গান রিভিউ- পৃথিবীর সব সুখ ছাড়তে পারি........ ||Song Review By@maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন প্রিয় বন্ধুরা আমার ? আর বলবো না ভালো নেই।যেমনই আছি বেশ ভালোই আছি। আর ভালো আছি বলেই সারাদিনের ব্যস্ততার পর বসে গেলাম আপনাদের জন্য একটি পোস্ট শেয়ার করতে। পোস্ট শেয়ার না করতে পারলে মনটাই যেন কেমন উরু উরু লাগে। তাই তো শত কষ্টের মাঝেও পোস্ট করা হতে বিরত থাকিনি। বিরত থাকিনি নিজের একটিভিটিজ ধরে রাখতে। সেই ধারাবাহিকতায় আজ চলে আসলাম আপনাদের মাঝে নিজের আরও একটি ভালো লাগার পোস্ট শেয়ার করতে। দোয়া করবেন হাজারও ব্যস্ততার মাঝে আমি যেন আপনাদের সাথে থাকতে পারি।
আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত গর্বিত ইউজার। গর্বিত বলছি এই কারনে যে, আমার চেয়ে ভালো ভালো অনেক ক্রেয়েটিভ মানুষ আছে যারা এমন একটি প্লাটফর্ম খুঁজে বেড়াচ্ছে নিজেদের যোগ্যতাকে মেলে ধরার জন্য। অথচ আমি কত ক্ষুদ্র একজন ইউজার, যার নেই তেমন ক্রেয়েটিভিটি। তবুও আমি এমন সুন্দর একটি প্লাটফর্মের একজন ভেরিফাইড ইউজার। তাই তো শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।
গান ভালোবাসে না তেমন মানুষ খুঁজে পাওয়াটাই বেশ কষ্টের। জীবনে একবার হলেও আমরা গুনগুনিয়ে গান করেছি। আর অনেকে তো সুর না থাকলেও গলা ছাড়িয়ে গান করি। তবে গানের ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক ধরনের। কেউ পছন্দ করে আধুনিক গান, কেউ পছন্দ করে পল্লীগীতি। আর কেউ বা পছন্দ করে ডুম তারাক্কা গান। তবে আমার কাছে কিন্তু যে গান মনের সাথে মিশে যায় সেই গানই বেশ ভালো লাগে। আর তাই তো আজ ভাবলাম নিজের পছন্দের গানের রিভিউ আপনাদের মাঝে একটু শেয়ার করি।

গানটির কিছু তথ্য
গানটির কিছু তথ্য
নাম | পৃথিবীর সব সুখ ছাড়তে পারি....... |
---|---|
শিল্পী | ডলি সায়ন্তনী |
কথা | আহমেদ রিজভী |
মুক্তির তারিখ | নব্বই দশক |
★ডলি সায়ন্তনী
গানটি নিয়ে যত কথা
গানটি নিয়ে যত কথা
গানটি সম্পর্কে কিছু বলতে গেলে কেন জানি সেই অতীতের দিন গুলির কথা মনে হয়ে যায়। কতবার যে শুনেছি এই গানটি তার হিসেব নেই। কেন জানি গানটি বার বার শুনতে মনে চাইতো। আর শুনতামও । আমার এখনও মনে আছে আমার এক বন্ধু আমাকে একটি ক্যাসেট রেকডিং করে দিয়েছিল। আর সেই রেকডিং করা ক্যাসেটটির মধ্যে এই গানটি ছিল। যাই হোক সেই সময়ের টিনেজারদের কাছে কিন্তু এই গানটি বেশ দারুন জনপ্রিয় ছিল। তখনকার ছেলেমেয়েদের মুখে মুখে এই গানটি শোনা যেত বার বার। আর গানটি শুনতেও বেশ ভালো লাগতো।

