গান কভারঃ-💕“কথা বলো না বলো ওগো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইবো”💞
হ্যালো বন্ধুরা!!
আসসালামু আলাইকুম/আদাব।
গান-“কথা বলো না বলো ওগো বন্ধু”
শিল্পী-ফেরদৌসি রহমান।
গীতিকার-শহিদুল ইসলাম।
ছবি- মধুর মিলন।
সুরকার- বশীর আহমেদ।
আমার আজকের গান কভার লিংক
[গানের লিরিক্স]
কথা বলো না বলো ওগো বন্ধু
ছায়া হয়ে তবু পাশে রইবো ও ও ও।।
কথা বলো না বলো ওগো বন্ধু
ছায়া হয়ে তবু পাশে রইবো ও ও ও।।
আমি অভাগিনী শুধু যে তোমারি
যতই ব্যথা দিবে সইবো।
ছায়া হয়ে তবু পাশে রইবো ও ও ও
ছায়া হয়ে তবু পাশে রইবো।
আমি কাঁদি শুনে হাসে বিশ্ব,
কাছে তুমি প্রিয় তবু আমি নিঃস্ব।।
কত বেদনা আ আ আ আ আ আ
কত বেদনা সয়েছে হৃদয়
কেমনে তোমায় আমি কইবো
ছায়া হয়ে ওগো পাশে রইবো ও ও ও
ছায়া হয়ে তবু পাশে রইবো।
কেন আমি অসহায়া জানি না,
নিয়তির এ লেখা না না আমি মানি না।।
মন বলে গো ও ও ও ও ও ও
মন বলে গো জীবনে কভু
তোমারি শুধু আমি হইবো।
ছায়া হয়ে ওগো পাশে রইবো ও ও ও
ছায়া হয়ে তবু পাশে রইবো।
আমি অভাগিনী শুধু যে তোমারি
যতই ব্যথা দিবে সইবো।
ছায়া হয়ে তবু পাশে রইবো ও ও ও
ছায়া হয়ে তবু পাশে রইবো।
সোর্স
প্রিয় বন্ধুরা আমার আজকের গান কভার আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।
🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀

আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি।আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
আগে এই গানটা অনেক শুনতাম,এক সময় ক্লোজআপ ওয়ানের জনপ্রিয় গান ছিলো।এখন আর তেমন গান শুনা হয় না।আপু আপনার গানের গলা বেশ ভালো। ভালো লেগেছে। ধন্যবাদ
মানুষের রুচির পরিবর্তন হয় এবং সময়ের পরিবর্তন হয় সব সময় এক সাথে সব কিছু ধরে রাখা আসলে কষ্টসাধ্য ব্যাপার।আগে গান শুনতেন তবে এখন শুনেন না সেটা হচ্ছে ব্যস্ততার কারণে।
https://steemit.com/hive-129948/@samhunnahar/7k8bri
কথা বলো না বলো ওগো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইবো” এই শিল্পীর গান গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপু আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। চমৎকার ভাবে গানটি গেয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
গান আমার কাছে অনেক ভালো লাগে চেষ্টা করি কভার করার।তবে আপনাদের অনুপ্রেরণা পেয়ে আরো বেশি ভালো লাগে গান কভার করতে ধন্যবাদ আপনাকে।
আজকেই প্রথম আপনার কন্ঠ শুনলাম।
অনেক ভালো ছিল আপু। ভালো গেয়েছেন, এগিয়ে যান আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
অনেক খুশি হয়েছি ভাইয়া অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে।আপনার জন্য অনেক শুভকামনা রইল।
সত্যি আপু বারবার একই পোস্ট করতে ও ভালো লাগে না, আবার দেখতে ও ভালো লাগে না। তাই আমাদের সবারই উচিত পোস্টের মধ্যে একটু ভিন্নতা আনার জন্য। আপনার গান কভার করা চমৎকার হয়েছে। আপনার কন্ঠে শুনতে পেয়ে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপু।
হ্যাঁ আপু মাঝে মাঝে পোস্টের ভিন্নতা আনতে একটু ভিন্ন ধরনের চেষ্টা করি।মাঝে মধ্যে গান কভার করে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার প্রচেষ্টা।
অনেক প্রিয় একটি গান কভার করেছেন আপু। বেশ ভালো লেগেছে এবং মাঝে মাঝে এটি রিপিট দিয়ে শুনতাম গানটি। যাই হোক খুব প্রিয় একটি গান উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনিও আমার মত দেখছি আমার যখন একটি গান অনেক ভালো লাগে তখন আমিও রিপিট দিয়ে বারবার শুনতে থাকি।
জি আপু আমিও একই কাজ করি। ধন্যবাদ এবং বিষয়টি মিলে গেল যেনে আনন্দিত হলাম।
একদম ঠিক বলেছেন আপু কথা বলি বা না বলি ছায়া রয়ে যাবো৷ আজীবন আমার বাংলা ব্লগের প্রতিটি ইজারদের সাথে ৷ সত্যি আমি মনোযোগ সহকারে শুনছিলাম ৷ মনে হচ্ছে কোনো শিল্পীর মুখ থেকে শুনছি ৷ অনেক সুন্দর আপনার গানের গলা অনেক ভালো লাগলো আপু ৷
এভাবেই যেন ছায়া হয়ে থাকতে পারি এমনটাই প্রতার্শা ৷
হ্যাঁ ভাইয়া আমার বাংলা ব্লগের সকল ইউজার সবাই সবার জন্য ছায়া এবং ঢাল হয়ে আছে। খুব সুন্দর সহযোগিতা করেন একজন আরেকজনকে অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে।
আসলে আগের মতো গান শোনার সময় পাই না, তবে একসময় এই গানটা আমার ভীষণ প্রিয় ছিল। আপনার কন্ঠে দারুন লেগেছে আপু। ধন্যবাদ জানাই চমৎকার গানটি আমাদের মাঝে পরিবেশন করার জন্য। খুব ভালো থাকুন দোয়া রইল।
অনেক গান শুনতাম একসময় কিন্তু এখন তেমন সময় হয় না।তবে সময় সুযোগ পেলেই গান শুনি এবং কভার করার চেষ্টা করি।
আপনি এর আগেও অনেকগুলো গান কভার করেছিলেন এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করেছিলেন। যা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আজকের গানটিও শুনতে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। মনটা ভরে গেল শুনে। আসলে আমার কাছে গানের কভার পোস্টগুলো ভীষণ ভালো লাগে। তাই তো খুবই মনোযোগ দিয়ে আপনার গানটি শুনেছিলাম। আপনার কন্ঠের মত মিষ্টি কন্ঠে এরকম গানগুলো শুনতে কিন্তু ভীষণ ভালোই লাগে। ভালোই ছিল কিন্তু আপনার আজকের এই গানটি।
আমি গান কভার করলে আপনি প্রতিনিয়ত আমার গানগুলো শুনেন এবং খুব সুন্দর উৎসাহ দিয়ে থাকেন মন্তব্যের মাধ্যমে বেশ ভালো লাগে আপু ধন্যবাদ আপনাকে।