স্বপ্নের মধ্যে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্খিত ঘটনা
আস্সালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, সম্মানিত এ্যাডমিন ও মডারেটরবৃন্দ, কেমন আছেন আপনারা? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পোষ্টের মাধ্যমে আমার ছেলের সাথে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্খিত বিষয় নিয়ে আলোচনা করিব। আশা করি আপনারা সবাই এটি উপভোগ করবেন । ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!
আমার একটি মাত্র ছেলে বয়স সেম্পেম্বর-১২ তারিখে ৬ বছর হল। এখনকার চেলে বলে কথা একটু বেশিই দুষ্টু হয়ে থাকে। বাড়িতে যতক্ষন থাকবে দুষ্টুমি করিতেই থাকবে। সকালে উঠেই বলবে কাটুন দেখবো, না দেখতে দিলেই জেদ শুরু হয়ে যাবে। একটু কাটুন দেখার পরে হাতমুখ ধুয়ে পড়তে বসতে বললেই মাথা ব্যাথা, পেট ব্যাথা শুরু হয়ে যাবে। তাহলে তাকে একটু রেস্ট নিতে বললেই কিছু সময় পরে সব ঠিক হয়ে যাবে। এবার আবার পড়তে বললেই বিভিন্ন অজুহাত শুরু হয়ে যাবে। সকালে খাওয়ার সময় হলেই বিভিন্ন খেলনা দিতে হবে, কাটুন দেখতে দিতে হবে তারপর গালে তুলে যদি কয়েকবার খাওয়ানো যাই। এরপর সারাদিন এভাবে দুষ্টুমির মধ্যে চলতেই থাকে।
সকালে মাদ্রাসাই যাওয়ার কথা বললে ঘুম যেন ভাঙ্গেই না। কত গল্প করতে হবে পাশে বসে গায়ে হাত বুলাতে হবে এরপর অনেক কষ্ট করে চোখটি খুলবে। এরপর কোলে করে টয়লেটে বসিয়ে দিয়ে আসতে হবে। সেখান থেকে আবার কোলে করে আবার নিয়ে আসতে হবে। সময় সল্পতার কারনে অনেক দিন না খেয়েই মাদ্রাসাই চলে যাই। মাদ্রাসাই অবশ্য শান্তভাবে লেখাপড়া করে কিন্তু ছুটির কথা শুনলেই দৌড়ে বাইরে চলে আসবে, পড়ল কিনা দেখার সময় নেই।
বৈরি আবহাওয়ার কারনে মাদ্রাসা কিছুদিন ছুটি ছিল বিধায় এ কয়দিন বাসায় ছিল। গতকাল রাত্রে একটু দেরিতে ঘুমাতে যাই এ জন্য সকালে একটু দেরিতে ওঠে। আমার স্ত্রী সকাল ৭ টার দিকে ওকে একবার ডাকার জন্য যাই গিয়ে দেখে ঘুমের মধ্যে কাকে যেন জোরে জোরে লাথি মারছে তখন আমার স্ত্রী মানে ওর আম্মু কিছু না শুনলেও যখন ঘুম থেকে ওঠে তখন বলে ঘুমের মধ্যে তুমি কাকে লাথি মারছিলি তখন ও বলে ঘুমের মধ্যে আব্বু মানে আমি নাকি ওকে দুষ্টুমির জন্য অনেক মারধর করছিলাম তাই ও রেগেগিয়ে আমাকে মারছিল। এ কথা শুনে দুই জনে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা।
আমি ঘুম থেকে ওঠার পরে ব্যাপারটি শোনার পরে আমিও হাসতে শুরু করিলাম। ছেলে বলে আব্বু আপনি আমাকে আজ ঘুমের মধ্যে অনেক মেরেছেন আজ তার প্রতিশোধ নিব। আমি বললাম আমি কখন মারলাম। ও বলে অনেক মেরেছেন এখন প্রতিশোধ নিব বলে কিছুটা ঠেলা ঠেলি করল এরপর ঠান্ডা হয়ে গেল। কিরে বাবা ছেলা মানুষ করা এত কঠিন ব্যাপার জানলে আগে বিয়েই করিতাম না। শুনেছি মেয়রা নাকি অনেক ঠান্ডা প্রকৃতির হয়। বাবাকে অনেক বেশি ভালবাসে। আর ছেলেরা মাকে বেশি ভালবাসে। তার দোয়া করি এবার যদি সন্তান নিই তাহলে যেন আমার একটি মেয়ে হয়।
আশা করি আজকের পোস্টটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরো নতুন ও আকর্ষণীয় পোস্ট নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত সাথেই থাকুন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি হয়তো সত্যি মেরেছেন তাইতো ছেলে এমন স্বপ্ন দেখেছে। স্বপ্ন কখনো সত্যি হয় না কারণ এগুলো শয়তান দেখায়। তবে কিছু কিছু স্বপ্ন থাকে যা সত্যি হয় আর সেই স্বপ্ন দেখার বেশ কিছু নিয়ম রয়েছে। যাই হোক আপনার ছেলের এমন স্বপ্নের কথা শুনে ভালো লাগলো। এটা ঠিক বলেছেন ছেলেরা মায়ের বক্ত আর মেয়েরা বাবার বক্ত হয়। আপনার জন্য দোয়া রইল যাতে পরবর্তীতে আপনার মেয়ে সন্তান হয়।
দুষ্টুমি করলে তো মাঝে মধ্যে একটু মার দিতেই হয়। তবে স্বপ্নের মধ্যে মারধর এর কথা শুনে আমি অনেক হাসি পেয়েছিলাম। সকালে আমি ওর পাশে গিয়ে দেখেছি, কিছু সময় স্বপ্নের মধ্যে হাসে আর কান্না করে যানিনা এমন কেন হয়। আমার পোষ্টটি পড়েছেন সুন্দর একটি মতামত এবং দোয়া করেছেন এ জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।