শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা,
নিশ্চয়ই সুন্দর সময় কাটাচ্ছেন পরিবারের সবাইকে নিয়ে। আশা করি আপনাদের সবার দিনকাল বেশ ভাল যাচ্ছে? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। আশা করি বন্ধুরা আপনারা সবাই আমার আজকের ব্লগ পড়বেন এবং সুন্দর মতামতের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন। আবার হাজির হয়েছি বন্ধুরা নতুন একটি ব্লগ শেয়ার করতে। সারাদিন এতই খারাপ অবস্থা গেল এত অসুস্থ সত্যি কোন কাজ করতে ইচ্ছে করছে না। সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে আপনাদের সাথে পোস্ট লিখতে হাজির হয়ে গেছি। কি আর করবো বলেন শুয়ে থাকতে এত বেশি ভালো লাগে না। ভাবলাম আপনাদের সাথে একটু পোস্টের মাধ্যমে এংগেজ থাকতে পারলে হইতো ভালো লাগবে। সেই চিন্তা ভাবনা করে আমি আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছি।

এই আর্ট আমি করেছি গতকালকে। একটু করা বাকি ছিল সেই আর্ট আজকে করে আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি। শারীরিক এমন অসুস্থতা কিছু করতে ভালো লাগে না। আবার সারাদিন শুয়ে থাকতে ও ভালো লাগেনা। আসলে কোন কিছুই ভালো লাগে না একদম অস্থিরতা কাজ করছে। তারপরও চেষ্টা করি সময় সুযোগ পেলে আপনাদের সাথে ইউনিক কিছু তৈরি করে শেয়ার করে নেওয়ার। সবার সুন্দর সুন্দর পোস্ট গুলো দেখলে বেশ ভালো লাগে চেষ্টা করি সবার মত কিছু তৈরি করে নিতে। কারণ আমরা সবাই একজনের দেখাদেখি অনুপ্রাণিত হয়ে সবাই চেষ্টা করি কিছু করার। আমাদের কমিউনিটিতে সবাই এখন বেশ ভালো ভালো ডাই প্রজেক্ট তৈরি করে থাকেন। তাছাড়া খুব সুন্দর আর্ট শেয়ার করে থাকেন।

এই ধরনের ডাই প্রজেক্ট কিংবা আর্ট গুলো যখন আমরা দেখি খুবই ভালো লাগে। আগে তেমন কিছু করতে পারতাম না। এই কমিউনিটিতে এসে সবার থেকে দেখাদেখি বেশ কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি। যা আমাদের ব্লগিং ক্যারিয়ার এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই কৃতজ্ঞতা আসলে বলে শেষ করা যাবে না। আমি আজকের আর্ট কিভাবে তৈরি করেছি সেই ধাপসমূহ আপনাদের সাথে শেয়ার করে নিব। আশা করি বন্ধুরা সবার কাছে ভালো লাগবে–

আর্টের এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
সাদা খাতা।
পেন্সিল।
রাবার।
কম্পাস।

আর্টের এর ধাপ সমূ বিস্তারিতঃ-
প্রথম ধাপঃ
প্রথমে কম্পাসের সাহায্যে সাদা পেইজের উপরে একটি গোল বৃত্ত এঁকে নিলাম। যা আপনাদেরকে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করে নিয়েছি।


দ্বিতীয় ধাপঃ
আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃত্তের ভিতর আমি ফুল এঁকে নিলাম পেন্সিলের সাহায্যে। ফুলের কিছুটা অংশ এঁকে নেওয়ার পরে সেখানে আবার স্কেচ করে নিলাম।


তৃতীয় ধাপঃ
এখন দেখতে পাচ্ছেন বৃত্তের ভিতরে আমি আরো কিছু অংশ ফুল এঁকে নিয়েছি। যখন এঁকে নিচ্ছি সাথে সাথে আমি সেই অংশটুকু স্কেচ করে নেওয়ার চেষ্টা করছি।


চতুর্থ ধাপঃ
এভাবে ধাপে ধাপে পুরো আর্ট করে এবং পেন্সিল দিয়ে স্কেচ করে সম্পূর্ণ করে নিলাম।



পঞ্চম ধাপঃ
যখন পুরো আর্ট কমপ্লিট করা হয়ে যায় তখন পাশে আমার একটি সাইন দিয়ে দিলাম। এভাবে সম্পূর্ণ আর্ট করে নিয়েছি।


আর্টের উপস্থাপনা
যখন পুরো আর্ট কমপ্লিট হয়ে যায় তখন আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি আমার আজকের শেয়ার করা স্কেচ আর্ট আপনাদের দেখে ভালো লাগবে। আমি চেষ্টা করেছি খুব সুন্দর ভাবে তৈরি করে আপনাদের সাথে উপস্থাপন করার। এই আর্ট গুলো করতে একটু সময় দিয়ে করতে হয়। কিন্তু সুন্দরভাবে সময় দিয়ে করলে বেশ ভাল আউটপুট চলে আসে। স্কেচ আর্ট গুলো করতে আমার খুব ভালো লাগে। তাই সময় সুযোগ পেলে স্কেচ আর্ট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আজকের স্কেচ আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো মতামতের মাধ্যমে জানালে অনেক বেশি অনুপ্রাণিত হব। সবাইকে পোস্ট ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।



