চালুনিতে ফুল আর্ট ❤️
হ্যালো,
বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি চালুনে ফুল আর্ট করার পদ্ধতি।
আমার ভাইয়ের বিয়ে উপলক্ষে মাটির ঘট,চালুন,কুলা আমি নিজ হাতে অংকন করেছি।যদিও বা বাজারে এখন অংকন করা সব কিছুই পাওয়া যায় কিন্তুু আমার ভালো লাগে বিয়ের এই ধরনের জিনিসপত্র গুলো একটু নিজ হাতে অংকন করতে।
তাই আমি ভাইয়ের বিয়ের সব কিছু নিজ হাতে আর্ট করেছি ও ফটোগ্রাফি করেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে।
তো চলুন দেখা যাক কেমব করে চালুনটি আর্ট করলাম।
চালুনি |
---|
রং |
তুলি |
প্রথম ধাপ
প্রথমে আমি একটি বাঁশের তৈরি চালুনি নেব।
দ্বিতীয় ধাপ
এবার চালুনি টি সাদা সিলার দিয়ে সাদা কালার করে নিয়ে শুখানো পর্যন্ত অপেক্ষা করবো পরবর্তী রং করার জন্য।
তৃতীয় ধাপ
সাদা সিলার শুখিয়ে গেলে তার উপরে ইয়োলো অরেঞ্জ কালার করেছি ও আবারও শুখিয়ে যাওয়ার জন্য আধা ঘন্টা অপেক্ষা করেছি।
চতুর্থ ধাপ
এখন আমি চালুনির মাঝে একটি ফুল আর্ট করার জন্য লাল রং দিয়ে একটি টিপ বানিয়ে নিলাম।
পঞ্চম ধাপ
প্রথমে ভেবেছিলাম মাঝে একটি ছোট ফুল দেব তাই ছোটফুল আর্ট করেছিলাম পরে দেখলাম ভালো লাগলো না তাই পুরাটাই লাল রং দিয়ে বৃত্ত আর্ট করলাম ভরাট করে।বড়ো করে বৃত্তের সাইড দিয়ে পাতা গুলোও ভরাট করে নিলাম।
ষষ্ঠ ধাপ
এর পর ফুলের পাপড়ি গুলোর উপরে সবুজ কালার দিয়ে সুন্দর করে সৌন্দর্য বাড়ানোর জন্য ডাল বানিয়ে নিলাম ছোট ছোট।
সপ্তমধাপ
এই তো এবার চালুনির সাইড গুলো লাল রং করে দিলাম এবং একটি লতা তৈরি করলাম সাদা কালার দিয়ে।এরপর লতাপাতা তৈরি করে নিলাম।
অষ্টম ধাপ
আমার হঠাৎ মনে হলো যে লাল বৃত্ত না দিয়ে সাদা বৃত্ত দিলে ফুটবে বেশি তাই লাল বৃত্তটি সাদা বৃত্ত বানিয়ে দিলাম এবং সবুজ ছোট ডাল গুলোর মাথায় টিপ টিপ করে লাল রং দিয়ে সাজিয়ে দিলাম তাতে করে ফুলটির সৌন্দর্য অনেক অংশে বাড়িয়ে গেলো।
নবম
এভাবেই পুরাপুরি ভাবে তৈরি হয়ে গেলো আমার চালুনি আর্টটি।
এই ছিলো আমার ভাইয়ের বিয়ে উপলক্ষে চালুনি রং করাও ফুল আর্ট করার পদ্ধতি।কেমন লাগলো আপনাদের জানাবেন অবশ্যই। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | পেইন্টিং |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | গাইবান্ধা, বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
চালুনিতে দারুন ভাবে আপনি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। নিজের ভাইয়ের বিয়েতে এ সকল উপকরণে নিজ হাতে আর্ট করার কিন্তু মজাই আলাদা যতই বাজারে কিনতে পাওয়া যাক না কেন। আর্টটি চমৎকার লেগেছে আমার কাছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপনি নিজের হাতে আর্ট করার মজাই আলাদা।
অনেক সুন্দর একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি চালুনিতে চমৎকার একটি ফুলের চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। চালুনির উপরে অঙ্কন করা ফুলের পাপড়ির সুন্দর রং করে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করার জন্য।
ঠিকই বলেছেন আপু আজকাল সবকিছুই রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু নিজের হাতে করা জিনিসের সৌন্দর্য্য আলাদা । আর নিজের নিজের হাতে কোন কিছু তৈরি করে ব্যবহার করলে ভালো লাগে । আপনার চালনীর ডিজাইনটা কিন্তু ভালো লাগছে দেখতে ।
ঠিক বলেছেন নিজ হাতে কোন কিছু তৈরি করলে খুব ভালো লাগে।
চালুনিতে ফুল আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে। রং করে তারপর ফুল তৈরি করেছেন বাহ দারুন আইডিয়া ছিলো ।চমৎকার একটি ইউনিট পোস্ট উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পোস্ট টি ভালোক লাগার জন্য।
ওয়াও দিদি আপনার আজকের পোস্টটি বেশি ইউনিক হয়েছে সাধারণত এ ধরনের আর্ট পোস্ট আমার বাংলা ব্লগে দেখা যায় না। চালুনির উপরে বেশ সুন্দর করে আর্ট করে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো দিদি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য দিয়ে উৎসাহ প্রদান করার জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে চালুনিতে ফুল আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি চালুনিতে ফুল আর্ট দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই ধরনের আর্ট এর আগে আমার আপু তৈরি করত। তবে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় এই ধরনের আর তৈরি করতে হলে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জেনে ভালো লাগলো আপনার আপু তৈরি করতো।একদমই ঠিক বলেছেন অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন এই অংঙ্কনে।
ভাইয়ের বিয়ের উপলক্ষে নিজে চালনিতে খুব সুন্দর আর্ট করেছেন আপু। এরকম চালনিতে আর্ট করা আগে গ্রামের বাড়িতে বিয়েগুলোতে খুব দেখতাম। এখন তেমন একটা দেখা যায় না। আপনি কিন্তু খুব সুন্দর করে আর্ট করেছেন। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন ভালো লাগলো দেখে।
আমাদের গ্রামে এখনি প্রচলিত এই চালনির আর্ট বিয়ের জন্য। তবে বাসায় না বানিয়ে কিনে থাকেন সবাই কারণ অনেক ধৈর্য ও সময় লাগে।আমি আমার বিয়েতে করেছিলাম আর ভাই এর বিয়েতে করলাম ভালোলাগা থেকে।
আপনার এত সুন্দর একটা আইডিয়া দেখে ভালো লেগেছে আমার কাছে। অনেক সুন্দর করে আপনি চালুনিতে একটা ফুলের ডিজাইন অংকন করেছেন কালারফুল ভাবে। আপনার অংকন করা এই ফুলের ডিজাইন টা দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এটার মধ্যে এখন কোন কিছু রাখলে অনেক বেশি ভালো লাগবে। খুবই সুন্দর করে আপনি ফুলের ডিজাইনটা এঁকেছেন দেখে বুঝা যাচ্ছে।
বিয়ের চালুনিতে অনেক কিছু থাকে ভাইয়া আপনি ঠিক ধরেছেন কিছু রাখলে সুন্দর লাগে।আমার পোস্টি ভালো লেগেছে জন্য কৃতজ্ঞ আমি।
ভাইয়ের বিয়ে উপলক্ষে আপনি নিজ হাতে এই অঙ্কনগুলো করেছেন। আসলে যদিও এখন অঙ্কন করার এইজিনিসগুলো বাজারে পাওয়া যায়। তবে নিজ হাতে অঙ্কন করার মধ্যে অনেক ভালো লাগা কাজ করে। আপনার এই চিত্র অংকন দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করলেন।
ঠিক বলেছেন আপনি নিজ হাতে অঙ্কন করার মাধ্যমে ভালোলাগা কাজ করে।
ঠিক বলেছেন আপু বাজারের বর্তমানে রেডিমেড সবকিছুই পাওয়া যায় কিন্তু নিজের হাতে আঁকা জিনিস তারচেয়ে বেশি সুন্দর হয়। যার যার ইচ্ছে মতো সেখানে ডিজাইন করা যায়। আপনার ভাইয়ের বিয়ে উপলক্ষে চালনির উপরে খুব সুন্দর ফুলের ডিজাইন করেছেন। বিয়ের অনুষ্ঠানে এসব জিনিস বেশি দেখা যায়। আপনি খুব সুন্দর ডিজাইন করতে পারেন বুঝতে পেরেছি। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ফুলের ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু বিয়ের অনুষ্ঠানে এসব জিনিস বেশি দেখা যায়।মোটামুটি ডিজাইন করতে পারি আপু।ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।