সন্দেহ প্রবনতা

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো,

আমার বাংলা ব্লকবাসি বন্ধুরা, কেমন আছেন সবাই আশা করছি ভাল আছেন। আমিও সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। সন্দেহ বাতিক নিয়ে কিছু কথা।

IMG-20231117-WA0003.jpg
ইমেজ সোর্স

সন্দেহ এমন একটি জিনিস যা ব্যাক্তি জীবন কে তিলে তিলে শেষ করে দেয়।যে সন্দেহ রোগে আক্রান্ত এবং যে এর ভুক্তভোগী তারাই শুধু এর কষ্ট টা বুঝতে পারে।
সন্দেহকারি ব্যাক্তি কখনোই ভালো থাকতে পারে না এবং তার আশা পাশের কেউ ভালো থাকে না।আবার যে ব্যাক্তি এই সন্দেহের খপ্পরে পড়েছে সেও মানসিক অশান্তিতে ভোগেন।
সমাজে কিছু কিছু ব্যাক্তি আছে যাদের কাজেই অন্যকে নিয়ে সমালোচনা করা ও সন্দেহ করা।ধরুন কেউ একজন ফোনে কথা বলছে সেটা তার দরকারী কিংবা নিজের আপনজন কিন্তুু সন্দেহকারী ব্যাক্তি ভেবে নেয় সে কথা বলছে মানে প্রেম করছে।আবার হয়তো কেউ বসে বসে ফোনে গেম খেলছে কিংবা মজার কোন ভিডিও দেখছে এবং একটু মিটিমিটি হাসছে।সন্দেহকারি ব্যাক্তি ভাবছে নিশ্চই মেসেজে হাসাহাসি হচ্ছে। কি না কি লিখছে।আবার একটি ছেলে একটি মেয়ের সাথে দাড়িয়ে কথা বলছে হয়তো শুধুই বন্ধু তারা কিন্তুু আশেপাশের সন্দেহকারি ব্যাক্তি ভেবে নিচ্ছে নিশ্চই প্রেমলাপে মগ্ন তারা।আবার কোন মেয়ে তার বিশ্বস্ত বান্ধবীকে বলে দিলো অমুক ছেলেটি আমাকে পছন্দ করে অথচ তার সেই বিস্তত সন্দেহ প্রবল বান্ধবী বা বন্ধু সবাইকে বলে দিলো সে তো অমুকের সাথে প্রেম করে।আবার কারো সাথে ভালো ব্যাবহার করলে মনে করে কেন ভালো ব্যাবহার করছে নিশ্চই কোন কিন্তুু আছে।কেন সে আমার বাড়িতে আসলে নিশ্চই কোন কিন্তুু আছে।দুজন ব্যাক্তি কোন খোস গল্পে বা প্রয়োজনীয় গল্প করছেন সন্দেহকারী ব্যাক্তি ভেবে নেয় নিশ্চই কুটনামো করছে কারো সাথে।সন্দেহকারী ব্যাক্তির সাথে এমনো হয় যে তার হয়তো সখের জিনিস কিংবা মূল্যবান কোন জিনিস খুঁজে পাচ্ছে না তার নিজের হাতের নাগালে আছে হয়তো খুঁজলেই বেরিয়ে আসবে কিন্তুু এই অল্প সময়েই সে ভেবে নেয় আমার এই জিনিসটি কেউ চুরি করেছে।কারো সাথে হয় তো কোন দরকারি কারণে আপনার সখ্যতা গড়ে উঠেছে সেই ব্যাক্তির সাথে আপনার নির্ঘাত প্রেম গড়ে উঠেছে এটা রটিয়ে বেড়াবে এই সন্দেহকারি ব্যাক্তিরা।আসলে সন্দেহকারি ব্যাক্তি এক কথায় একটা ভয়ংকর ভাইরাস ।তারা নিজেকে ভালো রাখতে পারে না আশেপাশের কাউকে ভালো থাকতে দেয় না।তারা ভাবে না যে তাদের এই শুধু মাত্র সন্দেহ করে বলা কথাটি কতোটা গভীর ক্ষত সৃষ্টি করে হৃদয়ে। মন থেকে ওই ব্যাক্তিরা কোনদিন সন্মান পায় না,শ্রদ্ধা ভালোবাসা পায় না।আজ এপর্যন্তই আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



Sort:  
 last year 

এরকম লোক সমাজে কম বেশি থেকে থাকে। যাদের কাজ অল্পতেই না বুঝে কাউকে দোষারোপ করা বা সন্দেহ করে বিভিন্ন ধরনের কথাবার্তা লাগিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। এই ধরনের লোকদের কারণে নিজের সম্মানহানি হয় । তাই তাদের থেকে দূরে থাকা উচিত। আজকে আপনি সেই বিষয়ে দারুন কিছু উদাহরণ দিয়ে কথা বলেছেন খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ আমার পোস্ট টি পড়ে সুন্দর করে কমেন্ট করার জন্য।

 last year 

আপনি ঠিকই বলেছেন সন্দেহকারী ব্যক্তি সমাজ ও পরিবারের জন্য একজন ভাইরাস। সন্দেহকারী ব্যক্তি দ্বারা কোন ভালো কাজ আশা করা যায় না। এদের কাজ হলো যত প্রকারের ঝামেলা সৃষ্টি করে। তাই আমাদেরকে অবশ্যই এ ধরনের সন্দেহ করার মতো নেতিবাচক মন-মানসিকতা পরিহার করতে হবে।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া সন্দেহকারীদের কাছ থেকে কখনোই ভালো কিছু আশা করা যায় না। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।