গান : এখনো মাঝে মাঝে মাঝ রাতে ঘুমের ঘোরে

" আজ রবিবার - ১২ই ফাল্গুন - ১৪৩০বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি - ২০২৪ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Red & Black Geometric Gamer Youtube Banner_20240220_034904_0000.png

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গানের পোষ্ট নিয়ে। আজ আমি আসিফ আকবরের গাওয়া খুবই জনপ্রিয় একটি গান নিয়ে হাজির হয়েছি। আসিফ আকবরের গানগুলো বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই মাঝে মাঝে আপনাদের মাঝে আসিফ আকবরের গাওয়া জনপ্রিয় গানগুলো পরিবেশন করার চেষ্টা করি। বেশ কিছু দিন আগের কথা, ডিসকর্ড চ্যানেলে আমাদের প্রিয় @roy.sajib ভাইয়ের সাথে আলাপ আলোচনার সময় তিনি আমার কাছে জনপ্রিয় এই গানটি শুনতে চেয়েছিলেন।

আর আমিও তখন তাকে বলেছিলাম কোন একদিন এই গানটি গেয়ে শোনাবো। যদিওবা এই মুহূর্তে আমার কন্ঠের অবস্থা খুব একটা ভালো না, কেননা আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। তারপরেও আমি গানটি গেয়ে শোনানোর চেষ্টা করছি। আর হ্যাঁ একটা কথা না বললেই নয়, আমাদের প্রিয় @roy.sajib ভাই আমার খুব প্রিয় একজন মানুষ। এবং তার গাওয়া গানগুলো আমার খুব ভালো লাগে। আর তিনিও আমার মত একজন গান প্রিয় মানুষ। তাই তার পছন্দের গানটি আজ গাইতে পেরে আমার কাছেও খুবই ভালো লেগেছে।

একটা সময় ছিল যখন আসিফ আকবরের এই জনপ্রিয় গানগুলো ব্যাপক সাড়া ফেলেছিল, আর তখন থেকেই আসিফ আকবরের গানগুলো আমার হৃদয়ে গেঁথে আছে। যখনই তার গাওয়া গানগুলো শুনি তখনই গানগুলো আমার কাছে খুবই ভালো লাগে। মনে হয় তখনকার গানগুলো শুনে যতটা ভালো লেগেছিল, এখনো গানগুলো শুনলে সেই ভালোলাগা কাজ করে। যাইহোক বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে, চলুন আমার গাওয়া গানটি শুনে নেয়া যাক।

গানের কিছু তথ্য

গায়ক : আসিফ আকবর
লিরিক্স এবং টিউন : ইথুন বাবু
লেবেল : সাউন্ড টেক

গানের কথা

এখনো মাঝে মাঝে
মাঝরাতে ঘুমের ঘোরে
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
এই রাত, সেই রাত
কেটে গেছে কত রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে
আর পড়ে আছে কত না স্মৃতি
বন্দী মনের কারাগারে
এই রাত, সেই রাত
কেটে গেছে কত রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে
আর পড়ে আছে কত না স্মৃতি
বন্দী মনের কারাগারে
তুমি চলে গেছে অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছে অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
এই প্রাণ, এই মন কেঁদে বলে সারাক্ষণ
ভুলে গিয়ে আছো তুমি সুখে
আমি কাটাই প্রহর আর ভালোবাসা
একা বেদনারই চরে
এই প্রাণ, এই মন কেঁদে বলে সারাক্ষণ
ভুলে গিয়ে আছো তুমি সুখে
আমি কাটাই প্রহর আর ভালোবাসা
একা বেদনারই চরে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
এখনো মাঝে মাঝে
মাঝ রাতে ঘুমের ঘোরে
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে



আশা করি আমার গানের পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_22-12-06_06-32-35-909.png

Sort:  
 2 years ago 

গানটি খুবই জনপ্রিয় ছিল। আর এই গানটি আমি যতবার শুনেছি ততবারই ভালো লেগেছে। আজকে আপনার কন্ঠে শুনতে পেয়ে খুবই ভালো লাগলো, অসাধারণ গেয়েছেন।সজিব ভাই আপনার কন্ঠ শুনতে চেয়েছিল বলে আপনি গানটি শেয়ার করলেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আসিফ আকবরের গাওয়া এই গানটি যতবার শোনা যায়, ততবারই ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে চমৎকার একটি গান কভার শেয়ার করেছেন। আপনার নিজ কন্ঠে গানটি শুনতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার প্রত্যেকটি গান আমার কাছে বেশ অসাধারণ লাগে ভাই। এত সুন্দর ভাবে গানটি আমাদের মাঝে গেয়ে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই আমার গাওয়া গানটি শুনে খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

