"চুপ থাকতে শিখুন"
নমস্কার
চুপ থাকতে শিখুন:
বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আসলে অনেকদিন হলো শিক্ষনীয় বিষয় নিয়ে কিছুই লেখা হয়না।তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো--চুপ থাকতে শেখার অনুভূতি নিয়ে।যেটা মুখে বলা যতটা সহজ কিন্তু তার থেকে দ্বিগুণ কঠিন কাজে বাস্তবায়ন করা।তবে এটাই সবথেকে বড় হাতিয়ার হতে পারে দিনশেষে বিজয়ী হওয়ার জন্য।তবে এক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতে পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অনুভূতি প্রকাশ করছি।যাইহোক তো চলুন শুরু করা যাক----
চুপ থাকা অর্থাৎ যাকে আমরা থেমে যাওয়া,নির্বাক, নীরব,নিঃশব্দ ইত্যাদিভাবে বোঝাতে পারি।কিন্তু এই চুপ থাকা বা নীরব শব্দটি আমাদের জীবনে কখন আসে সেটা একটা প্রধান বিষয়।
জীবনে চলার পথে আমাদের হাজারো বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়।সব বাঁধা পেরিয়ে এগিয়ে যেতে হয় সামনের দিকে সেটা আমরা অনেকভাবেই করে থাকি,কখনো ভিন্ন রাস্তা দিয়ে তো কখনো সৎ কর্ম ও পরিশ্রমের দ্বারা আবার কখনো প্রতিবাদের ভাষা ব্যবহার করে।আর আমরা বাঙালি মানেই কথায় অতি পটু শুনতে অনেকটা তেতো হলেও দিনশেষে একটি কথা আমরা নিজেদের গায়ে ঘেঁষতেই নারাজ ।তার উপরে বাঙালি জাতি কথা প্রিয়,মিষ্ট ভাষী তাই একটু বাঁচাল স্বভাবেরও বটে।যদিও কিছুজন এর ব্যতিক্রম হয়ে থাকে।তার উপরে আধুনিক যুগে মানুষ এখন নীরব থাকতে একেবারেই পছন্দ করে না, সবাই এখন প্রতিবাদী মুখ হিসেবে নিজেকে প্রতিপন্ন হতে চায় আধুনিক যুগে।
কিন্তু কিছু সময় চুপ থাকতে হয়, কিছু পরিস্থিতি চুপ থাকার মাধ্যমে সামাল দিতে হয় সেটা একটা বড় কিংবা কঠিন প্রতিবাদ হতে পারে।বর্তমানে মানুষের মস্তিষ্ক এমনভাবে পরিচালিত হয়ে গেছে যে আমরা কেন নীরব ভাবে মুখ বুজে সব কিছু সহ্য করবো??? কেন অন্যায় কথা মেনে নেব??? তার দরুন একটি বাজে পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়, ছোট সমস্যা বড় হয়ে দাঁড়ায়।
কেউ আপনাকে কটু কথা বলছে --চুপ থাকুন।
কেউ আপনাকে অপমান ও অসম্মান করছে---চুপ থাকুন।
কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না--- চুপ থাকুন।
কেউ আপনাকে গালি দিচ্ছে কিংবা সমালোচনা করছে---চুপ থাকুন।
চুপ থাকার কথাটা মুখে বলা যতটা সহজ, তার থেকে দ্বিগুণ কঠিন কাজে বাস্তবায়ন করা।কারন নীরবতার থেকে কঠিন প্রতিশোধ আর কিছুই হয় না। তবে আমরা চেষ্টা করতেই পারি,শিখতে পারি।
কথায় বলে,,,,,পুড়তে----- পুড়তে---- মানুষ অনেক কিছু শেখে।তেমনি চুপ থাকতে-----থাকতে---- আপনি এমন এক মানুষ হয়ে উঠবেন যে সবথেকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা রাখবে।সবকিছুর উত্তর আপনার কাছে থাকবে।আপনি হয়ে উঠবেন একজন সফল ব্যক্তিত্বের মানুষ।চুপ থাকার হাতিয়ারকে কেন্দ্র করে দিনশেষে আপনিই হবেন বিজয়ী।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক---
https://x.com/green0156/status/1910134620248481979
https://x.com/green0156/status/1910137864299348147
https://x.com/green0156/status/1909770621396922814
https://x.com/green0156/status/1910139151766237659
https://x.com/green0156/status/1910140136009908314
https://x.com/green0156/status/1910141202210357505