দীর্ঘ দিন পরে সবাই মিলে গুটি বা কড়ি খেলা অনুভূতি।
আসসালামুআলাইকুম ......
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করছি সকলেই ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য , এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আজকে আমি আপনাদের সাথে দীর্ঘ দিন পরে হারিয়ে যাওয়া সেই গুটি বা কড়ি খেলা শেয়ার করবো। আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।
আপনারা হয়তো সকলেই জানেন, আগে প্রত্যেকটি খেলাধুলা কতটা জনপ্রিয় খেলা ছিল।এখন কার মতো আগে মোবাইল ফোন আছিলো না। তাই কম বেশি সকলেই আগে অনেক ধরনের খেলাধুলা সাথেই পরিচিত।এখন আগের অনেক খেলাধুলা প্রায় বিলুপ্ত পথে।আপনারা হয়তো সকলেই কম বেশি শৈশব কালে অনেকেই এই গুটি বা কড়ি খেলায় অভ্যস্ত ছিলেন। আমার তো এই গুটি খেলার প্রতিটি একটা নেশার ছিল। আর এই খেলার সাথে আমার ছোট বেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।
তখন এর সময়ের সাথে বর্তমান সময়ের পার্থক্য রয়েছে অনেক বেশি। তখনকার সময়ে ছিল না কোন ধরনের বহিরাগত চাপ। সেজন্য তখন বিভিন্ন ধরনের খেলা ধুলার সাথে নিযুক্ত ছিলাম। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকার জন্য তেমন একটা খেলা হয় না।
দীর্ঘ কয়েক বছর পরে এই গুটি খেলা চোখ এ পরে আমার চাচাতো বোনদের সাথে আশেপাশের বাচ্চারা গুটি খেলছে ।প্রথমে তাদের এই খেলা দেখে আমার বড়রা সবাই চারপাশে ওদের খেলা দেখে থাকি। কিছুক্ষণ পরে আমাদের ও খেলতে ইচ্ছা হয়,আমরা ও তখন গুটি নিয়া বসে পড়ি খেলার জন্য।
আমার মোট ৫ জন খেলতে বসি ৫০০ টি পাথরের গুটি নিয়ে, প্রতিজনের ১০০ টি করে গুটি । ১০০ টি গুটি না উঠাতে পারলে আবার মার ও খাওয়া লাগবে। ছোট বেলার যখন খেলতাম তখন, কে কত বেশি গুটি খেলা নিজের করে নিতে পার সে তত বেশি খুশি হতো। কারন সে মার খাবে না , বরং মারবে ।খেলা শেষ এ মার খাওয়ার মুহূর্ত টি বেশ দারুন লাগে।এই গুটি খেলা যে যে খেলেছেন সে হয়তো মজা তা বুঝবেন।
তবে আমার প্রথমই খেলা যায় অনেক দিন পরে খেলতে, প্রথম প্রথম একটু কষ্ট হচ্ছিলো সবার। প্রথম বারের এক এক করে সবার খেলা চলে যাই কেউ কয়েকটা তুলেছে কেউ তুলতেই পারে না।পরের বার সবাই আগে ছোট বেলায় ফিরে যায়। এমন ভাবে খেলতে ছি আমাদের মনে হচ্ছে না যে অনেক দিন পরে খেলতে ছি । যেগুলো গুটি তুলে নিতে পারি আমরা সেগুলো আবার আমাদের সাইটে গোল দাগ দিয়ে কয় টা গুটি হলো গনে রাখি ।
আমার খেলতে বসি প্রায় ১০ টায় , এভাবে খেলতে খেলতে কখন যে ২ টা বেজে যায় কারো খেয়ালে নাই । সবাই বলতেছে আর একটু খেলি আর একটু খেলি। এরকম খেলতে খেলতে অনেক রকম মজা হাসি তামাশা করলাম সবাই । দীর্ঘ দিন পরে এই রকম গুটি খেলা বেশ মজা পাই সবাই ।তাই সবাই মিলে প্লান করি ,এখন থেকে যেদিন করে স্কুল- কলেজ বন্ধ থাকবে সেদিন করে আমরা গুটি খেলব।
এই খেলা টি এক এক জায়গায় এক এক নাম এ পরিচিত । আমাদের এইদিকে এই খেলা গুটিবাড়ি খেলা নামে পরিচিত। আপনারা এই খেলা কে কি নাম এ চিনেন , খেলতে কেমন লাগা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ।আজকে মত এখানেই শেষ করছি।
Device | Infinix hot 12 play |
---|---|
Camera | 13 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
🎉👏 সবাইকে অনেক ধন্যবাদ! 😊 আমি গুটিবাড়ি খেলা থেকে অতুলতর হয়েছি! 🎊
আপনারা এই খেলাটি কি নামে চিনেন? 😄
Gutibari বা Guti Bharai হয়েছি! 🤩
আর একটু খেলি, আর একটু খেলি হিসাবে চলতো মনে হয়! 😂
Gutibari খেলা থেকে অনেক রকম মজা, হাসি ও তামাশা ছিল! 🎉
আপনাদের মতামত? 😊 Gutibari খেলার নিয়ম? 🤔
গ্রাম অঞ্চলে এই খেলাগুলো অনেক বেশি জনপ্রিয়। আজ আপনি সেই গ্রাম অঞ্চলের খুব সুন্দর খেলাধুলার কিছু মুহূর্ত তুলে ধরেছেন আপু।আপনার শেয়ার করা গুটি কড়ি খেলার দারুন কিছু মুহূর্ত দেখে আমার সেই আগের দিনগুলোর কথা মনে পড়ে গেল। খুবই ভালো লাগলো আপনার পোস্টটি দেখে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপু আপনার এই পোস্ট দেখে ছোটবেলার কথা মনে পরে গেল। ছোটবেলায় বিভিন্ন রকমের খেলাধুলার সাথে যুক্ত থাকতাম। আর সেই সময় গুলো অনেক আনন্দে কেটে যেত। অনেক ভালো লাগলো আপু আপনার এই পোস্ট।