বাংলাদেশের দুর্দান্ত সূচনা: পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয় টাইগারদের ।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
গতকাল অনুষ্ঠিত হলো বাংলাদেশ বনাম পাকিস্তানের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, আর এই ম্যাচে বাংলাদেশ দেখালো অসাধারণ পারফরম্যান্স। টাইগাররা ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। গতকাল বাংলাদেশের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরপুর, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ জয় নিশ্চিত করে নেয় সহজভাবেই।
বাংলাদেশ টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানাই । কিন্তু তাদের ব্যাটিং লাইনআপ বাংলাদেশি বোলারদের সামনে সম্পূর্ণ ব্যর্থ হয়। শুরু থেকেই বাংলাদেশি বোলাররা চাপে রাখে পাকিস্তানের ব্যাটারদের।
ওপেনার ফখর জামান কিছুটা প্রতিরোধ গড়েন, তিনি করেন ৪৪ রান ৩৪ বলে, ৬টি চার এবং ১টি ছক্কা দিয়ে।তবে অন্যরা ছিলেন একেবারেই ব্যর্থ। সৌদ শাকিল করেন মাত্র ৬ রান, মোহাম্মদ হারিস ৪ রান, ক্যাপ্টেন শাদাব খান মাত্র ৩ রানে আউট হন। শেষদিকে খুশদিল শাহ কিছুটা লড়াই করলেও পাকিস্তান নির্ধারিত ২০ ওভার পূর্ণ করার আগেই ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায়।
বাংলাদেশি বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবং মাহেদি হাসান ছিলেন দুর্দান্ত। তাসকিন নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট, মুস্তাফিজুরও ২ উইকেট দখল করেছেন। সবাই মোটামুটি ভালো বোলিং করেছে।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। তানজিদ হাসান মাত্র ১ রান করে আউট হন, এরপর অধিনায়ক লিটন দাসও ১ রান করে দ্রুত ফিরে যান। তবে এক প্রান্তে দৃঢ় ছিলেন পারভেজ হোসেন ইমন।
ইমন খেলেন অসাধারণ এক ইনিংস, ৩৯ বলে ৫৬ রান, যেখানে ছিল ৩টি চার এবং ৫টি ছক্কা। তার ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাস এবং পাওয়ার হিটিংয়ের সমন্বয়।
তাওহিদ হৃদয়ও চমৎকার সাপোর্ট দেন, ৩৬ রান করেন ৩৭ বলে।শেষে জয় নিশ্চিত করেন জাকের আলি, তিনি খেলেন দ্রুত ১৫ রান মাত্র ১০ বলে।বাংলাদেশ মাত্র ১৫.৩ ওভারে ১১২ রান তুলে নেয় ৩ উইকেট হারিয়ে এবং ২৭ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে।
পাকিস্তানের টপ অর্ডারের বিপর্যয় ছিল ম্যাচের প্রধান কারণ। ফখর জামানের ব্যাট ছাড়া কেউই বড় রান করতে পারেনি। বাংলাদেশের বোলারদের শৃঙ্খলাপূর্ণ বোলিং এবং ফিল্ডিং ছিল অসাধারণ। ইমনের ঝড়ো ব্যাটিং ম্যাচের আসল হাইলাইট।
প্রথম ম্যাচে বাংলাদেশের এমন জয় নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। সিরিজে এগিয়ে গিয়ে বাংলাদেশ এখন ট্রফি জেতার স্বপ্ন দেখছে। পরবর্তী ম্যাচগুলোতে একই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সিরিজ জয়ের সম্ভাবনা খুবই উজ্জ্বল।
বাংলাদেশি সমর্থকদের জন্য এই জয় ছিল আনন্দের, কারণ শক্তিশালী পাকিস্তান দলকে সহজভাবে হারানো সত্যিই বড় অর্জন। এখন নজর থাকবে দ্বিতীয় টি-টোয়েন্টির দিকে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
https://x.com/RamimHa74448648/status/1947535183978369242?t=XecsJFKtwHpm1DZPH0UENQ&s=19
https://x.com/RamimHa74448648/status/1947535788377575627?t=aTMYYzZucTbRfzXme8m4bg&s=19
বাংলাদেশ যেভাবে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয় করে আসলো সেই অনুযায়ী পাকিস্তানের বিপক্ষ প্রথম টি-টোয়েন্টি জয় লাভ করল বাংলাদেশ।যাইহোক এভাবে বাংলাদেশে সবসময় এগিয়ে যাক এই কামনাই করি। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।