মোবাইলের সিম কেনার অনুভূতি শেয়ার

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

IMG_20230520_172043_424.jpg



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গাংনী বাজার থেকে বাংলালিংক সিম ক্রয় করার বিশেষ অনুভূতি নিয়ে। আশা করি বিস্তারিত আলোচনা জুড়ে আপনারা পাশেই থাকবেন এবং সবকিছু দেখার ও জানার চেষ্টা করবেন। তাই চলুন আর দেরি না করে ফটোগ্রাফির পাশাপাশি বিস্তারিত আলোচনা শুরু করা যাক


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট



ফটোগ্রাফি সমূহ:



আপনারা সকলেই জানেন আমি আর মারুফ একদম ছোট কালের বন্ধু । তাই একে অপরের বিশেষ প্রয়োজন হাসি আনন্দ সহ কোথায় ঘুরতে যাওয়া এই সমস্ত কাজে একে অপরে একসাথে চলার চেষ্টা করে থাকি সময় সাপেক্ষে। গত শনিবারে সে আমাকে গাংনী বাজারে যাওয়ার কথা বলেছিল। অবশ্য আমার গাংনী বাজারে তেমন কোন প্রয়োজনে ছিল না। যেহেতু তার প্রয়োজন, সেটা আমারও প্রয়োজন। তাই সময় করে বিকাল টাইমে গাংনী বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম দুজনে। মারুফের মেন উদ্দেশ্য ছিল একটা মোবাইল ফোন কেনার। তবে চলতি পথে আমাকে বলেছিল একটা সিম কিনতে হবে রে। এ কথাটা আমার মাথায় ছিল। গাংনী পৌঁছানোর পরে হঠাৎ যেন ভুলে গেছিলাম। বাজারে এসে দেখি মানুষে পরিপূর্ণ। বিভিন্ন দিকে দৃষ্টি রাখতে যেন ভুলে গেছি সিম কেনার কথা।

IMG_20230520_172035_907.jpg
Photography device: Infinix hot 11s
Location



দুইজন একসাথে চলতে চলতে হঠাৎ কখন যেন আমি তার পিছু হয়ে গেছি কারণ একটি মোবাইলের দোকানে ঢুকেছিলাম আর সেখানে কখন জানি মারুফ মোবাইলের ঘর থেকে বের হয়ে এসে দাঁড়িয়ে পড়েছিল একটি বাংলালিংক সিম বিক্রেতার উপস্থিত দোকানে। পিছনে খুঁজতে খুঁজতে এসে তাকিয়ে দেখি মারুক সিম বিক্রেতা ছাতার নিচে মাথা দিয়ে কি জানি করছে। সরাসরি দেখে থাকি এভাবে অনেক সিম বিক্রেতা সিম বিক্রয় করে থাকে বিশেষ অফারের সময়। আমার মনে হল এটা কি কোন নতুন অফারের দোকান বসেছে আজ। বিস্তারিত জানার জন্য আমিও সেদিকে আগাতে থাকলাম।

IMG_20230520_172146_838.jpg

IMG_20230520_172149_226.jpg
Photography device: Infinix hot 11s
Location



যখন আমি মারুফকে স্মরণ করে ডাক দিয়েছিলাম। ওখানে কি করছিস? সে ছাতার নিচ থেকে খুব সুন্দর ভাবে আমার পানে তাকিয়ে বলছিল banglalink সিমের মেলা বসেছে এখন সিম কেনার উদ্দেশ্য ছিল এখান থেকে কিনে ফেলি তাহলে ভালো কিছু অফার পাব। আমিও যেন কেমন উৎসাহিত হয়ে সিম কেনার জন্য এগিয়ে এলাম।

IMG_20230520_172042_488.jpg

Photography device: Infinix hot 11s
Location



পাশে থাকা সাইনবোর্ড দেখে লক্ষ্য করলাম এই জায়গাটি বাংলালিংক সিমেরই জায়গা। বেশ কিছু লোক আসা যাওয়া করছে সিম কেনার জন্য। মারুফ আমাকে বলল এখান থেকেই একটা সিম কিনে নিয়ে যাব মোবাইল কি না পরে হয় হোক বা না হয় হোক। তখনই বুঝতে পারলাম এখনই সিম কেনার প্রয়োজন।

IMG_20230520_172159_520.jpg

IMG_20230520_172140_784.jpg

Photography device: Infinix hot 11s
Location



বাংলালিংক সিম বিক্রেতা দুই বান্ডেল সিম মারুফের সামনে দিয়ে বলল আপনার পছন্দমত বেঁচে বের করে নিন। এই মুহূর্তে লক্ষ্য করলাম সে খুব মনোযোগ সহকারে মোবাইলের সিম চয়েজ করছে। তবে সে সিম চয়েস করতে ব্যর্থ হল এবং আমি নিজেই তার সিম চয়েজ করে দিলাম।

IMG_20230520_172032_614.jpg

Photography device: Infinix hot 11s
Location



মারুফের যখন মোবাইলে সিম পছন্দ হয়ে গেল ঠিক তখন বায়োমেট্রিক্স পদ্ধতির মাধ্যমে আঙ্গুলের ছাপ এবং এনআইডি কার্ডের নম্বর নেয়ার মধ্য দিয়ে সিম বিক্রেতা কাজ সম্পন্ন করে দিল।পর্যায়ে মোবাইলের সিমটা হাতে নিয়ে একটি সেলফি উঠানোর চেষ্টা করলাম কিন্তু ডাইরেক্ট রোদ লাগার কারণে সিমের কিছুই দেখা করো না

IMG_20230520_172128_246.jpg

IMG_20230520_172548641_BURST0013.jpg
Photography device: Infinix hot 11s
Location



সিম কেনার শেষে দুইজন চেষ্টা করলাম একসাথে সেলফি তুলে সিম ক্রেতা ভাইয়ের কাছ থেকে বিদায় গ্রহণ করি। সিম বিক্রেতা ভাই খুব ভালো মানুষ সে খুব সুন্দর ভাবে আমাদের সাথে ব্যবহার করলে এবং কাজ সম্পন্ন করে দিল। সুন্দর এই মুহূর্তটাকে স্মৃতি আকারে ধরে রাখার জন্যই আজকের এই পোস্ট।
IMG_20230520_172057816_BURST0012.jpg
Photography device: Infinix hot 11s
Location


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

Sort:  
 2 years ago 

আপনাদের দুজনের সুন্দর এই মুহূর্ত সব সময় এই স্মৃতির পাতায় জমা হয়ে থাকবে। যখন ইচ্ছে হয় তখনই আপনি এই মুহূর্তটা দেখে সেই সময়ে কথা অনুভব করতে পারবেন। সিম কেনার খুব সুন্দর অনুভূতি ও মুহূর্ত শেয়ার করেছেন। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আসলে ভাইয়া বন্ধুদের এই মূহুর্ত স্মৃতির আকারে ধরে রাখার জন্য আপনি সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আর বাংলালিংক এর সিমের মেলা থেকে সিম কিনেছেন দেখে অনেক ভালো লাগল।আসলে মেলা থেকে সিম কিনা সুবিধা আছে। যাইহোক দুই বন্ধুর সেলফি দারুণ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপনি