স্পোর্টস রিভিউ:- রংপুর ও বরিশাল টি-টোয়েন্টি ম্যাচ।

in আমার বাংলা ব্লগ3 months ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি খেলাধুলা বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।


IMG_20250109_202101.jpg


খেলার রিভিউ।


IMG_20250109_202012.jpg

আজকের খেলাটি অনুষ্ঠিত হয় রংপুর এবং বরিশালের মধ্যকার। টসে যেতে প্রথম রংপুর বলে যাই। টসে হেরে ব্যাটে নামেন তামিম ইকবাল এবং শান্ত। প্রথম দিকে শান্ত বেশ চড়া মেজাজে খেলছিল তামিম অবশ্য একটু ঠান্ডা মেজাজেই খেলছিল। তবে প্রথম ৬ হবে নেতারা ৪৬ রান করতে সক্ষম হয়েছিল আর পাওয়ার পেলেতে ৪৬ রান মানে বেশ অনেক ভালো যেহেতু তাদের কোন উইকেট হারায়নি। তবে তাদের খেলার প্রথম যে সূচনা টা দেখতে পাচ্ছি তাতে বোঝাই যাচ্ছে তারা এই ম্যাচে বেশ খানিক রান করতে সক্ষম হবে। তবে ক্রিকেট খেলা বলে কথা দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে।


IMG_20250109_201958.jpg

তামিম ইকবাল এবং নাজমুল হাসান শান্ত জুটিতে তারা 81 রান করতে সক্ষম হয়। এরপরে নাজমুল হাসান আউট হয়ে যান। নাজমুল হাসান আউট হলেও সে বেশ ভালো একটা ভিত গড়ে তুলেছে দলের জন্য। তবে অন্য দিনের চেয়ে নাজমুল হোসেন শান্ত আসবে ভয়ংকর ছিল এই মাঠে। তবে তাদের হাতে এখনো যথেষ্ট উইকেট আছে এবং অফার আছে তাতে বোঝাই যাচ্ছে তারা আজকে বেশ ২০০ রানের কাছাকাছি করবে । এরপরে আরো ভালো ব্যাটিং আছে যারা আরও বেশি মার মুখে।


IMG_20250109_201932.jpg

খেলার প্রথম শুরুটা যখন ভালো হয় তখন শেষটা ভালো হয় এটাই স্বাভাবিক। প্রথমে ধারণা করেছিলাম খেলাতে প্রায় ২০০ রানের হবে । মায়ারসের দুর্দান্ত ব্যাটিংয়ে তাদের রান সংখ্যা দাঁড়ায় ১৯৭। টি-টোয়েন্টির জন্য এটা কিন্তু বেশ খানিক একটা রানার ইরানকে চেঞ্জ করা কিন্তু তাদের জন্য বেশ প্রতিপক্ষ জন্য কঠিন হবে। যদি ভালো বল করা যায় তাহলে হয়তো বা তার বিপরীত কিছু ঘটতে পারে এবং একটা কথা জান মাথায় রাখতে হবে এই পিস কিন্তু এখন ব্যাটিং পিচ তাই কি হবে সেটা খেলা শেষ পর্যন্ত বোঝা যাবে।


IMG_20250109_201909.jpg

রংপুর রাইডার্স ব্যাটিংয়ে নেমে বেশ ভালো সুবিধা করতে পারেনি তারা তারা খুব স্বল্প সময়ের মধ্যে দুইটা উইকেট হারিয়ে বসে। প্রথমে যে শুরুটা হয়েছে তাদের তাতে মনে হয় না এই খেলায় তারা জিততে পারবে তারপরও ক্রিকেট খেলা বলে কথা শেষ বল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে রংপুর রাইডার্স এর বেশ ভালো ভালো ব্যাটসম্যান আছে যারা এই রানকে তোকে দলের জন্য জয় বয়ে নিয়ে আসতে পারে। তবে শুরুটা যখন খারাপ হয়েছে শেষটা ভালো হলেও হতে পারে।