কণ্ঠশিল্পী আসিফ আকবরের অনেক বিখ্যাত একটি গান আপনি আজ কাভার করেছেন।
এই গানটি শুনতে আমার কাছে অনেক ভালো লাগে।
এই গানের কথাগুলো অনেক ক্ষেত্রে বাস্তব জীবনের সাথে মিলে যায়।
অনেকদিন পরে আপনার কন্ঠে গানটি শুনতে পেরে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, আসিফ আকবরের গাওয়া এই গানটি খুবই জনপ্রিয় ছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে সজীব রয় ভাইয়ের সাথে পরিচিত হওয়ার পরে তিনি এই গানটা শুনতে চেয়েছিলেন এবং আপনি অবশেষে আমাদের মাঝে এই গানটা নিয়ে হাজির হয়েছেন। আসলে এই গানটা আমার অনেক বেশি পছন্দের মাঝে মাঝে আমি এই গানটা শুনি একাকী আনমনে এই গানটা শুনতে সত্যিই অনেক বেশি ভালো লাগে। আপনার কন্ঠ শুনে খুবই ভালো লাগলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই আমার কাছেও এই গানটি শুনতে ভীষণ ভালো লাগে তাই আপনাদের মাঝে পরিবেশন করেছি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাই আসিফ আকবরের এই গানটি যে আমার কতটা প্রিয় সেটা বলে বোঝাতে পারবো না। এখনো আসিফ আকবরের অনেক অনেক গান শোনা হয়। আপনার কন্ঠে আসিফ আকবরের এই গানটি শুনতে পেরে বেশ ভালো লাগলো। আপনি সব সময় আমাদের মাঝে সুন্দর সুন্দর গান পরিবেশন করেন।

 2 years ago 

ভাই আপনার প্রিয় গানটি গাইতে পেরে আমার কাছেও খুবই ভালো লেগেছে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

সজীব ভাই এই গানটা আপনার কন্ঠে শুনতে চাওয়ার পর, আপনি আজকে গানটার কভার করে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনি এত সুন্দর গান কভার করেন যে, আপনার কন্ঠে গান গুলো শুনতে সব সময় খুব ভালো লাগে। আসিফ আকবরের এই জনপ্রিয় গানটা আমি শুনেছি অনেকবার। কারণ আসিফ আকবরের বেশিরভাগ গান আমার শোনা হয়েছে। আর এই গানটা আমার পছন্দেরও বটে। তবে আপনি খালি গলায় এই গানটা গাওয়ার কারণে আমার কাছে শুনতে খুব ভালো লেগেছে। ভাই আপনার কন্ঠে সুন্দর সুন্দর গান শোনার অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

ভাই আসিফ আকবরের এই গানটি আমার কাছেও ভীষণ পছন্দের। আর তাইতো আপনাদের মাঝে পরিবেশন করেছি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর একটি গানের কভার করেছেন আপনি। এই গানটি আমি আগে কখনো শুনিনি। আপনার কাছ থেকে এই প্রথম শুনতে পেলাম৷ যেভাবে আপনি এই গানটিকে কভার করেছেন তা একদমই অসাধারণ হয়েছে৷ এই গানের সবগুলো লাইন আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন৷ আপনার কাছ থেকে প্রথম এই গানটি শুনে এই গানটির প্রতি একটি আলাদা ভালোবাসা কাজ করছে। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি গানের কভার শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আসিফ আকবরের গাওয়া এই জনপ্রিয় গানটি আমার মুখেই প্রথম শুনেছেন জেনে খুবই ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

জি একদম। এখন তেমন একটা গান শোনা হয় না। তাই আপনার কাছ থেকে যখন এই গান শুনলাম, তখন অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মিয়া ভাই এমনিতেই আপনি আমার বেশ প্রিয় একজন গায়ক। তার উপর আজ তো আবার ফাটিয়ে দিলেন আমার প্রিয় একটি গান করে। আপনার গাওয়া আজকের গানটি কিন্তু আমার প্রিয় একটি গান। এই গানের সাথে যে কত স্মৃতি জড়িয়ে আছে আমার। যাই হোক মুগ্ধ করে দিলেন মিয়া ভাই। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গান কভার করার জন্য।

 2 years ago 

আপু, আমার গাওয়া গান শুনে আপনি মুগ্ধ হয়ে গেছেন, এর চেয়ে বড় প্রাপ্তি আমার আর কিছুই নেই। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।