থ্রিডি স্কয়ার ফ্লোরাল ম্যান্ডেলা আর্ট।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি এবং সুস্থ আছি।
প্রতিদিনের মতো আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে থ্রিডি স্কয়ার ফ্লোরাল ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। যেকোনো ধরনের থ্রিডি আর্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে। থ্রিডি আর্ট গুলো সম্পন্ন করার পর অনেক সুন্দর দেখায়। আজকে যে থ্রিডি আর্টটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার আর্ট করতে অনেকটা সময় লেগেছে।সময় বেশি লাগলে ও আর্ট করতে আমার খুব ভালো লেগেছে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমি আজকে এই থ্রিডি স্কয়ার ফ্লোরাল ম্যান্ডেলা আর্টটি কিভাবে করলাম সেটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করি।
• আর্ট পেপার
• কলম
• পেন্সিল
• স্কেল
• ইরেজার
প্রথমে পেন্সিলের সাহায্যে ১০সে.মি. করে দাগ দিয়ে নিচের ছবির মত করে স্কয়ার এঁকে নিয়েছি।
স্কেল এবং পেন্সিলের সাহায্যে ভিতরে বড় থেকে ছোট এভাবে স্কয়ার করে নিব।
![]() | ![]() |
---|
এখন প্রত্যেকটি পেন্সিলের দাগের উপর দিয়ে কলমের দাগ দিয়ে দেব। আর এক্সট্রা পেন্সিলের দাগগুলো মুছে ফেলব।
প্রত্যেকটি দাগ আমি ডাবল করে নিয়েছি। এটি স্কয়ার গুলো অনেক সুন্দর দেখাবে।
এখন প্রত্যেকটি স্কয়ারের ভেতর ম্যান্ডেলা আর্ট করা শুরু করব।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
ছোট থেকে বড় প্রত্যেকটি স্কয়ারের ম্যান্ডেলা আর্ট আমি খুব নিখুঁতভাবে করার চেষ্টা করছি।
![]() | ![]() |
---|
স্কয়ারের ভিতর সম্পূর্ণ ম্যান্ডেলা আর্ট করা শেষ করলাম।
এখন থ্রিডি শেপ দেখানোর জন্য পেন্সিল দিয়ে নিচের সাইডগুলো স্কেচ করে নিব। আর আমার একটি সিগনেচার করে নিব।
কেমন লেগেছে আজকের এই থ্রিডি স্কয়ার ফ্লোরাল ম্যান্ডেলা আর্টটি সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে কোন নতুন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমি এখনো থ্রিডি আর্ট করি নাই কিন্তু খুব ইচ্ছে করে থ্রিডি আর্ট গুলো করতে। আপনাদের দেখে আমারও ইচ্ছা জাগতেছে। খুব শীঘ্রই মাঝে থ্রিডি আর্ট। আপনি আজ থ্রি স্কয়ার প্লুরাল ম্যান্ডেল আর্ট সম্পূর্ণ করলেন স্টেপ বাই স্টেপ। সত্যি ভালো লাগলো অনেক। প্রতিটি ধাপ অনেক ভাল ছিল। যা বুঝতে সহায়তা হয়েছে আমরা। ইচ্ছা করলে বাসায় বানাতে পারবো। অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে আপনার কাজটি।
আপনি অনেক সময় নিয়ে এই আর্টটা করেছেন যা দেখে বুঝতে পারছি। থ্রিডি স্কয়ার ফ্লোরাল ম্যান্ডেলা আর্ট অনেক আকর্ষণীয় ছিল। ডিজাইন গুলো অনেক সুন্দর ভাবে করার কারণে দেখতে ভালো লাগছে। ধাপে ধাপে উপস্থাপনার মাধ্যমে এত সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ। যে কেউ কিন্তু এটা অঙ্কন করে নিতে পারবে দেখে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু
আপনার থ্রিডি ম্যান্ডেলা আর্ট এর আগেও দেখেছি। বেশ ভালো আর্ট করেন আপনি। আজকের থ্রিডি আর্টটিও দারুণ হয়েছে আপু। যদিও এ আর্টগুলো করতে বেশ সময়ের প্রয়োজন হয়। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
দারুন একটি আর্ট করেছেন তো। আর্টটি কিন্তু বেশ জটিল। আমার মনে হয় আর্টটি করতে অনেক কষ্ট করতে হয়েছে আপনাকে। আপনি কিন্তু আর্টটি বেশ সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আর আপনার শেয়ার করা আর্ট এর মধ্যে অনেক আকর্ষণ ও রয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
জ্বী আপু,, এ ধরনের আর্ট গুলাও অনেক কঠিন হয়।
আপু আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর কাজ করে থাকেন। আর সেই সাথে আর্টও অনেক সুন্দর ভাবে করে থাকেন। আপনার আর্ট গুলো অনেক সুন্দর হয়। এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে। আজকে সাদাকালো ভাবে এই আর্ট করেছেন আপনি। আমি তো চোখ ফেরাতে পারছিলাম না আপনার এই আর্ট এর দিক থেকে। পেন্সিল দিয়ে নিচের সাইটগুলো স্কেচ করে নেওয়ার কারণে আরো ভালো লাগছে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
থ্রিডি স্কয়ার ফ্লোরাল ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। ধাপে ধাপে চিত্র অংকন শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। এতো সুন্দর চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম।
আরে দারুন তো👌
আপনি তো দিনকে দিন উন্নতি করে চলেছেন বিশেষ করে আর্ট পোস্টের দিক থেকে। আজকের অংকন এক কথায় চোখ ধাঁধানো সুন্দর ছিল।
আমি বেশ কয়েক সেকেন্ড তাকিয়ে ছিলাম কিভাবে থ্রিডি ইফেক্ট দিলেন এই মেন্ডেলকে, কারণ ম্যান্ডেলাকে এভাবে কেউ উপস্থাপন করেছে বলে আমার মনে পড়ছে না। তারপর দেখলাম বেশ চমৎকারভাবে লাইট সেডিং করার মাধ্যমে ম্যান্ডেলার মধ্যে থ্রিডি ভাব চলে এসেছে। ম্যান্ডেলাটাও চমৎকার ছিল এবং চমৎকার ছিল পুরো উপস্থাপন।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া,, সুন্দরভাবে গুছিয়ে একটি মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।
থ্রি ডি এবং ম্যান্ডেলা আর্ট একসঙ্গে। এককথায় অসাধারণ কিন্তু বলতেই হয় হা হা। আপনার আর্টটা এককথায় অসাধারণ ছিল এবং বেশ ক্রিয়েটিভ আপু। দেখেই আমি মুগ্ধ। ভাবছি এতো সুন্দর আর্ট করলেন কীভাবে। দারুণ করেছেন কিন্তু থ্রি ডি স্কয়ার ফ্লোরাল ম্যান্ডেলা আর্ট টা। দেখতে অসাধারণ লাগছে। ধন্যবাদ আমাদের সঙ্গে আর্টটা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
এক কথায় অসাধারণ লাগতেছে আপু আপনার তৈরি করা থ্রিডি স্কয়ার ফ্লোরাল ম্যান্ডেলা আর্টটি। আমার কাছে মনে হচ্ছে এধরনের আর্ট এর আগে কেউ করেনি। ভিন্ন রকম আয়োজন আমি ভীষণ পছন্দ করি। আপনার পোস্ট গুলো মাঝে মধ্যে ভিজিট করি। সব সময়ই ব্যাতিক্রম কাজ করার চেষ্টা করেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ ভাইয়া, এত সুন্দরভাবে একটি কমেন্ট করার জন্য।