একটি কালজয়ী প্রেমের গান-নীলাঞ্জনা ঐ নীল নীল চোখে চেয়ে দেখ না- এর ভিডিও কভার
আসসালামু আলাইকুম
আজ শনিবার, ২৬ই নভেম্বর ২০২২ ইং
বাংলা ৯ই অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ
💕কেমন আছেন সবাই ?আশা করছি সকলে ভালো ও সুস্থ্য আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে বেশ ভাল আছি💕। |
---|
আজ আমি আবারও আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন প্রয়াস নিয়ে। আজ আপনাদের জন্য আরও একটি নতুন গান কভার নিয়ে আসলাম। গান হলো মনের খোরাক। আমাদের মাঝে হয়ত এমন অনেকেই আছেন যারা গান কে অনেক ভালবাসেন। তাদের কথা ভেবেই আজ আমি নতুন আরও একটি আধুনিক বাংলা গানের কভার করার সাহস করে ফেললাম। কি ঠিক করিনি?
আমি আপনাদের মাঝে বাংলাদেশের একজন বিখ্যাত এবং প্রয়াত কন্ঠ শিল্পী শ্রদ্ধেয় শেখ ইশতিয়াক স্যার এর গাওয়া একটি আধুনিক বাংলা গানের ভিডিও কভার নিয়ে এসেছি। আপনাদের অনেকেই ইতোমধ্যে অনেক সুন্দর সুন্দর গানের কভার নিয়ে ব্লগ করেছেন। আমি জানি আমি হয়তো আপনাদের মত করে পারবো না। তাই যতটুকু পেরেছি , তা যদি আপনাদের দৃষ্টিতে গ্রহণযোগ্য না হয়, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
এই গানটি বাংলাদেশের অনেক পুরানো একটি আধুনিক বাংলা গান। না এটি কোন ছবির গান না। ২৫-৩০ বছর পূর্বে যারা মোটামুটি যুবক বয়সের ছিলেন, তাদের কাছে যদি জানতে চাওয়া হয় নব্বই দশকের কিছু জনপ্রিয় গানের কথা । কমবেশী সবাই বলবে এই গানটির কথা। গানটি এতটাই জনপ্রিয় ছিল যে প্রেমিকরা তাদের প্রেমিকাদের নাম পাল্টিয়ে নীলাঞ্জনা রাখা শুরু করে দিয়েছিলো। তখন এ গানটি সব যুবক যুবতীদের মুখে মুখে শুনা যেত। গানটিতে অনেক প্রেমের আকুতি রয়েছে। এত পুরানো একটি গান আজও যুবক যুবতীদের কাছেও অত্যান্ত প্রিয়। গানটির শিল্পী শ্রদ্ধেয় এবং প্রয়াত শেখ ইশতিয়াক স্যার। আমি হয়তো আপনাদের মত এত সুন্দর করে গানটি করতে পারিনি। তবুও আজ আমি চেষ্টা করেছি গানটির একটি ভিডিও কভার করার। আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
গানটির জানা অজানা কিছু বিষয়।
|
---|
আপনার কন্ঠে এত সুন্দর গান শুনে খুবই ভালো লাগলো। আসলে আপনি খুব সুন্দর করে অত্যন্ত মিষ্টি কন্ঠে এত চমৎকার গান আমাদের মাঝে পরিবেশন করেছেন। আসলে গান কাভার করার দক্ষতা আপনার অনেক বেশি। এত সুন্দর গান পরিবেশন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ভাইয়া। আপনাদের উৎসাহ পেলে আমি আরো সুন্দর সুন্দর গানের কভার করতে পারব।
আপু খুব সুন্দর একটি গান কভার করেছেন। আপনার কণ্ঠে এই ধরনের গান আবার নতুন করে শুনতে পেয়ে খুব ভালো লাগলো। আমার কাছে এই গান শুনতে খুব ভালো লাগে। আমি তেমন কোনো গান গাইতে পারিনা তবে আপনাদের গান কভার করা দেখে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গান কভার করার জন্য।
জ্বী আপু আমার গান কভার আপনার কাছে বেশ ভালোলাগে জানতে পেরে বেশ ভালো লাগছে।
আপু অসম্ভব সুন্দর গেয়েছেন। আপনার কন্ঠে গানটি খুব ভালো লেগেছে। আমার কাছে খুব ভালো লেগেছে গানটি।আমার প্রিয় একটি গান ধন্যবাদ আপু এতো সুন্দর একটি গান আমাদের উপহার দেয়ার জন্য।
গানটি আমারও বেশ প্রিয়. ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
একদম ঠিক করেছেন আপু, আমি নিজেও কিন্তু গান শুনতে ভীষণ পছন্দ করি। আসলে সময়ের জন্য তো একদমই শুনতে পারি না। এখানে গান পরিবেশন করেছেন বেশ ভালো হয়েছে। কারণ কাজও করতে পারছি তার সাথে গানও শুনতে পারছি। তবে এই গানটা বেশ পুরনো হলেও কিন্তু, আপনার কণ্ঠে শুনতে বেশ ভালোই লেগেছে। এর আগেও আপনার গান শুনেছি । আশা করি পরবর্তীতে শুনতে পারব।
আপু গানটি পুরোনো হলেও আমার কাছে অনেক ভাল লাগে। আপনার কন্ঠে গানটি খুব ভাল হয়েছে।অনেক সুন্দর গেয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে। আবার কোন নতুন গান নিয়ে হাজির হবেন আশাকরি।
আপু আপনার মত আমার কাছে গানটি বেশ ভালো লাগে।
ঠিক বলেছেন আপু গান হচ্ছে মনের খোরাক।কার কেমন লাগে জানিনা গান শুনতে আমার যেমন ভালো লাগে তেমনি গান গাইতেও ভালো লাগে।আপনি আমাদের শ্রদ্ধেয় প্রায়ত শিল্পী ইশতিয়াক স্যারের একটি গান কভার করেছেন।নীলাঞ্জনা গানটি সবার প্রিয় একটি গান।আমি এক সময় গানটি অনেক বেশি শুনতাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি গান গাভার করার জন্য।
আমিও একসময় গানটি অনেক শুনতাম। তার খুব প্রিয় কেউ এই গানটি গিফট করলে বারবার শুনতে মনে চায়।