গান রিভিউ- চন্দনা গো রাগ করোনা ||Song Review By @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন প্রিয় বন্ধুরা আমার ? আর বলবো না ভালো নেই।যেমনই আছি বেশ ভালোই আছি। আর ভালো আছি বলেই সারাদিনের ব্যস্ততার পর বসে গেলাম আপনাদের জন্য একটি পোস্ট শেয়ার করতে। পোস্ট শেয়ার না করতে পারলে মনটাই যেন কেমন উরু উরু লাগে। তাই তো শত কষ্টের মাঝেও পোস্ট করা হতে বিরত থাকিনি। বিরত থাকিনি নিজের একটিভিটিজ ধরে রাখতে। সেই ধারাবাহিকতায় আজ চলে আসলাম আপনাদের মাঝে নিজের আরও একটি ভালো লাগার পোস্ট শেয়ার করতে। দোয়া করবেন হাজারও ব্যস্ততার মাঝে আমি যেন আপনাদের সাথে থাকতে পারি।
আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত গর্বিত ইউজার। গর্বিত বলছি এই কারনে যে, আমার চেয়ে ভালো ভালো অনেক ক্রেয়েটিভ মানুষ আছে যারা এমন একটি প্লাটফর্ম খুঁজে বেড়াচ্ছে নিজেদের যোগ্যতাকে মেলে ধরার জন্য। অথচ আমি কত ক্ষুদ্র একজন ইউজার, যার নেই তেমন ক্রেয়েটিভিটি। তবুও আমি এমন সুন্দর একটি প্লাটফর্মের একজন ভেরিফাইড ইউজার। তাই তো শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।
গান ভালোবাসে না তেমন মানুষ খুঁজে পাওয়াটাই বেশ কষ্টের। জীবনে একবার হলেও আমরা গুনগুনিয়ে গান করেছি। আর অনেকে তো সুর না থাকলেও গলা ছাড়িয়ে গান করি। তবে গানের ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক ধরনের। কেউ পছন্দ করে আধুনিক গান, কেউ পছন্দ করে পল্লীগীতি। আর কেউ বা পছন্দ করে ডুম তারাক্কা গান। তবে আমার কাছে কিন্তু যে গান মনের সাথে মিশে যায় সেই গানই বেশ ভালো লাগে। আর তাই তো আজ ভাবলাম নিজের পছন্দের গানের রিভিউ আপনাদের মাঝে একটু শেয়ার করি।

গানটির কিছু তথ্য
গানটির কিছু তথ্য
নাম | চন্দনা গো রাগ করো না |
---|---|
শিল্পী | কুমার বিশ্বজিৎ |
এলবাম | দীর্ঘশ্বাস |
দৈর্ঘ্য | ৪ মিনিট ১১ সেকেন্ড |
সুর | কুমার বিশ্বজিৎ |
মুক্তির তারিখ | অজানা |
★কুমার বিশ্বজিৎ
গানটি নিয়ে যত কথা
গানটি নিয়ে যত কথা
কিছু কিছু গান আছে সেটা যতই পুরানো হউক না কেন, কেন জানি শুনলে বার বার শুনতে মনে চায়। সেই গানগুলোর মধ্যে এই গানটিও একটি। গানটি কবে রিলিজ হয়েছে সেটা আমার জানা নেই। তবে কেন জানি গানটি যতবারই শুনি আমার বার বার শুনতে মনে চায়। গানটির মধ্যে কোথায় যেন একটি মায়া লুকিয়ে আছে। আর প্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ কিন্তু বেশ দারুন করে গানটি তার কন্ঠে গেয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছেন। তাই আজ আমি চেষ্টা করছি গানটির রিভিউ করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

গানটি আজও ইয়াং জেনারেশনের মুখে মুখে শোনা যায়। শিল্পী কুমার বিশ্বজিৎ এর যে গানগুলো মানুষের কাছে জনপ্রিয় তার মধ্যে এই গানটিও একটি। অনেক ছোট বেলায় শুনতাম গানটি সবার মুখে মুখে । তখন যদিও গানটির মর্ম বুঝতে পারিনি কিন্তু আজ গানটির কথা গুলো যেন মনের ভিতর খুব কঠিন ভাবে বেধেঁ। শিল্পী কুমার বিশ্বজিৎ তার সুর আর কন্ঠ দিয়ে গানটিকে আরও বেশী ফুটিয়ে তুলেছেন।

