গান কভার: মানুষ ভঝলে সোনার মানুষ হবি..

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১১ ই জানুয়ারি, শনিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।



কভার ফটো


1000160922.jpg



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে মানুষ ভজলে সোনার মানুষ হবি... গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। ফকির লালন শাহের প্রতিটি গানই আধ্যাত্মিক তাৎপর্যে ভরপুর। ফকির লালন সাহেব প্রতিটি গানের যথার্থ অর্থ খুঁজে পাওয়াটা অনেক দুষ্কর। বর্তমানে বিশ্বের অনেক দেশেই ফকির লালন শাহ এবং তার গানকে নিয়ে রিসার্চ করা হচ্ছে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে। তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য


  • গান:- মানুষ ভজলে সোনার মানুষ হবি।
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: লালন ফকির
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে
দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে
মানুষ গুরুর নিষ্ঠা হলে জানতে পারবি
মানুষ গুরুর নিষ্ঠা হলে জানতে পারবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষে মানুষ গাঁথা, গাছে যেমন আলেক-লতা
মানুষে মানুষ গাঁথা, গাছে যেমন আলেক-লতা
জেনে-শুনে মুড়াও মাথা, জাতে উঠবি
জেনে-শুনে মুড়াও মাথা, জাতে উঠবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ছাড়া মন রে আমার দেখ না সব শূন্যকার
মানুষ ছাড়া মন রে আমার দেখ না সব শূন্যকার
লালন বলে, "মানুষ আকার ভজলে ত্বরবি"
লালন বলে, "মানুষ আকার ভজলে ত্বরবি"
মানুষ ভজলে সোনার মানুষ হবি
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি।

সোর্স


এই গান নিয়ে আমার কিছু কথা



লালন ফকিরের প্রত্যেকটা গানই আধ্যাত্মিক মানবতাবতার গান তাই এই গানটি ব্যতিক্রম নয়। এই গানটিতে বলা হয়েছে মানুষকে ভজলে অথবা মানুষকে সাহায্য করলে একমাত্র সোনার মানুষ হওয়া যাবে। আমার কাছে মনে হয় এই গানে সোনার মানুষ বলতে একজন ভালো মানুষের কথা বোঝানো হয়েছে।



পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
তারিখ১১ ই জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ
লোকেশনখোকসা, কুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 3 months ago 
1000160923.jpg1000160927.jpg1000160924.jpg1000160925.jpg
 3 months ago 

ফকির লালন শাহের গান ফরিদা পারভীনের কন্ঠে নির্মিত মানুষ ভঝলে সোনার মানুষ হবি গানটির কভার আপনার কন্ঠে শুনতে পেরে ভীষণ ভালো লাগলো। কেননা আপনার কন্ঠের লালনগীতি সত্যিই ভীষণ সুন্দর হয়,একদম মুগ্ধ করে ফেলার মত। আপনার এই কভারটি ও খুবই মজা করে উপভোগ করলাম। সেই সাথে আপনার পরবর্তী লালন গীতি কভার শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম ভাই।

 2 months ago 

আমি সব সময় চেষ্টা করি বাউল সম্রাট ফকির লালন সাঁইজির গানগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রেরণা দেয়।

 3 months ago 

ভাই আপনি সব সময় আমাদের মাঝে আপনার দুর্দান্ত কণ্ঠ দিয়ে গান কভার করে থাকেন। আপনার মধুর কন্ঠে লালনগীতি শুনতে অনেক ভালো লাগে। আপনার কন্ঠে লালনগীতি খুব সুন্দর ফুটে ওঠে। আর তাই আপনার কন্ঠে লালন গীতি শুনলে মনে হয় আপনি একজন লালন শিল্পী। আশা করছি আপনার সুন্দর কন্ঠের সব সময় চর্চা করবেন।

 2 months ago (edited)

আমার গাওয়া লালনগীতি গানগুলো আপনার কাছে অনেক ভালো লাগে জানে খুশি হলাম আপু। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

আপনি ক্লাস ফাইভে লালনগীতি গেয়ে পুরস্কার পেয়েছেন জেনে খুশি হলাম। আপনার কণ্ঠে লালনগীতি শুনতে খুব ভালো লাগে। আপনি সবসময়ই খুব সুন্দর সুন্দর লালনগীতি গেয়ে থাকেন। আজকে আপনি ফরিদা পারভীন এর খুব সুন্দর লালনগীতি গেয়েছেন। লালনগীতি শুনতে আমার কাছেও অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।

 2 months ago 

আমিও আপনার মত লালন গীতি গান শুনতে অনেক বেশি পছন্দ করি। আর চেষ্টা করি লালন গীতি গানগুলো সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 3 months ago 

আপনার কন্ঠে লালন গীতি গান গুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভাইয়া। এর আগে আমি অনেকবার আপনার কন্ঠে লালন গীতি গান শুনেছি। আজকের গানটিও আমার কাছে খুবই ভালো লাগলো।

 2 months ago 

আপনি সব সময় লালন গীতি গানগুলো অনেক পছন্দ করেন জেনে খুব ভালো লাগলো ভাই। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 months ago 

আমার অত্যন্ত পছন্দের একটি গানের কভার আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আমার এ পছন্দের গানটি আপনার কন্ঠে শুনতে পেরে সত্যি আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করি আগামী দিনেও আপনার নিকট থেকে এরকম আরো সুন্দর সুন্দর গান আমি শুনতে পারবো।

 2 months ago 

অবশ্যই ভাই আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে লালন গীতি গান কভার আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 months ago 

ভাইয়া আপনার কণ্ঠে লালন গীতি শুনতে অনেক ভালো লাগে। তাইতো আপনার গান কভার দেখলে শোনতে মিস করি না। বেশ ভালো লাগলো গানটি। এভাবেই এগিয়ে যান। ধন্যবাদ আপনাকে সুন্দর গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

অবশ্যই আপু দোয়া রাখবেন যাতে এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে পারি। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 months ago 

আমি একজন লালন ভক্ত হিসেবে আপনার গাওয়া গান গুলো শুনতে বেশ ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি জনপ্রিয় লালনগীতি পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এই লালনগীতি শুনতে পেরে বেশ ভালো লাগলো। আপনি পুরো গান টি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছেন।

 2 months ago 

আপনি একজন লালন ভক্ত এটা জেনে খুবই ভালো লাগলো ভাই। লালন গীতি গান গুলো বাস্তবতার কথা বলে তাই তো এতো ভালো লাগে। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 3 months ago 

আপনার কভার করা গানগুলো শোনার মাধ্যমে অনেকগুলো লালন গীতি শোনা হয়েছে এই পর্যন্ত। এই লালন গীতি আগে কখনো শোনা হয়নি তবে আজকে শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আরও একটা লালন গীতি কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার কভার করা অনেকগুলো লালনগীতি গান শুনেছেন জেনে খুশি হলাম। সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর গান কভার করে থাকেন। আপনার কন্ঠে গানগুলো শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। প্রত্যেক সময়ের মতো আজকেও খুব সুন্দর একটা গানের কভার করেছেন আপনি। আপনার খালি গলায় পুরো গানটা শুনতে দারুন লেগেছে। সব সময় অপেক্ষায় থাকলাম সুন্দর সুন্দর গান শোনার জন্য।

 2 months ago 

আসলে আপু খালি গলায় গান গাওয়াটা বেশ কষ্টের। তারপরেও চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দরভাবে লালন গীতি গানগুলো উপস্থাপন করার জন্য। সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু।