গান কভারঃ-💕“পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়, ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়”💞
আসসালামু আলাইকুম
হ্যালো আমার বাংলা ব্লগ বাসিরা
গান-“পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়”
শিল্পী- তপন চৌধুরী ও শাকিলা জাফর।
কথা-গাজী মাজহারুল আনোয়ার
ছবি- ঢাকা ৮৬।
সুরকার- আনুযার পারভেজ।
আমার আজকের গান কভার লিংক
[গানের লিরিক্স]
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়
ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না..
তবু প্রেমেরতো শেষ হবে না
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়
ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না
মরণ নিয়ে তারাই ভাবে
যারা ভালোবাসিতে জানে না
সোনার চান্দি তারাই খোঁজে
যারা হৃদয়টাকে চেনে না
ভালোবাসার অনুভবে
দুচোখভরা স্বপ্ন রবে
আরতো কিছুই চাই না..
তবু প্রেমেরতো শেষ হবে না
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়
ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না..
তবু প্রেমেরতো শেষ হবে না
কুঁড়ে ঘরে চাঁদের আলো
যদি ঝরে পড়ে গো অঝরে
সোনার পালঙ্ক চাইনা আমি
যদি রাখো জড়িয়ে আদরে
তাজমহলের শ্বেত পাথরে
নাইবা গেলাম খোদাই করে
দুটি নামের ঠিকানা
তবু প্রেমেরতো শেষ হবেনা
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়
ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়
ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না
লা লা লা লা লা লা………
হুম হুম হুম হুম হুম....
লা লা লা লা লা লা………
হুম হুম হুম হুম হুম....
সোর্স

আশা করি আমার আজকের গান কভার আপনাদের ভালো লাগবে।সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ সময় দিয়ে দেখার জন্য।আপনাদের জন্য শুভকামনা রইল।
আমি সামশুন নাহার হিরা।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি।আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।ফটোগ্রাফি করা আমার শখের।এছাড়া কবিতা লিখতে আমার অনেক ভাল লাগে।গান গাওয়া আমার স্বপ্ন।আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তাই আমি আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
https://steemit.com/hive-129948/@samhunnahar/4jqmfy
ওয়াও আপু অনেক সুন্দর গেয়েছেন। আমার খুবই পছন্দের একটি গান। মাঝেমধ্যেই শুনা হয়। আপনার কন্ঠে শুনে বেশি ভালো লাগলো। ধন্যবাদ দারুন একটি গান কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার এত সুন্দর সুন্দর অনুপ্রেরণা দেন আপু সত্যি অনেক ভালো লাগে গান কভার করতে।
অনেকদিন পর আপনার গলায় গান শুনে খুবই ভালো লাগলো আপু। এই গানটি আমার ভীষণ প্রিয়। আগে মাঝে মাঝেই শুনা হতো। আপনার মিষ্টি গলায় একটি গান পরিবেশন করেছেন এবং আমাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
হ্যাঁ আপু মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ গেছে গান কভার করা হয় না আজ আবার করে নিলাম আপনাদের জন্য।
সত্যি আপনার গানের গলা অসম্ভব সুন্দর ৷ একদম নিখুঁত কন্ঠ যাকে বলে ৷ মাঝে মধ্যে আপনার গান শুনি অনেক ভালো লাগে ৷ গান আসলে শুনতে গাইতে দুটাই ভালো লাগে ৷
অনেক ভালো লাগলো এই বিকেল বেলা এতো সুন্দর একটি প্রেমের গান শুনে ৷
আমারও আপনার মতো একই কথা গান শুনতে যেমন ভালো লাগে তেমনি গাইতেও অনেক ভালো লাগে।
আপনার সুন্দর কন্ঠে দারুন একটা গান গেয়েছেন। আপনার গাওয়া গানটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক শুনেছি এই গানটা। গানটা এত মুগ্ধতার সাথে গেয়েছেন প্রশংসা না করে পারছি না। খুব ভালো লেগেছে গানটা শুনে।
অনেক ভালো লেগেছে ভাই আপনার মন্তব্যটা পড়ে অনেক বেশি অনুপ্রেরণা পেয়েছি।
বেশ সুন্দর একটি গান কভার করেছেন আপনি আপু। গানটা শুনতে আসলেই বেশ ভালো লাগে প্রেমের গান বলা যায়। আপনার গলায় বেশ মিষ্টি লাগছে গানটি । ধন্যবাদ আপু আমাদেরকে এভাবে সুন্দর একটি গান কভার করে শোনানোর জন্য। ভালোবাসা রইলো আপু।
গানটি এমন একটি গান যত শুনি ততই ভালো লাগে আসলে এই গানটি কখনো পুরাতন হবে না মনে হয়।
আপু আপনি খুব সুন্দর গান কাভার করেছেন। আপনার কন্ঠে গানটি শুনে সত্যি খুব ভালো লাগলো। আসলে আমি মাঝে মাঝে এই গানটি শুনে থাকি। আজ আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার গান পরিবেশন করার দক্ষতা অনেক বেশি। এত সুন্দর গান চমৎকারভাবে মিষ্টি কন্ঠে আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার মত ঠিক আমিও এই গানটি মাঝে মাঝে শুনি এবং নিজেও গুনগুন করে গেয়ে থাকি।
এক সময়ের খুবই জনপ্রিয় একটি গানের কভার করেছেন আপু।আপনার কন্ঠেও গানটি চমৎকার লেগেছে।আসলে কিছু গান আছে যা শুনলে বারবার শুনতে ইচ্ছে করে।আর এটি হচ্ছে এমন একটি গান।খুব ভালো লেগেছে আপু,এই গানটা শুনে।
ঠিক বলছেন ভাইয়া আসলে এই গানটি এক সময় অনেক জনপ্রিয় ছিল অসংখ্য ধন্যবাদ।
বাহ্ বাহ্,, পুরোনো দিনের অনেক গান শোনা হয় নি, তার মধ্যে এটা একটা। প্রথমবার শুনেই দারুন লাগলো এক কথায়। আপনার সুর গুলো দারুন হয়। স্কেল বা পিচ সব একদম ঠিক 👌👌 অনেক শুভেচ্ছা রইলো আপু।
আপনাদের অনুপ্রেরণা পেলে অনেক ভালো লাগে সেজন্য বারবার গান কভার করতে ভাল লাগে।