একটি কালজয়ী প্রেমের গান-নীলাঞ্জনা ঐ নীল নীল চোখে চেয়ে দেখ না- এর ভিডিও কভার

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আজ শনিবার, ২৬ই নভেম্বর ২০২২ ইং
বাংলা ৯ই অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

💕কেমন আছেন সবাই ?আশা করছি সকলে ভালো ও সুস্থ্য আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে বেশ ভাল আছি💕।

আজ আমি আবারও আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন প্রয়াস নিয়ে। আজ আপনাদের জন্য আরও একটি নতুন গান কভার নিয়ে আসলাম। গান হলো মনের খোরাক। আমাদের মাঝে হয়ত এমন অনেকেই আছেন যারা গান কে অনেক ভালবাসেন। তাদের কথা ভেবেই আজ আমি নতুন আরও একটি আধুনিক বাংলা গানের কভার করার সাহস করে ফেললাম। কি ঠিক করিনি?

আমি আপনাদের মাঝে বাংলাদেশের একজন বিখ্যাত এবং প্রয়াত কন্ঠ শিল্পী শ্রদ্ধেয় শেখ ইশতিয়াক স্যার এর গাওয়া একটি আধুনিক বাংলা গানের ভিডিও কভার নিয়ে এসেছি। আপনাদের অনেকেই ইতোমধ্যে অনেক সুন্দর সুন্দর গানের কভার নিয়ে ব্লগ করেছেন। আমি জানি আমি হয়তো আপনাদের মত করে পারবো না। তাই যতটুকু পেরেছি , তা যদি আপনাদের দৃষ্টিতে গ্রহণযোগ্য না হয়, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

এই গানটি বাংলাদেশের অনেক পুরানো একটি আধুনিক বাংলা গান। না এটি কোন ছবির গান না। ২৫-৩০ বছর পূর্বে যারা মোটামুটি যুবক বয়সের ছিলেন, তাদের কাছে যদি জানতে চাওয়া হয় নব্বই দশকের কিছু জনপ্রিয় গানের কথা । কমবেশী সবাই বলবে এই গানটির কথা। গানটি এতটাই জনপ্রিয় ছিল যে প্রেমিকরা তাদের প্রেমিকাদের নাম পাল্টিয়ে নীলাঞ্জনা রাখা শুরু করে দিয়েছিলো। তখন এ গানটি সব যুবক যুবতীদের মুখে মুখে শুনা যেত। গানটিতে অনেক প্রেমের আকুতি রয়েছে। এত পুরানো একটি গান আজও যুবক যুবতীদের কাছেও অত্যান্ত প্রিয়। গানটির শিল্পী শ্রদ্ধেয় এবং প্রয়াত শেখ ইশতিয়াক স্যার। আমি হয়তো আপনাদের মত এত সুন্দর করে গানটি করতে পারিনি। তবুও আজ আমি চেষ্টা করেছি গানটির একটি ভিডিও কভার করার। আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

গানটির জানা অজানা কিছু বিষয়।

গাননীলাঞ্জনাঐ নীল নীল চোখে চেয়ে দেখ না তোমার ঐ দুটি চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতে তো কিছু পারি না
মূল শিল্পীপ্রয়াত শেখ ইশতিয়াক
গানটির সুরকারঅজ্ঞাত
গানের কথাকাজী আলী তৌফিক
এ্যালবামনীলাঞ্জনা
গান কভার@maksudakawsar


গানের লিরিক্স

নীলাঞ্জনা
ঐ নীল নীল চোখে চেয়ে দেখ না
তোমার ঐ দুটি চোখে
আমি হারিয়ে গেছি
আমি বোঝাতে তো কিছু পারিনা

বিরহ ব্যাথাতে এ মন ভেঙ্গে যায়
না পাওয়ার আঁধারে খুঁজেছি তোমায়
কতগুলো ফাগুন গিয়েছে ফিরে
আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে
আজ সব ব্যাথা ভুলে যাবো
চেয়ে দেখো না

তোমার ঐ দুটি চোখে
আমি হারিয়ে গেছি
আমি বোঝাতে তো কিছু পারিনা
নীলাঞ্জনা

বহুদিন পরে এসেছে মধু মাস
তোমার যত সুখ সেতো আমার সন্ন্যাস
মেঘের ডানায় রূপের সোনালী ছায়া
প্রেমে ভরা চোখে সুখের নেই সীমানা
সেই সুখ চোখের নীড়ে আমায়
সুখি করো না

তোমার ঐ দুটি চোখে
আমি হারিয়ে গেছি
আমি বোঝাতে তো কিছু পারিনা
নীলাঞ্জনা

উৎস

আমার গানের কভার ভিডিও

বন্ধুরা কেমন লাগলো আপনাদের জন্য আমার আজকের আয়োজন? আশায় রইলাম আপনাদের ভাল মন্দ মন্তব্যটুকু জানার । আর একটি কথা আমি যেহেতু কোন শিল্পী নয় ,তাই গানের কভার করতে যেয়ে আমার ভুল হওয়াটাই স্বাভাবিক। এজন্য আমি আপনাদের কাছে আবার আমার অজানা ভুলগুলোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।

image.png

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png