ভিষন জ্বর মাথাব্যথায় ভুগছি🤕

in আমার বাংলা ব্লগ3 months ago

1000018282.jpg
সোর্স
"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সৌজন্যের খাতিরে ভালো আছি বলতে হয় তাই বলছি ভালো আছি। আসলে মোটেই ভালো নেই। হঠাৎ করে এভাবে এতটা অসুস্থ হয়ে পড়বো ভাবতেই পারিনি। ক'দিন ধরে বাসায় প্রচুর মেহমান। কেননা বাসায় একটা ছোট মিলাদের আয়োজন করেছি আমার কাছে আত্মীয়-স্বজন সবাই এসেছেন। যেহেতু শীতকাল ছিল তাই পিঠাপুলির ব্যবস্থা করেছিলাম। তাই সব আত্মীয়-স্বজনকে রাত থাকতে হয়েছিল বাসায়। আর সবার জন্য রান্না বান্না করতে ছোটাছুটি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছি।

আজ বিকেলে সব মেহমানরা চলে গিয়েছেন। দুপুরবেলা থেকে শরীরটা কেমন ম্যাচম্যাচ করছিল। এবং প্রচুর মাথা ব্যাথা করছিল। ভাবলাম হয়তো খাটাখাটনি গেছে তাই এমনটা হচ্ছে। তাই বিকেলে শুয়ে শুয়ে রেস্ট করছিলাম। এমন সময় কাপুনি উঠে যায় আমার।প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল। চোখ দুটো জ্বলে যাচ্ছিল মনে হচ্ছিল আগুন বের হচ্ছে চোখ দিয়ে। মাকে কাছে ডাকলাম। মা এসে বলল আমার প্রচুর জ্বর উঠেছে।

সাথে সাথে মা একটু ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিল।কোন ইচ্ছে ছিল না আজকে পোস্ট লিখতে বসবো।কিন্তু এটা যে কাজ একদিন কাজ না করলে পরের দিন কবে আলসেমি ধরে যায়। তাই কোনো মতে পোস্ট টি লিখে ঘুমিয়ে পড়বো। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা সৃষ্টিকর্তার কত বড় নেয়ামত। অসুস্থ হয়ে পড়েছি খুব বেশি খারাপ লাগছে না খারাপ লাগছে বাচ্চার কথা ভেবে। কারন আমি যখন অসুস্থ হই তখন বাবুর দিকে খুব বেশি খেয়াল রাখতে পারি না যদিও এখন মা এবং ছোট বোন আছেন তাছাড়া আপনাদের ভাইয়া ও খুবই সাপোর্টিভ।

ওষুধ খেয়েছি এখন সামান্য একটুও জোর নিয়ন্ত্রণ এসেছে তবে প্রচুর পরিমাণে মাথা ব্যাথা এবং শরীর ব্যথায় ভুগছি। সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

বেশ কয়েকটা দিন ধরে আমাদের ফ্যামিলিতে ঠিক একই অবস্থা চলছে আপু। প্রচন্ড সর্দি কাশি জ্বর লেগে রয়েছে সারা বাড়ি জুড়ে। গত পরশুদিন তো আমার খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল। তবে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো রয়েছি। কাজ করার প্রতি তেমন একটা ইচ্ছে যেন পাচ্ছি না খুঁজে। যাই হোক আপনার সুস্থতা কামনা করি।

 3 months ago 

এখন কেন জানি সবাই অসুস্থ হয়ে পড়ছে। হয়তোবা আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণেই এমনটা হচ্ছে। আপনার পরিবারের সকলের সুস্থতা কামনা করছি।

 3 months ago 

আপনার সুস্থতা কামনা করছি আপু। আসলে অসুখের কথা কি আর বলব আমি অনেক দিন যাবত অসুস্থ। আজকাল প্রায় মানুষের কাছ থেকে মাথা ব্যথার অসুস্থতা শোনা যাচ্ছে। তবে দোয়া করি খুব দ্রুত যেন সুস্থ হয়ে ওঠেন।

