গান রিভিউ- এলো মেলো ইচ্ছে যত........ ||Song Review By@maksudakawsar||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন প্রিয় বন্ধুরা আমার ? আর বলবো না ভালো নেই।যেমনই আছি বেশ ভালোই আছি। আর ভালো আছি বলেই সারাদিনের ব্যস্ততার পর বসে গেলাম আপনাদের জন্য একটি পোস্ট শেয়ার করতে। পোস্ট শেয়ার না করতে পারলে মনটাই যেন কেমন উরু উরু লাগে। তাই তো শত কষ্টের মাঝেও পোস্ট করা হতে বিরত থাকিনি। বিরত থাকিনি নিজের একটিভিটিজ ধরে রাখতে। সেই ধারাবাহিকতায় আজ চলে আসলাম আপনাদের মাঝে নিজের আরও একটি ভালো লাগার পোস্ট শেয়ার করতে। দোয়া করবেন হাজারও ব্যস্ততার মাঝে আমি যেন আপনাদের সাথে থাকতে পারি।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত গর্বিত ইউজার। গর্বিত বলছি এই কারনে যে, আমার চেয়ে ভালো ভালো অনেক ক্রেয়েটিভ মানুষ আছে যারা এমন একটি প্লাটফর্ম খুঁজে বেড়াচ্ছে নিজেদের যোগ্যতাকে মেলে ধরার জন্য। অথচ আমি কত ক্ষুদ্র একজন ইউজার, যার নেই তেমন ক্রেয়েটিভিটি। তবুও আমি এমন সুন্দর একটি প্লাটফর্মের একজন ভেরিফাইড ইউজার। তাই তো শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।

গান ভালোবাসে না তেমন মানুষ খুঁজে পাওয়াটাই বেশ কষ্টের। জীবনে একবার হলেও আমরা গুনগুনিয়ে গান করেছি। আর অনেকে তো সুর না থাকলেও গলা ছাড়িয়ে গান করি। তবে গানের ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক ধরনের। কেউ পছন্দ করে আধুনিক গান, কেউ পছন্দ করে পল্লীগীতি। আর কেউ বা পছন্দ করে ডুম তারাক্কা গান। তবে আমার কাছে কিন্তু যে গান মনের সাথে মিশে যায় সেই গানই বেশ ভালো লাগে। আর তাই তো আজ ভাবলাম নিজের পছন্দের গানের রিভিউ আপনাদের মাঝে একটু শেয়ার করি।

Screenshot_11.png

প্রাপ্তি: YouTube

এলো মেলো ইচ্ছে যত........

গানটির কিছু তথ্য

নামএলো মেলো ইচ্ছে যত.......
শিল্পীইমরান মাহমুদ
সুরইমরান মাহমুদ
মুক্তির তারিখ২০০৬

গানটির মূল শিল্পী

★ইমরান মাহমুদ

গানটি নিয়ে যত কথা

যদিও গানটি ২০০০ সালের পর মুক্তি প্রাপ্ত তবুও গানটি কেন যেন বেশ ভালো লাগে। আর ভালো লাগে বলেই গানটি বার বার শুনতে মনে চায়। জানিনা কোথায় কখন গানটি প্রথম শুনে ছিলাম। কিন্তু এতটুকু জানি যে যখন থেকে গানটি শুনেছি ঠিক তখন থেকেই গানটির সুর মনের মাঝে দাগ কেটে আছে। গানটির মধ্যে কোথায় যেন একটি মায়া জড়িয়ে আছে। সত্যি বলতে গানের সুর আর কথা যদি মনের সাথে মিশে যায় তাহলে সেই গান কিন্তু ভালো লাগার একটি অংশ হয়ে উঠে।আর আমার মনে হয় আজকের গানটি তেমনই একটি গান।

Screenshot_10.png

প্রাপ্তি: YouTube

গানটির মধ্যে প্রিয় মানুষ কে ঘিরে হাজারও ভাবনার কথা প্রকাশ করা হয়েছে। আমাদের প্রত্যেকের ই কিন্তু প্রিয় মানুষ কে নিয়ে কিছু স্বপ্ন আর ভাবনাথাকে। যা হয়তো মনের মাঝে বারে বারে উকি দিয়েই যায়। তেমন করে এই গানটি প্রিয় মানুষের জন্য একজন মানুষের মনের মধ্যে জেগে উঠা হাজার কথা গুলো প্রকাশ করা হয়েছে। আর তাই তো প্রিয় মানুষটি কে না বলা কথা গুলোই আর স্বপ্নগুলোই যেন গানটির মধ্যে আমরা অনুভব করতে পারি। সেই দিক থেকে ইমরান মাহমুদ সুন্দর করেই গানটি তার ভক্তদের জন্য করতে পেরেছে।