গানটির মধ্যে প্রিয় মানুষ কে ঘিরে হাজারও ভাবনার কথা প্রকাশ করা হয়েছে। আমাদের প্রত্যেকের ই কিন্তু প্রিয় মানুষ কে নিয়ে কিছু স্বপ্ন আর ভাবনাথাকে। যা হয়তো মনের মাঝে বারে বারে উকি দিয়েই যায়। তেমন করে এই গানটি প্রিয় মানুষের জন্য একজন মানুষের মনের মধ্যে জেগে উঠা হাজার কথা গুলো প্রকাশ করা হয়েছে। আর তাই তো প্রিয় মানুষটি কে না বলা কথা গুলোই আর স্বপ্নগুলোই যেন গানটির মধ্যে আমরা অনুভব করতে পারি। সেই দিক থেকে ইমরান মাহমুদ সুন্দর করেই গানটি তার ভক্তদের জন্য করতে পেরেছে।

আজও কিন্তু গানটি সমান জনপ্রিয়। এ যুগের যুবক আর যুবতীদের কাছে বেশ জনপ্রিয় গানটি।গানটি শুনলে কেন জানি মনের ভিতর অন্য রকমের এক অনুভূতি তৈরি হয়। আর তৈরি হয় প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা।গানটির কথা, সুর আর কন্ঠ সবই কিছুই যে কোন জেনারেশনের ছেলেমেয়েদের আকর্ষণ করতে যথেষ্ট।আর সেই গানটির রিভিউ আজ চেষ্টা করলাম আপনাদের জন্য শেয়ার করতে।
আমার কাছে তো মনে হয় এমন সুন্দর কথা আর সুরের গান যদি বার বার ফিরে আসে তাহলে আমরাও গান গুলো বার বার গানগুলো শুনতেও আগ্রহ প্রকাশ করবো। আমার কাছে তো গানটির কথা আর সুর সেই সাথে লুকায়িত হাজার অভিযোগ শুনতে দারুন লেগেছে। আশা করি গানটির রিভিউ পড়লে আপনাদেরও বার বার গানটি শুনতে মনে চাইবে।

প্রাপ্তি: YouTube
ব্যক্তিগত মতামত
আমি জানিনা গানটি আপনাদের কার কার কাছে ভালো লাগে। তবে আমি গানটি যতবারই শুনি কোথায় যেন ভালোবাসার অনুভূতি অনুভব করি। সেই দিক থেকে আমি মনে করি গীতিকার দক্ষতা দিয়ে সুন্দর করে গানটি লিখেছিলেন, সুরকার গানটির সুর করেছেন এবং নিখুঁত সুরের মাধ্যমে গানটি ফুটিয়ে তুলেছেন। যার কারনে সেই সময়ে গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। যা কিনা এই সময়ের ডিজিটাল ছেলেমেয়েদের কাছে সমান প্রিয় হয়ে আছে।
ব্যক্তিগত রেটিং
ব্যক্তিগত রেটিং
১০/১০
শেষ কথা
শেষ কথা
সত্যি বলতে আমার বেশ পছন্দের এই গানটির একটি রিভিউ করার চেষ্টা করলাম। আর আশায় রইলাম আপনাদের মতামতের। আশা করি আপনাদের সমালোচনার ঝড় দিয়ে আমাকে মুগ্ধ করবেন।
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

আগেকার সময়ের গানগুলো সত্যি অনেক সুন্দর ছিল। সময়ের সাথে সাথে সবকিছুই বদলে গেছে। গান রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। দারুন ভাবে উপস্থাপন করেছেন আপু।
সত্যি বলেছেন আপু। আগের সময়ের গানের সাথে কোন কিছুর তুলনাই হয় না। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
সত্যি আপু আগের গান গুলো আমার কাছে অনেক ভালো লাগে। তবে সময়ের অভাবে তেমন গান শোনতে পারিনি তবে মাঝে মাঝে এভাবে গান শোনতে অনেক ভালো লাগে। তাই তো আমার বাংলা ব্লগে গান কভার দেখলে শোনতে মিস করি না। অনেক দিন পরে গান শোনে বেশ ভালো লেগেছে।
ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
আগের গান গুলোর মধ্যে অন্য একটি অনুভূতি রয়েছে। আপনার কণ্ঠে বরাবরই গান কভার গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। যদিও গানটি শুনেছি কিনা জানি না। তবে আপনার কণ্ঠে শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। কিন্তু আমি তো গান কভার করিনি ভাইয়া।