 3 months ago 

প্রচুর লেভেলের মাথাব্যথা যেটা সহ্য করার মতো নয়। মনে হয় কান্না করে ফেলি যখন মাথা ব্যাথা উঠে।অনেকবার ডাক্তার দেখিয়েছে কিন্তু এই সমস্যা সমাধান করতে পারিনি।

 3 months ago 

আজ কিছুটা দিন ধরে আমারও ঠিক একই অবস্থা। সর্দি কাশি জ্বর যেন পিছু ছাড়ছে না। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে যেন নিজেকে খাপখেয়ে চলতে না পারাই এমন অবস্থা। তবে সবকিছুর মাঝে আরো সাবধান হতে হবে।

 3 months ago 

হ্যাঁ আপু আশেপাশে দেখছি অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। আপনারও অসুস্থতা কামনা করছি আপু।

 3 months ago 

আপু প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। আপনার শরীর এতটা খারাপ এটা শুনেই তো খারাপ লাগছে। অসুস্থ হলে একেবারেই ভালো লাগেনা। আর অসুস্থ হওয়ার পরই আমরা বুঝি সুস্থতা কত বড় নেয়ামত আল্লাহর দেওয়া। দোয়া করি আপু যেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। যেহেতু এখন আপনার আম্মু আর বোন আছে, আশা করি বাবুকে নিয়ে ততো ঝামেলা হবে না।

 3 months ago 

হ্যাঁ ভাইয়া আম্মু আছে ছোট বোন আছে তাই খুব একটা ঝামেলা হচ্ছে না। তাছাড়া একা থাকলে অবস্থা খারাপ হয়ে যেত আরো।

 3 months ago 

আপু আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।এমনিতেই শীতের সময় তার উপর মিলাদ মাহফিলের আয়োজন করেছেন এতে বেশ খানিকটা ধকল গেছে শরীরের উপর দিয়ে।আশাকরি একটু রেস্টে থাকলেই সুস্থ হয়ে যাবেন।আর মাথা ব্যথা কমাতে ঘুম ভীষণ জরুরী।সুন্দর একটি ঘুম দিন ইনশা আল্লাহ মাথা ব্যথা ও সেরে যাবে।

 3 months ago 

এত চাপে ছিলাম যে অসুস্থ হয়ে পড়েছি। তারপর আবার আবহাওয়া চেঞ্জ।আমারও মনে হয় একটু ঘুম দিলে সব ঠিক হয়ে যাবে।

 3 months ago 

আপনার অসুস্থতার কথা শুনেই তো অনেক খারাপ লাগলো আপু। দোয়া করি যেন আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠতে পারেন। অনেক ছোট ছুটির মধ্যে সময় কেটেছিল। যার কারণে আপনার শরীর এতটা অসুস্থ হয়ে গিয়েছে। ভালোভাবে নিজের শরীরের যত্ন নেওয়ার জন্য চেষ্টা করবেন। আশা করি যত্ন নিলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।

 3 months ago 

দোয়া রাখবেন আপু যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। ধন্যবাদ।

 3 months ago 

সাবধানে থাকুন। এই সময়টা প্রচুর পরিমাণে শরীর খারাপ হচ্ছে। আপনিও আবহাওয়া পরিবর্তনের কারণে সেই অসুস্থতার শিকার হয়েছেন। তবে খুব শীঘ্র আপনি সুস্থ হয়ে উঠবেন এই কামনা করি। সুস্থ হলে আবার মনের জোর ফিরে পাবেন এবং সমস্ত কাজ করতে ইচ্ছা করবে।

 3 months ago 

অসুস্থ হলে কোনো কিছুই ভালো লাগে না। খুব কষ্ট হচ্ছে কাজ করতে। তারপরও চেষ্টা করছি ধারাবাহিকতা বজায় রাখার জন্য। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

আপনাদের বাসায় তো বেশ কয়েকদিন ধরে আত্মীয় স্বজন রয়েছে। সেজন্য বেশ ভালোই পরিশ্রম হয়েছে আপনার। তই মনে হয় অসুস্থ হয়ে গিয়েছেন। যাইহোক আপনার দ্রুত সুস্থতা কামনা করছি আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।