ধানের গাছ দিয়ে সাপের মাথা তৈরি ❤️

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।

PhotoCollage_1714997847702.jpg

এতোদিন প্রচন্ড গরম ছিলো মনে হতো বৃষ্টি হওয়া দরকার। সারাদেশে বৃষ্টি হয়েছে আমাদের এখানে বৃষ্টির দেখা নেই।বৃষ্টির দেখা নেই তাতে কি আকাশের মন ভালো নেই সে গোমরা মুখে বসে আছে। এদিকে সব ঘরে ঘরে ফসল এসেছে আর তাদের ভোগান্তির শেষ নেই।রোদের জন্য হাহাকার উঠেছে। সৃষ্টি কর্তা কি না পারে এতোদিন কাঠফাটা রোদে অস্তির সবাই বৃষ্টির জন্য হাহাকার। এখন সবাই প্রার্থনা করে একটু রোদ যদি উঠতো।
যাইহোক সৃষ্টিকর্তা সবার মনের আশা পূর্ণ করুক এই প্রত্যাশা করছি।
বাড়ির সামনে ধনের গাছ হাতে দাঁড়িয়ে ছিলো এক মেয়ে ওকে বল্লাম কি করবে ওসব সে বল্লো সাপ বানাবো। আমি বল্লাম আমার কাছে আনো আমাকে বলে দাও কি ভাবে বানাতে হবে।এরপর দুজনে মিলে একটি সাপের মুখ বানানো শুরু করলাম।সে বলে দিলো দেখিয়ে দিলো আমি বানালাম যখন ভুলে যাচ্ছিলাম সে দেখিয়ে দিয়েছিলো বানিয়ে।

IMG_20240428_114531.png

ধানের গাছ

IMG_20240506_145613.jpg

প্রথম ধাপ

প্রথমে ধানের গাছ নিয়েছি।

IMG_20240506_145613.jpg

দ্বিতীয় ধাপ

এখন কয়েকটা ধানের গাছ এভাবে একটার উপরে আর একটা নিয়েছি।

PhotoCollage_1714986887453.jpg

তৃতীয় ধাপ

এখন ধানের গাছ একটার ভীতর আর একটা দিয়ে এপাশ ওপাশের ভীতর দিয়ে নিয়েছি

PhotoCollage_1714987067431.jpg

চতুর্থ ধাপ

এভাবে একটার ভিতরে আর একটি ধানের গাছ দিয়ে দিয়ে সাপের মাথাটি বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1714997273527.jpg

পঞ্চম ধাপ

মাথাটি বানানো হয়ে গেছে এবার যে মাথার সাথে লাগানো অবশিষ্ট ধান গাছ গুলো ছিলো তা পেচিয়ে পেচিয়ে সাপের বডি বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1714997427233.jpg

শেষ ধাপ

IMG_20240506_181229.jpg

IMG_20240506_181307.jpg
এই ছিলো আমার আজকের আয়োজন ধানের গাছ দিয়ে তৈরি সাপের মাথা বানানো শেখা ও বানানোর পদ্ধতি ।সবুজ কালারের পংখীরাজ সাপের কালার এমনি হয়ে থাকে।
আজকের মতো এখানোই শেষ করছি। আবারও দেখা হবে অন্যকোম পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240416_180305.jpg

Sort:  
 last year 

আপু আজ আমাদের এখানেও বেশ মেঘলা ছিল। আবহাওয়াটা বেশ ভালো হয়েছে। যদিও সেরকম বৃষ্টি হয়নি ।যাইহোক আপনি আজ ধানের গাছ দিয়ে সাপের মাথা তৈরি করেছেন দেখতে সত্যি চমৎকার হয়েছে। ধানের গাছ দিয়ে এরকম সাপের মাথা তৈরি করা যায় এটি আমার জানা ছিল না ।মেয়েটির কাছ থেকে বেশ ভালই শিখেছেন দেখছি। সবুজ কালারের পঙ্খিরাজ সাপ দেখতে চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 last year 

