গান কভার- 💖“কত যে তোমাকে বেসেছি ভালো”💖

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাই কেমন আছেন??

আমি@samhunnahar

আমি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ থেকে।


Add a heading.jpg

প্রিয় বাংলা ব্লগ বাসিরা আজ আমি নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজও আমি নতুন একটি গান কভার আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা সবাই আগেও জেনেছেন আমি গান শুনতে যেমন পছন্দ করি তেমনি গান গাইতে ও অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে চেষ্টা করি পোস্টের মধ্যে ভিন্নতা আনার। চেষ্টা করি কয়েক দিন পর পর একটা গান কভার শেয়ার করার। সেই চিন্তা ধারায় আজ আবারও আমি নতুন আরেকটি গান কভার নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমার গানটি হচ্ছে একটি ভাল লাগার গান বা প্রেমের গান বলেন। গানটি আমার ভীষণ ভালো লাগে। এই গান আমি এক সময় অনেক গাইতাম। তবে এখন শুনিনা তা না সময় আর সুযোগ দুইটা বুঝে শুনি। গান টি আমার অনেক ভাল লাগত এক সময়। সব সময় শোনে শোনে থাকতাম। তখকার অনেক জনপ্রিয় একটি গান ছিল। তবে এই গান এখনো অনেক জনপ্রিয়।

“কত যে তোমাকে বেসেছি ভালো” গানটি আমার খুব পছন্দের একটি গান। আসলে এই ধরনের গান গুলো আমার খুব ভালো লাগে। শুনতে যেমন, ভালো লাগে তেমনি গান কভার করতে পারলে আরো বেশি ভালো লাগে। প্রেমের গান/বিরহের গান গুলো সাধারণত আমি অনেক পছন্দ করি। কেন জানিনা এত ভালো লাগে শুনলে মনের মধ্যে একটা ভিন্ন ধরনের অনুভূতি কাজ করে। তবে এখন শুনিনা তা নয় বৃষ্টির দিনে একটু বেশি শুনি গান। সময় পেলেই গান শুনি এবং গান কভার করার চেষ্টা করি। এই ভাল লাগা থেকেই আমার গান কভার করা। তাই চেষ্টা করেছি গান গেয়ে আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আমার আজকের গান আপনাদের ভালো লাগবে। তাহলে আপনাদের সাথেই আমার আজকের গান কভার শেয়ার করে নিচ্ছি।

গানের কিছু তথ্য


গান--“কত যে তোমাকে বেসেছি ভালো ”
শিল্পী-সুবীর নন্দী
অ্যালবামপ্রেম বলে কিছু নেই
পরিচালক-----
সুরকার----


গানটি শুনতে এখানে ক্লিক করুন


[গানের কথা]


কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে

এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেত
হৃদয় চিঁড়ে যদি দেখানো যেত
আমি যে তোমার, তুমি মানতে
সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভাল
সে কথা তুমি যদি জানতে

ওই দু'টি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মেটে না
যত দেখি তৃষ্ণা মেটে না
ভীরু দু'টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলেই ঝরে পড়ে জোছনা
হাসলেই ঝরে পড়ে জোছনা

আমি এই রূপ দেখে দেখে মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে
সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে

ঐ কালো কেশ তুমি ছড়ালে যখন
মেঘেরাও পেল যেন লজ্জা
মেঘেরাও পেল যেন লজ্জা

আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিলো
মধুময় হল ফুলসজ্জা
মধুময় হল ফুলসজ্জা

ওগো, এই রাত কভু যদি শেষ না হতো
জীবন-বেলার শেষ প্রান্তে
সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে

এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেত
আমি যে তোমার, তুমি মানতে
সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভাল
সে কথা তুমি যদি জানতে

সোর্স

সমাপ্তি-@samhunnahar

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Polish_20230713_210902326.png

Sort:  
 2 years ago 

কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে সুন্দর একটি গান আপনি আমাদের মাঝে পরিবেশন করেছেন।বাদ্যযন্ত্র ছাড়াও নিজ কন্ঠে গান গাইলে অনেক সুন্দর লাগে। আপনার গাওয়া গানটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার সৃজনশীলতা ও ক্রিয়েটিভিটির মাধ্যমে সুন্দর একটি গান আমার বাংলা ব্লগ পরিবারের মাঝে উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার গান কভার আপনার পছন্দ জানতে পেরে ভাল লাগলো।

