বাংলাদেশে স্টারলিংক সেবা। এক নতুন যুগের সূচনা।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল। আর দিনকে দিন সব কিছু পরিবর্তন হচ্ছে। ভবিষ্যতেও পরিবর্তন আসবে। পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে। মানুষ চাই সুযোগ সুবিধা, মানুষ চাই সময় বাচাতে, সহজে সব কিছু হাতে পেতে। আর সেই জন্যই প্রতিদিন সব কিছুতে পরিবর্তন আসছে।
সম্প্রতি বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু হয়েছে, যা দেশের টেলিযোগাযোগ খাতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। স্টারলিংক মূলত আমেরিকান ধনকুবের এলন মাস্কের প্রতিষ্ঠান SpaceX কর্তৃক পরিচালিত একটি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা, যা পৃথিবীর যেকোনো প্রান্তে উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ দিতে সক্ষম।
২০২৪ সালে ৫ই আগস্ট ছাত্রজনতার অভুথ্যানের মাধ্যমে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়। গঠিত হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেন। তার উদ্যোগেই স্টারলিংকের সাথে বাংলাদেশের চুক্তি সম্পন্ন হয়ে সেবা চালু হয়।
বাংলাদেশে স্টারলিংক খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। বিশেষ করে অনেক গ্রামীণ ও দুর্গম চর এলাকা বা পার্বত্য অঞ্চলে এখনও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগের অভাব রয়েছে। স্টারলিংক এই ডিজিটাল বৈষম্য দূর করতে সাহায্য করবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ফ্রিল্যান্সিং এবং দুর্যোগকালীন যোগাযোগে স্টার লিংকের গুরুত্ব অপরিসীম। এছাড়াও স্টারলিংক ব্যবহারকারীরা সাধারণত ৫০–৩০০ Mbps ডাউনলোড স্পিড পাবেন এবং ল্যাটেন্সি ২০–৪০ ms এর মধ্যে থাকে, যা স্ট্রিমিং, অনলাইন ক্লাস, ভিডিও কনফারেন্স বা গেমিংয়ের জন্য যথেষ্ট।
এই ইন্টারনেট ব্যবহারকারী নিজেরাই স্টারলিংক ডিশ ইনস্টল করতে পারেন। কোনো জটিল ক্যাবলিং বা অতিরিক্ত সরঞ্জামের প্রয়োজন হয় না। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশও এখন এই আধুনিক প্রযুক্তির অংশ হতে পেরেছে, যা ডিজিটাল বৈষম্য কমাতে সাহায্য করবে। এর মাধ্যমে বাংলাদেশে নতুন এক যুগের সূচনা হলো।
তবে এই উচ্চগতির ইন্টারনেট পেতে বেশ কিছু অর্থ খরচ করতে হবে। যেমন সুযোগ সুবিধা তেমন খরচ। স্টারলিংক কিট কিনতে এককালীন খরচ প্রায় ৪৭,০০০ টাকা। আর মাসিক চার্জ ৪,২০০ থেকে ৬,০০০ টাকার মধ্যে। যা সাধারণ নিম্ন বিত্ত বা মধ্যবিত্ত মানুষের জন্য ব্যয়বহুল। আবার অনেক মানুষ এক সাথে হয়ে নিতে পারবে।
স্টারলিংক সেবা নেওয়ার জন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়। আশা করা যাচ্ছে অনলাইনে আবেদন করলে সাত দিনের মধ্যে স্টারলিংক কানেকশন পাওয়া যাবে। স্টারলিংক প্রতিনিধিরা সব কিছু সেটিং করে দিয়ে যাবে। ধারনা করা যাচ্ছে খুবই অল্প দিনে শহর বন্দর সব জাগায় এই সেবা ছড়িয়ে পড়বে। আমরা স্টার লিংকের সাথে সংযুক্ত হওয়ার জন্য অপেক্ষায় আছি।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/RamimHa74448648/status/1925138015950877001?t=khER3rRFYc6z5oq7P7Ca4Q&s=19
https://x.com/RamimHa74448648/status/1925139215270199551?t=N4HBrJMv1ofqhPLOpGuWOA&s=19