Screenshot_13.png

প্রাপ্তি: YouTube

আজও কিন্তু গানটি সমান জনপ্রিয়। এ যুগের যুবক আর যুবতীদের কাছে বেশ জনপ্রিয় গানটি।গানটি শুনলে কেন জানি মনের ভিতর অন্য রকমের এক অনুভূতি তৈরি হয়। আর তৈরি হয় প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা।গানটির কথা, সুর আর কন্ঠ সবই কিছুই যে কোন জেনারেশনের ছেলেমেয়েদের আকর্ষণ করতে যথেষ্ট।আর সেই গানটির রিভিউ আজ চেষ্টা করলাম আপনাদের জন্য শেয়ার করতে।

আমার কাছে তো মনে হয় এমন সুন্দর কথা আর সুরের গান যদি বার বার ফিরে আসে তাহলে আমরাও গান গুলো বার বার গানগুলো শুনতেও আগ্রহ প্রকাশ করবো। আমার কাছে তো গানটির কথা আর সুর সেই সাথে লুকায়িত হাজার অভিযোগ শুনতে দারুন লেগেছে। আশা করি গানটির রিভিউ পড়লে আপনাদেরও বার বার গানটি শুনতে মনে চাইবে।

Screenshot_18.png

প্রাপ্তি: YouTube

ব্যক্তিগত মতামত

আমি জানিনা গানটি আপনাদের কার কার কাছে ভালো লাগে। তবে আমি গানটি যতবারই শুনি কোথায় যেন ভালোবাসার অনুভূতি অনুভব করি। সেই দিক থেকে আমি মনে করি ইমরান মাহমুদ নিজের দক্ষতা দিয়ে ‍সুন্দর করে গানটি লিখেছিলেন, গানটির সুর করেছেন এবংতার নিখুঁত সুরের মাধ্যমে গানটি তার সুরে ফুটিয়ে তুলেছেন। যার কারনে সেই সময়ে গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। যা কিনা এই সময়ের ডিজিটাল ছেলেমেয়েদের কাছে সমান প্রিয় হয়ে আছে।

ব্যক্তিগত রেটিং

১০/১০

গানটির ভিডিও লিংক

শেষ কথা

সত্যি বলতে আমার বেশ পছন্দের এই গানটির একটি রিভিউ করার চেষ্টা করলাম। আর আশায় রইলাম আপনাদের মতামতের। আশা করি আপনাদের সমালোচনার ঝড় দিয়ে আমাকে মুগ্ধ করবেন।

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 2 months ago 

এটা সত্য যে গানটি ২০০০ সালের দিকে মুক্তি পাওয়া সত্ত্বেও এখনো আমার কাছে শুনতে ভালো লাগে। তবে ইমরানের এই গানটি এক সময় খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলো। এলোমেলো ইচ্ছে যতো গানটি আমিও অনেকবার শুনেছি। আপনার পোস্টে রিভিউ পড়তে পেরে আরো ভালো লাগলো ,ধন্যবাদ।

 2 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 

image.png

 2 months ago 

বাহ্ দারুণ একটি গান কভার করছেন আপু। ইমরান মাহমুদের গান আমার কাছে ভীষণ ভালো লাগে। এই গানটি আমার শোনা হয়েছে। তবে আপনার এতো সুন্দর কণ্ঠে গান কভার শুনে বেশ ভালো লাগলো আপু। আপনার কণ্ঠ মাশাল্লাহ অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 months ago 

আরে ভাই আপনি গান কভার করলাম কই? আমি তো গান রিভিউ করলাম। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 

বর্তমানে যে কয়জন শিল্পী রয়েছে তার মধ্যে ইমরান মাহমুদের গান বেশ ভালো লাগে। আর আজকের গানটি কিন্তু অসাধারন। আপনি বেশ সুন্দর করে পুরো গানের রিভিউ আমদের মাঝে শেয়ার করেছেন। এমন দারুন একটি গানের রিভিউ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 months ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 months ago 

ইমরান মাহমুদ ভাইয়ের দারুন একটি গান রিভিউ করেছেন আপনি। আপনার গান রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি শুনতেছি।ইমরান মাহমুদ ভাইয়ের গান গুলো শুনতে অনেক বেশি ভালো লাগে।ওনার কন্ঠস্বর অনেক সুন্দর। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিভিউ শেয়ার করেছেন।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 
 2 months ago 

এই গানটা যে কতবার শুনেছি হিসাব নেই। যতবার শুনি ততবারই ভালো লাগে। বিয়ের আগে বেশি শুনা হতো। আমার প্রিয় একটি গান।

 2 months ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।