 2 years ago 

আমার অত্যন্ত পছন্দের একটি গান আপনি আজ আমাদের মাঝে পরিবেশন করেছেন। আসলে গানটির প্রকৃত শিল্পী সুবীর নন্দী। তারপরও আপনার কন্ঠে গানটি সুন্দরভাবে উচ্চারিত হয়েছে এবং আপনার মধুর কন্ঠে গানটি শুনে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। আমার খুবই পছন্দের একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া এই গানটি অনেক জনপ্রিয় একটি গান অনেক ভালো লেগেছে আমার গান কভার আপনার খুব পছন্দ হয়েছে জানতে পেরে।

 2 years ago 

আপু আপনার গাওয়া গানটি শুনতে গিয়ে আমার অর্ধাঙ্গিনীও দেখি আপনার গানের সাথে গান গেয়ে তাল মিলাচ্ছিল। একসাথে দুজনের কন্ঠে গান শুনে আমি তো একদম ফিদা হয়ে গেলাম। বেশ ভালই গান গাইলেন আপু, শুনে মনটা ভরে গেল। বেশ কিছুদিন আগে আমিও এই গানটি শেয়ার করেছিলাম। খুব জনপ্রিয় একটি গান সুরেলা কন্ঠ গেয়ে শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ অনেক ভালো লাগলো গানটি যেহেতু শোনে ভাবি অনেক বেশি আনন্দ পেয়েছে তার জন্য অনেক বেশি ভালো লেগেছে আমার।

 2 years ago 

কত যে তোমাকে বেসেছি ভালো এই গানটি আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে সুবীর নন্দীর যে কোন গান শুনতে ভীষণ ভালো লাগে। আপু আপনি বেশ সুন্দর করে গানটিকে কভার করা আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

চমৎকার একটি মন্তব্য করেছেন অনেক বেশি অনুপ্রেরণা পেয়েছি ধন্যবাদ।

 2 years ago 

পুরাতন গান গুলোর মধ্যে এই গানটি আমার অন্যতম একটি প্রিয় গান। আজকে আপনার বেলায় আমার প্রিয় গানটি শুনতে পেয়ে খুবই ভালো লাগছে। খুবই চমৎকারভাবে গানটি আপনার গলায় ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

হারানো দিনের গান গুলো ভীষণ ভালো লাগে শুনতে এবং কভার করতে।

 2 years ago 

এক সময় খুব জনপ্রিয় ছিল এই গানটি। খুব সুন্দর একটি গান কভার করেছেন আপনি। অনেকদিন পর আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার গানের গলা বেশ ভালো। এরকম আরো সুন্দর সুন্দর গান আপনার কন্ঠে শোনার অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনি সব সময় আমার গান কভার শুনেন এবং অনেক বেশি অনুপ্রেরণা দেন।

 2 years ago 

আপু এই গানটি বেশ ভালো লাগে আমার কাছে। আর আপনার কন্ঠে তো গানটি দারুন হয়েছে। আপনি খুব মধুর সুরে গানটি গেয়েছেন। এই গানটি গেয়েছেন সুবীর নন্দী। আপনি এই গানটি আপনার কন্ঠে খুব চমৎকারভাবে গেয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আমার গানটি শুনে এত সুন্দর অনুপ্রেরণা দেওয়ার জন্য।

 2 years ago 

আপু আপনার কন্ঠে গাওয়া এই গানটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা গান ছিল। এই গানটা আমি আগে প্রচুর পরিমাণে শুনতাম, তবে এখন এই গানটা খুব একটা শোনা হয় না। অনেকদিন পরে এই গানটা আপনার কন্ঠে শুনতে পেয়েছি। আপনার খালি গলায় সম্পূর্ণ গানটা শুনে মনটা ভরে গেল আপু। প্রত্যেকটা লাইন আপনি অনেক সুন্দর করে লিখেছেন বলতে হচ্ছে। আপনার কন্ঠে গাওয়া গানগুলো আমার খুবই পছন্দের। এরকম গান পরবর্তীতেও শুনতে চাই।

 2 years ago 

এত বেশি অনুপ্রাণিত করেন ভাইয়া সব সময় গান কভার করতে আগ্রহ বেড়ে যায়।