হ্যাঁ আপু আমাদের এখানেও সারাদিন কয়েক দিন থেকে আকাশ মেঘলা।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আমি প্রতি বছর ছোট বাচ্চাদের কে ধান গাছ দিয়ে এরকম সুন্দর শাপের মাথা তৈরি করে দিয়ে থাকি।আপু আপনি আপনার বাসার নতুন ধান গাছের মাধ্যমে খুবই সুন্দর একটি শাপের মাথা তৈরি করেছেন। আপনার তৈরি শাপের মাথা টি অনেক বেশি ভালো লাগলো। এরকম শাপের মাথা দিয়ে ছোট বাচ্চাদের থেকে ভয় দেখানো যায়।

 last year 

হাহাহাহা এখন আর ছোট বাচ্চারা ভয় পায় না সাপকে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনার হাতের কাজের দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি কয়েকটা ধান গাছ ব্যবহার করে খুবই সুন্দর সাপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এটা দেখতে অনেকটাই সত্যি কারের সাপের মতোই হয়েছে।

 last year 

কেউ বৃষ্টি চায় কেউ রোদ চায় ইনশাআল্লাহ দুটাই দিবেন সৃষ্টিকর্তা। ধানের গাছ দিয়ে সাপের মাথা তৈরি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। ছোট বেলায় এধরনের খেলনা গুলো তৈরি করতাম। অনেক দিন পরে এধরনের পোস্ট দেখে শৈশবে ফিরে গিয়েছিলাম। ভালো লাগলো আপু। এধরনের কাজ গুলো সৃজনশীলতা বৃদ্ধি করে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য আমার পোস্টে।

 last year 

আপু আপনি তো ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন।এখন ধান কাঁটা হচ্ছে এই কাঁচা খড় দিয়ে আমরাও আগে সাপ বানাতাম।অনেকদিন পর খড় দিয়ে বানানো এই সাপ দেখলাম। ধন্যবাদ আপু ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য।

 last year 

ঠিক তাই এই ধান কাটার মৌসুমে এসব বানানো হয়।

 last year 

ধান গাছ দিয়ে সাপের মাথা তৈরি করেছেন। ছোটবেলায় এই সাপগুলো আমরাও তৈরি করতাম, তবে আমি তৈরি করতে পারতাম না। কিন্তু আমার বড় চাচাতো ভাই রয়েছে এসে খুবই সুন্দরভাবে এই সাপ তৈরি করত। সে এই সাপ তৈরি করে আমাদের দিতো। আমরা নিয়ে খেলাধুলা করতাম। আজকে আপনার এই পোস্টটি দেখতে পেয়ে সেই দিনের কথা মনে পড়ে গেল।

 last year 

ভালো লাগলো আমার এই পোস্ট টি দেখে আপনার শৈশবের কথা মনে পড়লো জেনে।

 last year 

মেয়েটির কাছে আপনিও কিন্তু বেশ ভালোভাবেই সাপ বানানো শিখেছেন। ধানের গাছগুলো দিয়ে এত সুন্দর করে একটি সাপ বানিয়েছেন দেখে ভালো লাগলো। এই ধরনের কাজগুলো করতে অনেকটা দক্ষতা লাগে। দারুন হয়েছে আপনার কাজটি।

 last year 

ঠিক বলেছেন আপু এসমস্ত কাজ করতে দক্ষতার প্রয়োজন হয়।

 last year 

আপনার পোস্টের মাধ্যমে আমরা শিখলাম কিভাবে সাধারণ ধানের গাছ দিয়ে একটি সুন্দর ও অর্থপূর্ণ শিল্পকর্ম তৈরি করা যায়। এই ধরনের পোস্ট সত্যিই অনন্য এবং প্রশংসনীয়। আপনার আগামী পোস্টগুলোর জন্য শুভ কামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করে উৎসাহ প্রদান করার জন্য।

 last year 

আপু আপনার ইউনিক আইডিয়ার প্রশংসা না করে থাকতে পারলাম না। আপনি ধানের গাছ দিয়ে খুব সুন্দর একটি সাপ বানিয়েছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক অরিগ্যামি শেয়ার করার জন্য পাওয়ার

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 last year 

আসলে আপু এখন ফসল উঠবে। এখন একটু রোদের দরকার আছে। না হলে ধানগুলো মাড়াই করে ঘরে তোলা যাবে না। ধানের গাছ দিয়ে সাপের মাথা টা দারুণ তৈরি করেছেন। ফাইনাল লুকটা দেখে মনে হচ্ছে একেবারে বাস্তব। দারুণ ছিল আপনার কাজটা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া ফসল এসেছে সেজন্য রোদের দরকার। সত্যি বাস্তব সাপের মতোই লাগে দেখতে।