়ে অর্জিত অর্থ কখনো ভালো কাজে আসে না এবং সেই অর্থের মাধ্যমে কখনো সুখ শান্তি লাভ করা যায় না।


আর যারা কঠোর পরিশ্রম করে জীবনে উন্নতি লাভ করার চেষ্টা করে এবং একদিন না একদিন তারা অবশ্যই জীবনে উন্নতি লাভ করবে। আর মানুষ তাদের জীবনে যে ধরনের এই কাজ পাক না কেন সেই কাজ যদি তারা মন দিয়ে করতে পারে তাহলে তারা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারবে। আসলে যে মানুষগুলো কাজকে ভালোবাসে তাদের দ্বারা সব ধরনের কাজ সহজ হয়। অর্থাৎ ভালোবেসে যখন কেউ কোন ধরনের কাজ করে তখন সে সেই কাজের একদম শুরু থেকে আস্তে আস্তে করে করার চেষ্টা করে এবং এভাবে আস্তে আস্তে করতে করতে তার সামনে যত বড়ই কাজ আসুক না কেন সব কাজ কিন্তু সে নিমিষেই সমাধান করে দিতে পারে। আর যারা জীবনে অর্থ উপার্জনের জন্য দ্রুত কাজ করে তাদের কাজ কখনো পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে না।


অর্থাৎ সেই মানুষগুলো সময় কাটানোর জন্য কাজ করে এবং দ্রুত কাজ করার ফলে তাদের কাজটা তেমন একটা বেশি গোছানো হয় না। অর্থাৎ তাদের কাজের মধ্যে বিভিন্ন ধরনের ত্রুটি থাকে। এজন্য আমরা জীবনে যে কাজই করি না কেন প্রত্যেকটা কাজকে আমরা সম্মান করবো এবং সেই কাজগুলো আমরা খুব নিখুঁতভাবে করার চেষ্টা করব। কেননা আমরা যদি কাজ নিখুঁতভাবে করতে না পারি তাহলে আমরা কখনো জীবনে বড় হতে পারব না এবং আমাদের জীবনের লক্ষ্য সবসময় ছোট হয়ে যাবে। আর যারা সব সময় মন দিয়ে কাজ করে তাদের জীবনে উন্নতি যেমন খুব দ্রুত হয় ঠিক তেমনি তারা তাদের কাজের উন্নতির জন্য তারা সব সময় প্রোমোশন পেয়ে থাকে। এজন্য আমাদের সবাইকে কাজকে ভালোবেসে কাজ করা উচিত।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

I enjoyed reading your thoughts. It is like you read my mind. Yesterday, I told someone how a particular sector would have been better if the people who work there see it as an opportunity to solve problems, not necessarily to make money.

Many people are caught in this web. They want to work for money. Even though they do not engage in corrupt act, but their lack of interest in the work and focus on money makes them overlook important issues they would have addressed to encourage sustainable development.

Hey Darklights Nice post 👏