সাপ আমাদের পরিবেশের জন্য কতটা উপকারী?
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ১৯ই এপ্রিল ২০২৫ ইং
প্রকৃতির প্রতিটি প্রাণীই কোনো না কোনোভাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। অনেকেই সাপকে শুধুই এক ভয়ঙ্কর ও বিপজ্জনক প্রাণী হিসেবে দেখে, অথচ বাস্তবতা ভিন্ন। সাপ প্রকৃতির এমন এক নিঃশব্দ রক্ষক, যার অবদান আমরা সচরাচর বুঝে উঠতে পারি না। এরা নিঃশব্দে কাজ করে চলে আমাদের চারপাশের বাস্তুতন্ত্রকে সঠিক রেখায় পরিচালিত রাখতে।সাপ মূলত অন্যান্য ছোট ছোট প্রাণী যেমন ইঁদুর, ব্যাঙ কিংবা ছোট পাখি খেয়ে থাকে। এই কারণে এদের উপস্থিতি কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ।
জমিতে ইঁদুরের উৎপাত যেমন ফসলের ক্ষতি করে, ঠিক তেমনি এই সাপই সেই ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণে রেখে কৃষিক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি রোধ করে। এতে করে কৃষকের উৎপাদন বাড়ে এবং রাসায়নিক বিষ প্রয়োগের প্রয়োজনও কমে যায়। একইভাবে সাপের উপস্থিতি পোকামাকড় বা রোগ বহনকারী প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণেও সহায়তা করে, যা আমাদের স্বাস্থ্য রক্ষায়ও পরোক্ষভাবে সহায়ক।পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সাপ প্রাণিসম্পদের খাদ্য চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ।
একদিকে যেমন সাপ অন্য প্রাণী শিকার করে খাদ্য গ্রহণ করে, তেমনি সাপও অনেক বড় প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এভাবেই এই প্রাণীটি খাদ্য চক্রে এক গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসেবে কাজ করেঅন্যদিকে, আধুনিক চিকিৎসাশাস্ত্রেও সাপের গুরুত্ব বাড়ছে। সাপের বিষ থেকে তৈরি হচ্ছে মূল্যবান ওষুধ, যা ব্যবহৃত হচ্ছে হার্ট অ্যাটাক, রক্তচাপ, এমনকি ক্যান্সারের চিকিৎসায়। গবেষণায় দেখা যাচ্ছে, সাপের বিষের নির্যাস অনেক জটিল রোগ প্রতিরোধে কার্যকর হতে পারে।
তবু দুঃখজনকভাবে, অজ্ঞতা ও ভীতির কারণে মানুষ অনেক সময় সাপকে দেখে মেরে ফেলে। এতে করে প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হয় এবং নিজেরাই ক্ষতির সম্মুখীন হই। আমাদের উচিত প্রকৃতিকে ভালোবাসা, তার প্রতিটি উপাদানকে সম্মান করা। কারণ প্রতিটি প্রাণীই পরিবেশের একটি অমূল্য অংশ, সাপও তার ব্যতিক্রম নয়। আমরা শুধু মাত্র সাপ কে দেখলেই ভয় পেয়ে থাকি। আসলে কোন ধরনের সাপ ইচ্ছাকৃত ভাবে আমাদের উপর কখনো আক্রমণ করার চেষ্টা করেন না।
আমাদের দেশের মধ্যে যেসব সাপ রয়েছে, সেগুলোর বেশিরভাগ গুলোই বিষ ছাড়া। তবে, দুই থেকে তিন ধরনের সাপ রয়েছে সেগুলো বিষধর।তবে প্রতিটি সাপ মানুষদের কে এড়িয়ে চলার চেষ্টা করে। আমাদের দেশের প্রতিটি সাপ আমাদের মানুষের জন্য খুবই উপকারী। কেননা এই সাপ গুলো আমাদের আবাদি জমির বিভিন্ন ধরনের পোকা মাকড় গুলো খেয়ে থাকে। এরফলে আবাদি জমি পোকা মাকড় থেকে মুক্ত পায়।এক কথায় বলতে পারি সাপ আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী একটি প্রাণী।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1913551429559849424?t=o-jK7y8YX7oKGKLHFcEYyg&s=19
https://x.com/Riyadx2P/status/1913551807953203700?t=o-jK7y8YX7oKGKLHFcEYyg&s=19
https://x.com/Riyadx2P/status/1913551974055690576?t=o-jK7y8YX7oKGKLHFcEYyg&s=19
Screenshot