গান:-পুরানো সেই দিনের কথা।
আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি গান নিয়ে উপস্থিত হয়েছি।আর গানটির নাম হচ্ছেঃ- পুরানো সেই দিনের কথা।গেয়েছেনঃ কিশোর কুমার।আর আমি এই গানটি কভার করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।
প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম কোন গানটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই গানটি মাথায় আসলো। তখন এই গানটিকে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে আমি মনে করি গান হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান গেয়ে থাকি।
তবে একটা মজার ব্যাপার হলো অনেক সময় গান গাইতে গেলে আগের লাইন পরে, পরের লাইন আগে হয়ে যায়। বুঝতেই পারছেন প্রফেশনাল গায়ক নয় তাই।আজকেও হয়তো বেমিল হতে পারে। তবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।
আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না।আর আপনারা অবশ্যই জানেন যে, আমার বাংলা ব্লগে প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে।তবুও গান গাইতে থাকি যদি কখনো ভালো কিছু করা যায় । তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই গানটি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
গানটির নাম হচ্ছেঃ
পুরানো সেই দিনের কথা।
গেয়েছেনঃ
কিশোর কুমার।
কভারঃ
@nevlu123
এই গানটি একটা সময় অনেক বেশি শুনতাম। হঠাৎ করে গানটির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে গেয়ে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।

পুরানো সেই দিনের কথা
ভুলবি কিরে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়
আয় আর একটি বার
আয়রে সখা প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়
মোরা ভোরের বেলা
ফুল তুলেছি দুলেছি দোলায়.
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়
মোরা ভোরের বেলা
ফুল তুলেছি দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়
হায় মাঝে হল ছাড়াছাড়ি গেলেম কে কোথায়
আবার দেখা যদি হল সখা প্রাণের মাঝে আয়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কিরে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়
আয় আর একটি বার
আয়রে সখা প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়
♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣
❣
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR


ফোনের বিশদ বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোষ্ট | গান |
মডেল | M32 |
ফটোগ্রাফার | @nevlu123 |
সম্পাদনা | শুধু সেচুরেশন |
অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
আপনি এত সুন্দর করে একটা গান কাভার করেছেন দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে এটা শুনতে। পুরো গানটা শুনে মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। সুন্দর সুন্দর গানগুলো শুনলে মনটাও অনেক বেশি ভালো হয়ে যায়। আপনার কন্ঠে গানটা একবার শুনে আমার বারবার শুনতে ইচ্ছে করতেছে। পুরাতন এরকম গান গুলো কিন্তু মাঝেমধ্যে শুনতে খুব ভালোই লাগে। আপনি নিজের খালি গলায় পুরো গানের কভারটা সুন্দরভাবে করার কারণে, এটা শুনতে আমার কাছে বেশি ভালো লেগেছে।
কিশোর কুমারের গান আমারো খুবই ভালো লাগে। আমিও এর আগে ক্যাসেটে তার অ্যালবাম শুনতাম। অনেকদিন গানগুলো শোনা হয় না। বেশ দারুণভাবে আপনি তার অসাধারণ একটি গান কভার করেছেন। অনেক ভালো লাগলো আপনার কন্ঠে কিশোর কুমারের একটা পুরাতন গান শুনে।
জানিতো ভাই আপনি কোন প্রফেশনাল গায়ক না। তবুও তো বেশ সুন্দর একটি গান কভার করেছেন। আর আমাদের মত গায়ক গায়িকাদের আগের লাইন পিছে আর পিছের লাইন আগে হলে কোন সমস্যা নেই। আমার তো বেশ ভালোই লাগলো। ধন্যবাদ এমন সুন্দর একটি প্রিয় গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গানটি খুবই জনপ্রিয়। আপনি খুবই সুন্দরভাবে গানটি গাইলেন। আপনার কন্ঠে এই গানটি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আসলে এই গানগুলো যত শুনি ততই ভালো লাগে।
পুরানো সেই দিনের কথা গানটি সত্যিই অসাধারণ। এই গানটি আমি অনেকবার শুনেছি। এখনো শুনলে ভালো লাগে। আজকে আপনার কন্ঠ শুনতে পেয়ে আরো বেশি ভালো লাগলো অসাধারণ কন্ঠ আপনার
পুরাতন এই গানগুলো মাঝে মাঝে শুনতে পেলে সত্যিই খুব ভালো লাগে। গানটা অনেকদিন পর শুনলাম। আর আপনার কন্ঠে শুনে আরো বেশি ভালো লেগেছে। দারুন গেয়েছেন আপনি। বেশ ভালো লাগলো শুনে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গান কভার করে শেয়ার করার জন্য।
যারা প্রফেশনাল গায়ক তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায়। গানের লাইন এলোমেলো হয়ে যায়। ঠিকই বলেছেন এই ব্লগের কেউই প্রফেশনাল গায়ক নয়। সবাই শখ করে গান গায়। আপনার আজকের গানটি কিন্তু বেশ সুন্দর হয়েছে। পুরনো এই গানগুলো শুনতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি এত সুন্দর গান করেন যে, আপনার গানের প্রশংসা আজকে নতুন করে আর কি করবো। আমার কাছে সব সময় খুব ভালো লাগে আপনার খালি গলায় গাওয়া এই গানগুলো শুনতে। এই গানটা শুনেছিলাম অনেকবার। তবে আপনার কন্ঠেই বেশি ভালো লেগেছে। কারণ আপনি নিজের মতো করে অনেক সুন্দর করে এটা কভার করেছেন। প্রতিনিয়তই আপনি সুন্দর সুন্দর গান শেয়ার করেন আমাদের মাঝে এটা আমার কাছে বেশি ভালো লাগে।
যাক আগের লাইন পরে পরের লাইন আগে হলেও তো ভালো গান করতে পারেন আপনি। যারা গান বেশি ভালো পারে তারা কখনোই নিজের প্রশংসা করে না হা হা হা। বরাবরের মতো আজকেও আপনার গান শুনে ভালো লাগলো। খুব সুন্দর একটি পুরনো গান আপনি আমাদের সাথে কভার করে শেয়ার করবেন। সত্যি বলতে আপনার গানটি শুনে বেশ ভালো লাগলো।
গানটা শুনলে পুরানো দিনের কথা মনে পড়ে যায়। সেই বন্ধুদের সাথে আড্ডা খেলাধুলা একসঙ্গে পুকুরে গোসল করা। এটা যেন স্মৃতিগুলো টেনে নিয়ে আসে। দারুণ কভার করেছেন গানটা ভাই। গানটা আমার অনেক অনেক পছন্দের। খুবই ভালো লাগল গানটা শুনে। ধন্যবাদ আমাদের সাথে গানের কভার টা শেয়ার করে নেওয়ার জন্য।।