IMG_20250109_201853.jpg

পরবর্তীতে তারা বেশ খানিক উইকেট হারিয়ে বসে, তারপরও শেষ পর্যন্ত ৩০ বলে ৭১ রান দরকার এটা কিন্তু বেশ কঠিন ও না আবার খুব সহজ হবে। তবে বলতেই হয় কিছু অভার আছে যে ওভারগুলোতে তাদেরকে অবশ্যই বেশি রান করতে হবে তা না হলে এরা টপকানো অনেক কঠিন না। তবে খেলাটা কিন্তু বেশিরভাগ বরিশাল বলছে দেখে এগিয়ে গেছে। কারণ এক ওভারে রান নিতে হবে প্রায়ই বারো করে। এই খেলার সর্বশেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে তা না হলে খেলার কোন কিছুই বোঝা যাচ্ছে না ।


IMG_20250109_201838.jpg

খেলা যখন শেষের দিকে অর্থাৎ ছয় বলে রানের দরকার ছিল 24। এটা কিন্তু খুব কঠিন কাজ না আবার বিশাল একটা ব্যাপার। যেখানে প্রত্যেকটা বলে চার্ট থাকতে হবে তবে শেষ ওভারের কারিল মার্কস এসেছিল আসলে এই সময় এমন একটা ব্যাটিংয়ের সামনে এমন একটা বল করবে এটা কিন্তু তবে সোহান লাস্টে যে এমন একটা ম্যাজিক্যাল খেলা দেখাবে এটা কেউ আশাই করতে পারেনি তার কাছ থেকে প্রত্যেকটা বলে বাউন্ডারি ভাবা যায় তিনটা ছক্কা ৩ টা ৪ এর বিনিময়ে সে নিজের দলকে জিতিয়ে দেয়। সত্যিই এই বিপিএল এর সবচেয়ে ভালো একটা ম্যাচ দেখলাম এবং প্রশংসা ও করতে হয় সোহানকে। শেষ পর্যন্ত সে তার দলকে জিতিয়ে দিয়েছে।


পোস্ট বিবরণ

শ্রেণীস্পোর্টস
ডিভাইসpoco M2
স্ক্রিনশট সোর্সRabbidhobld sports
লোকেশনমেহেরপুর


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

Screenshot_2025-01-09-20-41-56-240_com.twitter.android.jpg

 3 months ago 

Screenshot_2025-01-09-20-46-26-483_com.coinmarketcap.android.jpg

 3 months ago 

Screenshot_2025-01-09-20-49-02-785_com.android.chrome.jpg

 3 months ago 

Screenshot_2025-01-09-20-54-59-150_com.peak.jpg

 3 months ago 

শেষের অভার টি একদম দুর্দান্ত পারফরম্যান্স করেছিল আমাদের সকলের প্রিয় সোহান। আসলে এক অভারে ত্রিশ রান করা এতো বেশি সহজ ছিল না, কিন্তু তবুও রংপুর রাইডার্স তা করতে সক্ষম হয়েছে। রংপুর রাইডার্সের জন্য শুভকামনা রইল। আশা করছি এবছর রংপুর রাইডার্স ভালো কিছু বয়ে আনতে পারবে।

 3 months ago 

সত্যি বলতে খেলার এই শেষ অভারটাই ছিল সবথেকে বেশি আকর্ষণ। আর এ ধরনের খেলাগুলো খুব কমই দেখা যায়।

 3 months ago 

এটা বিপিএল এর এই আসরের সেরা ম‍্যাচ ছিল। শেষদিকে গিয়ে একটা হারা ম‍্যাচ জিতেছে রংপুর। সত্যি বলতে বেশ দারুণ একটা ম‍্যাচ ছিল এইটা। আর সোহানের হিটিং অ‍্যাবিলিটির প্রশংসা করতেই হয়। সবমিলিয়ে অসাধারণ ছিল ম‍্যাচটা।

 3 months ago 

সবশেষে একটা কথাই সোহানের এই খেলাটা সত্যি দারুন লেগেছে।