ম্যাচ রিভিউ স্পেইন বনাম ইংল্যান্ড ইউরো ফাইনাল ||

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বর্তমানে ফুটবল সিজন চলছে, কোপা আমেরিকা ও ইউরো একসাথেই শেষ হলো। গত ১৫ ই জুলাই ইউরোর ফাইনালে স্পেইন বিপক্ষে খেলতে নামে ইংল্যান্ড । আজ আমি আপনাদের মাঝে এই ইউরোর ফাইনাল ম্যাচ রিভিউ করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।


Screenshot_2024-07-15-00-55-13-99_16c2d3e2ae30427bb5875714d3b4a813.jpg

স্ক্রিনশটটি sportzfy apps থেকে তোলা

ইউরোর পুরো আসর জুড়েই স্পেইন চমৎকার খেলেছে। টানা ছয় ম্যাচ জিতে স্পেইন ইউরোর ফাইনালে অপরদিকে ইংল্যান্ড এর কয়েকটি ম্যাচে খুবই সাফারিং করতে হয়েছে। কয়েকটি ম্যাচে একদম শেষ মুহুর্তে গোল করে দলকে জিতিয়েছে ইংল্যান্ড। এর আগেরবার ইউরো তেও ফাইনাল খেলেছে ইংল্যান্ড কিন্তু জিততে পারেনি তাই এবার ইংল্যান্ড এর কাছে একটি বড় সুযোগ ছিলো ইউরো জিতে নেয়ার।

বাংলাদেশ সময় রাত ১ টায় খেলাটি শুরু হয়। স্পেইন পুরো আসরে যেমন চমৎকার খেলা আমাদের উপহার দিয়েছে সেরকম ফাইনালের শুরু থেকেও তারা চমৎকার ফুটবল খেলছিলো৷ আমরা সবাই জানি স্পেইন এর পাস খেলার সৌন্দর্য। প্রথম হাফে স্পেইন ও ইংল্যান্ড দুই দলেই কিছু সুযোগ ক্রিয়েট করেছিলো কিন্তু শেষ অব্ধি কোনো দলেই গোলের দেখা পায় না। ফলে গোলশূন্য অবস্থায় প্রথম হাফের খেলা শেষ হয়। প্রথম হাফ শেষে দুই দলের গোলই থাকে শূন্য।


Screenshot_2024-07-15-00-56-54-51_16c2d3e2ae30427bb5875714d3b4a813.jpg

Screenshot_2024-07-15-01-01-24-60_16c2d3e2ae30427bb5875714d3b4a813.jpg

স্ক্রিনশটগুলো sportzfy apps থেকে তোলা

২য় হাফের শুরুতেই ম্যাচের ৪৭ মিনিটে লামিল ইয়ামালের এস্টিটে চমৎকার একটি গোল করেন উইলিয়ামস৷ এই গোলের মাধ্যমে স্পেইন ১-০ গোলের লিডে চলে যায়। এরপরও চমৎকারভাবে স্পেইন খেলাটি ডোমিনেট করছিলো ও অ্যাটাক দিচ্ছিলো। ইংল্যান্ড ও মাঝে মাঝে অ্যাটাক দিচ্ছিলো কিন্তু সুযোগ করে উঠতে পাচ্ছিলো নাহ। ৭৩ মিনিটে ইংল্যান্ডের সাব পালমার ডি বক্স এর বাইরে থেকে চমৎকার একটি গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরায়। এই গোলের মাধ্যমে ইংল্যান্ড ম্যাচে ফিরে আসে। এরপর ম্যাচের ৮৬ তম মিনিটে স্পেন আরেকটি গোল করে এবং এই গোলটির মাধ্যমে স্পেইন ২-১গোলের লীডে চলে যায়। এবং ফুল টাইমে শেষে স্কোর দাঁড়ায় স্পেইন ২ ইংল্যান্ড ১। এরই মাধ্যমে স্পেইন সর্বোচ্চ ৪ টি ইউরো জিতে নেয় এবং ইংল্যান্ড আবারো একটি ইউরোর ফাইনাল হেরে যায়।আমি যদিও স্পেইন সার্পোটার ছিলাম তবুও হ্যারি কেন এর জন্য অনেকটা খারাপ লাগে। হ্যারি কেন নিজের ক্যারিয়ারে ৮ টি ফাইনাল খেলেছে ৮ টিই হেরেছে।


Screenshot_2024-07-15-00-55-47-84_16c2d3e2ae30427bb5875714d3b4a813.jpg

Screenshot_2024-07-15-02-54-31-12_16c2d3e2ae30427bb5875714d3b4a813.jpg

স্ক্রিনশটগুলো sportzfy apps থেকে তোলা

ম্যাচটি দেখে বলা যায়, ম্যাচটির বেশিভাগ সময় স্পেইন ডোমিনেট করেছে। ম্যাচটিতে স্পেন টোটাল ১৬ টি শর্ট নেয় যার মধ্যে ৬ টি অন টার্গেট অন্যদিকে ইংল্যান্ডের ৯ টি শর্টের ৪ টি অন টার্গেট। স্পেইন পাস খেলেছে ৫৪৫ টি এবং ইংল্যান্ড মাত্র ২৯৪ টি। বল পজেশন স্পেইন এর ৬৬% এবং ইংল্যান্ড এর মাত্র ৩৪%। ইউরোর এই আসরের ট্রফি এর দাবিদার ছিলো স্পেইন তারা আনবিটেন চ্যাম্পিয়ন টানা ৭ টি ম্যাচ জিতে ইউরোর ফাইনাল জিতে নিলো এবারের আসরে স্পেইন।


Screenshot_2024-07-15-02-54-15-62_16c2d3e2ae30427bb5875714d3b4a813.jpg

Screenshot_2024-07-15-02-54-20-69_16c2d3e2ae30427bb5875714d3b4a813.jpg

Screenshot_2024-07-15-02-54-49-47_16c2d3e2ae30427bb5875714d3b4a813.jpg

স্ক্রিনশটগুলো sportzfy apps থেকে তোলা

আজকের মতো এখানেই। এতোক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

খেলাধুলা তেমন একটা বেশি দেখা হয় না আমার। আগে খেলা দেখার প্রতি বেশ আকর্ষণ ছিল আমার। এখন বাড়িতে টিভি ওয়াইফাই সবই রয়েছে কিন্তু দেখা হয় না। তবে খুব সুন্দর একটি ম্যাচ সম্পর্কে ধারণা পেলাম আপনার পোস্টের মধ্যে থেকে। অনেক অনেক ভালো লাগলো ভাইয়া।

 9 months ago 

যদি অনেক রাত হয়ে গিয়েছিল তারপরেও আমি ফাইনাল খেলা কোনভাবেই মিস করার বান্দা নয়। সেদিন রাতে খেলাটা আমি খুবই সুন্দরভাবে উপভোগ করেছিলাম। স্পেন জয়লাভ করেছে এর জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে।