গান : ও আমার বন্ধু গো

" আজ রবিবার ২২শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে ২০২৪ খ্রিষ্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Yelllow and Blue Modern Geometric How To Design Youtube Thumbnail_20240505_204518_0000.png

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গানের পোষ্ট নিয়ে। আজ আমি আমার খুব পছন্দের একটি ছায়াছবির গান নিয়ে হাজির হয়েছি। আর সেই ছায়াছবিটি হচ্ছে কেয়ামত থেকে কেয়ামত। এই ছবিটি আমি বেশ কয়েকবার দেখেছি। বিশেষ করে এই বাংলা ছায়াছবিতে সালমান শাহ অভিনীয় করেছে বলে, ছবিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। কেননা সালমান শাহ নায়ক হিসেবে আমার খুবই প্রিয় একজন নায়ক।

সালমান শাহকে আমার এতটাই ভালো লাগে, হয়তোবা মেয়ে মানুষ হলে আমি তার প্রেমে পড়ে যেতাম হাহাহা। তখনকার সময়ে বাংলা ছায়াছবির জগতে নায়ক সালমান শাহ খুবই জনপ্রিয় ছিল। তার ছবিগুলো আমার কাছে খুবই ভালো লাগতো। এখনো মাঝে মাঝে সালমান শাহ অভিনীত ছবি চোখের সামনে এলে, আমি তা কখনোই এড়িয়ে যাই না। যদিওবা আমার বাংলা ছায়াছবি গুলো একদমই দেখা হয় না। তবে নায়ক সালমান শাহের ছবি দেখতে একদমই বিরক্ত হই না। বরং তার ছবিগুলো আমার কাছে অসাধারণ মনে হয়।

যাইহোক আজ আমি কোন বাংলা ছায়াছবির রিভিউ নিয়ে আসিনি, বরং এসেছি শিল্পী আগুন ও রুনা লায়লার দ্বৈত কন্ঠে গাওয়া কেয়ামত থেকে কেয়ামত ছবির, ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা গানটি পরিবেশন করতে। আমার বিশ্বাস আমার কাছে এই গানটি যতটা ভালো লাগে, ঠিক ততটাই আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন, আমার গাওয়া গানটি শুনে নেয়া যাক।

গানের কিছু তথ্য

গান: ও আমার বন্ধু গো
ছায়াছবি: কেয়ামত থেকে কেয়ামত
শিল্পী: আগুন, রুনা লায়লা
কভার: মাহবুবুল ইসলাম লিমন

গানের কথা

ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসার

ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসার

এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান

এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান
তুমি আমারই বলবো শতবার

হাত দু’টি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আর
শুনবো না কারো কথা যে আর
মন্দ বলুক সমাজ

হাত দু’টি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আর
শুনবো না কারো কথা যে আর
মন্দ বলুক সমাজ
তুমি আমারই, হায়, বলবো শতবার

ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসার

ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার,
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসার



আশা করি আমার গানের পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuopApeNGGvubdGTu9jv8NVFSHjE5pH93hh3QtJKuSHoQsWRb32TboxLPtH7VJn...5jUxzRuKXEnZpbT3v4umV4YbmHsMf4LhhYJmAUbr4csh1wWLF5U7jnMeWY77NNiXrLmx2NY2fjp9BNmmS2751hP79JspMi9ju8xeNcAVmvRnFWbyU6ZKkHRPF4.png

Sort:  
 last year 

আপনার গান মানে তৃপ্তি সহকারে শ্রবণ করা যায়। আপনার কন্ঠ এই গানটি দারুন লাগছে। আপনি সবসময় অনেক ভালো গান করেন। প্রতি হ্যাংআউট এর গানের মাধ্যমে আমাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেন। গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 last year 

ভাই আমার গাওয়া গানটি আপনার কাছে ভাল লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

খুবই সুন্দর একটি গান কভার করেছেন। এই গানটি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। এই গানটি আমি অনেকবার শুনেছি। আজকে আপনার কন্ঠ শুনতে পেয়ে অনেক বেশি আনন্দিত হলাম।

 last year 

ভাই, আমার গাওয়া গানটি শুনে আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

এটা আমার খুবই পছন্দের একটি গান ভাইয়া। এই গানটি আমিও কভার করে শেয়ার করেছিলাম। আজ অনেকদিন পর আপনার কন্ঠ শুনতে পেরে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর করে আমার পছন্দের গানটি কভার করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি গান ব্যবহার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপু, আপনার পছন্দের গানটি গাইতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

অনেক সুন্দর গান কভার করেছেন ভাইয়া। আপনার কন্ঠে গান শুনতে আমার খুবই ভালো লাগে। বেশ দারুণভাবে গান কভার করেন আপনি। এদিকে সুমন ভাই আর কন্ঠেও যেমন ভালো লাগে আপনার কন্ঠেও ভালো লাগে। বেশি দারুন গান করেন আপনারা। গানটা আমার খুবই প্রিয় ছিল। অসাধারণ গেয়েছেন।

 last year 

আপু, আমার গানের কন্ঠ আপনার কাছে ভালো লাগে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

সালমান শাহ এর এই গানটা আমার অনেক পছন্দের ।সালমান শাহর প্রত্যেকটা সিনেমায় আমি দেখেছি আমার কাছে অনেক ভালো লাগতো সিনেমা গুলো । সত্যি সিনেমা গুলো যেন অন্যরকম সুন্দর ছিল । আর এটি তো অন্যরকম ভালোলাগা ছিল । আপনি গানটি কিন্তু ভালই গিয়েছেন ভালো লাগলো শুনে ।

 last year 

সালমান শাহ্ আমার ও একজন প্রিয় নায়ক। আপনি আজকে সালমান শাহ্ অভিনীত একটি বাংলা ছায়াছবির গান আমাদের মাঝে পরিবেশন করেছেন। তবে দীর্ঘ দিন পর একটি পুরনো গান আপনার কন্ঠে শুনতে পেরে বেশ ভালো লাগলো আমার কাছে। বেশ ভালো গেয়েছেন। এখনো এই গানটি গ্ৰামের অনেক মানুষ তাদের হ্যান্ড সেটের মাধ্যমে শুনে থাকে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 last year 

খুব সুন্দর একটি গান কভার করেছেন ভাইয়া।এই গানটি আমার অনেক প্রিয়। সালমান শাহ অভিনীত এই গানটি অনেক জনপ্রিয় ছিল। আপনি সেই জনপ্রিয় গানটি আপনার কন্ঠে দারুন ভাবে গেয়েছেন শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

 last year 

ঠিক বলেছেন আপু, এই গানটি একটা সময় খুবই জনপ্রিয় ছিল আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।