ডিভাইসের নাম | MI- Redmi Note |
মডেল | Redmi Note- 14 pro |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | বৃত্তের ভিতর স্কেচ আর্ট |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
@samhunnahar
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।


বৃত্তের ভেতরের ডিজাইন আর চারপাশের ডিজাইন খুবই সুন্দর হয়েছে আপু। পেন্সিল আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। আর এই আর্ট গুলো করতে গেলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। অনেক ভালো লাগলো দেখে।
আপনি ঠিক বলছেন আপু এই ধরনের আর্ট গুলো করতে বেশ দক্ষতা লাগে যদিও চেষ্টা করি প্রতিনিয়ত।
বৃত্তের ভিতর ফুলের স্কেচ আর্ট করেছেন। আপনি ফুলের মনমুগ্ধকর স্কেচ আর্ট করেছেন। আপনার আর্ট এর হাত অনেক ভালো। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে স্কেচ তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার পোষ্টের ধাপগুলো বিস্তারিত ভিজিট করার জন্য।
আপনার আর্ট সম্পর্কে জানাতে পেরে ভালো লাগলো! অসুস্থতার মধ্যেও আপনি ধৈর্য ধরে কাজ করেছেন, যা সত্যিই প্রশংসনীয়। স্কেচ আর্ট করার প্রতি আপনার ভালোবাসা এবং কমিউনিটি থেকে শেখার মানসিকতা অনুপ্রেরণাদায়ক। আপনার এই প্রচেষ্টা ভবিষ্যতে আরও দারুণ সৃষ্টি উপহার দেবে বলে বিশ্বাস করি। আপনার শেয়ার করা ধাপসমূহ গুলো দেখা অনেক ভালো লাগলো! ধন্যবাদ এতো সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য।
অনেক উৎসাহিত করলেন আপু সুন্দর মতামতের মাধ্যমে বেশ অনুপ্রাণিত হয়েছি অনেক ধন্যবাদ।
আপনার সুস্থতা কামনা করছি যেনো খুব দ্রুত আপনি আপনার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। অসুস্থতার মাঝেও চমৎকার একটি আর্ট শেয়ার করছেন। পোষ্টের ভেতরের প্রত্যেকটি ডিজাইন খুবই ভালো লাগলো। বিশেষ করে ড্যাড এবং মম লেখাটা দেখতে আরো দারুন দেখাচ্ছে। সব মিলিয়ে দুর্দান্ত একটি স্কেস ছিলো।
এই ধরনের আর্ট গুলো করতে ভীষণ ভালো লাগে অনুপ্রাণিত করলেন ধন্যবাদ।
https://x.com/heranahar148614/status/1893694010440450232?t=33RX-FwJnIkGwB8QdJENjQ&s=19
বৃত্তের ভেতর আপনি খুবই সুন্দর দেখতে ফুলের স্কেচ আর্ট করেছেন। আমার কাছে আপনার এই ফুলের স্কেচ আর্ট দেখতে অনেক বেশি ভালো লেগেছে। এরকম ভাবে কোনো কিছু করলে দেখতে অনেক সুন্দর লাগে। ফুলের ডিজাইন গুলো কিন্তু খুবই দারুণ ছিল। আশা করি সব সময় এরকম সুন্দর কাজগুলো শেয়ার করবেন।
সুন্দর মতামতের মাধ্যমে সহযোগিতা করলেন আপু খুব ভালো লাগলো।
আমার ডেইলি টাস্ক
বৃত্তের মধ্যে যেভাবে সুন্দর করে ফুলের ছবিগুলি এঁকেছেন তা সত্যিই বড় প্রশংসার যোগ্য। ছবিটির মধ্যে বাবা মায়ের প্রতি উৎসর্গ আছে দেখে আরো ভালো লাগলো। সব মিলিয়ে দারুণ সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করেছেন আপু।
পৃথিবীতে আমরা যে যায় করি না কেন দাদা কখনো মা-বাবার ঋণ আমরা শোধ করতে পারবোনা ধন্যবাদ আপনাকে।
এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে ফুলের স্কেচ আর্ট গুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে ফুলের স্কেচ আর্ট দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।
যেকোনো কাজের ক্ষেত্রে যখন সময় দিয়ে ধীর স্থির ভাবে করা যায় সেখানে সফলতা পাওয়া যায়।
বৃত্তের ভিতর খুব সুন্দর করে ফুলের স্কেচ আর্ট করেছেন আপু।আর্টটি দেখতে খুবই দারুণ হয়েছে। ফুল গুলো দেখতে খুবই চমৎকার লাগছে। আর্কের প্রতিটি ধাপ অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি আপু স্কেচ আর্ট শেয়ার করার। সুন্দর উৎসাহ দেওয়ার জন্য ভালো লাগলো।