আজও কিন্তু গানটি সমান জনপ্রিয়। এ যুগের ছেলেমেয়েদের মুখে মুখেও শোনা যায় গানটি।গানটি শুনলে কেন জানি মনের ভিতর অন্য রকমের এক অনুভূতি তৈরি হয়। আর তৈরি হয় প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা।গানটির কথা, সুর আর কন্ঠ সবই কিছুই যে কোন জেনারেশনের ছেলেমেয়েদের আকর্ষণ করতে যথেষ্ট।আর সেই গানটির রিভিউ আজ চেষ্টা করলাম আপনাদের জন্য শেয়ার করতে।
প্রিয় মানুষ কে ঘিরে এমন দারুন গান শুনলে যেন মনের ভিতরে কেমন একটি টান অনুভুত হয়। মনে হয় সব ছেড়ে দিয়ে চলে যাই ফেলে আসা সেই সব দিন গুলোতে। যেখানে ছিল প্রিয় মানুষের হাতছানি। জানিনা আমার মত করে গানটি আপনাদের কার কার কাছে এত জনপ্রিয। হয়তো আমার মত আপনাদের সবার কাছেই গানটি বেশ ভালো লাগবে।

প্রাপ্তি: YouTube
ব্যক্তিগত মতামত
আমি জানিনা গানটি আপনাদের কার কার কাছে ভালো লাগে। তবে আমি গানটি যতবারই শুনি কোথায় যেন একটি শূণ্যতা অনুভব করি। সেই দিক থেকে আমি মনে করি গীতিকার যেমন সুন্দর করে গানটি লিখেছিলেন, সুরকার তার সবটুকু দক্ষতা দিয়ে গানটির সুর করেছেন এবং প্রিয় শিল্পী তার নিখুঁত সুরের মাধ্যমে গানটি তার সুরে ফুটিয়ে তুলেছেন। যার কারনে সেই সময়ে গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। যা কিনা এই সময়ের ডিজিটাল ছেলেমেয়েদের কাছে সমান প্রিয় হয়ে আছে।0
ব্যক্তিগত রেটিং
ব্যক্তিগত রেটিং
১০/১০
শেষ কথা
শেষ কথা
সত্যি বলতে আমার বেশ পছন্দের এই গানটির একটি রিভিউ করার চেষ্টা করলাম। আর আশায় রইলাম আপনাদের মতামতের। আশা করি আপনাদের সমালোচনার ঝড় দিয়ে আমাকে মুগ্ধ করবেন।
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

Twitter
যদিও গানটি আমার শোনা হয়নি। তবুও আপনার কাছে গানের রিভিউ শুনে মনে হচ্ছে যে গানটি সত্যি অনেক দারুন। আপনি বেশ সুন্দর করে গানটির রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন টি গানের রিভিউ শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
একদম ছোটবেলা থেকে আমি এই গানটা শুনে আসছি। তবে অনেকদিন হলো গানটা শোনা হয় না। কুমার বিশ্বজিতের দারুন একটি গান। অনেক সুন্দর ভাবে আপনি এই গানটা রিভিউ করেছেন। যেন পুরাতন দিনের গানটা আবারো শোনার সুযোগ করে দিলেন।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।
শিল্পী কুমার বিশ্বজিৎ এর গান গুলো আমার খুব পছন্দের। এই গান টি আগে আমি অনেক শুনতাম। চন্দনা গো রাগ করো না গানটি সত্যি খুব সুন্দর। আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো। আপনার গান পরিবেশন করার দক্ষতা খুবই দারুণ। ধন্যবাদ আপনাকে গান টি আমাদের মাঝে পরিবেশন করার জন্য।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপু আজ আপনি অনেক দারুন একটি গান কভার শেয়ার করেছেন।শিল্পী কুমার বিশ্বজিতের গান শুনতে আমি অনেক পছন্দ করি।চন্দনা গানটি আপনার কণ্ঠে শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু এত দারুন একটি গান রিভিউ শেয়ার করার জন্য।
আরে নারে আমি গান করিনি তো। আমি শুধু গানটির রিভিউ করেছি। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে