চিকলি ওয়াটার পার্কে যাওয়ার স্মৃতিচারণ 🥰

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো রংপুরের ওয়াটার পার্ক চিকলিতে ঘুরতে যাওয়ার অনুভুতি ও স্মৃতিচারণ একটি পোস্ট ।আশা করছি আপনাদের ভালো লাগবে।
গত বছর ও ঠিক এ বছরের মতোই কনকনে ঠান্ডা পড়েছিলো।তো আমার দেবেরে ছোট ছেলের জন্মদিনে উপলক্ষ্যে আমরা গিয়েছিলাম রংপুরে। আমি ও @bristychaki। রংপুরে গিয়ে চার পাঁচ দিন রংপুরে ছিলাম ঘোরাঘুরি করার উদ্দেশ্যে।এতোই ঠান্ডা ছিলো যে তেমন ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়নি তবুও বাচ্চাদের কে নিয়ে একদিন ঘুরতে গিয়েছিলাম চিকলি ওয়াটার পার্কে।সন্ধ্যায় আমরা গিয়েছিলাম।প্রথমে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম আমরা বিশাল এলাকা জুড়ে পার্ক।চারিপাশে নজর কারা সব কিছু। বাচ্চারা তো পাগল হয়ে গেছে কোথায় উঠবে আর না উঠবে।

IMG_20240113_185950.jpg

এই তো সুন্দর একটি সিংহাসন তবে আমার মনে হচ্ছে কোন রাজার সিংহাসন নয় এটি এটি একটি কোন অসুর রাজের সিংহাসন 😛।যারেই হোক না কেন সিংহাসন টি কিন্তুু দারুণ। শুধু মজা করার জন্যই বল্লাম। সিংহাসন টিতে বাচ্চারা মজা করে এই সিংহাসনে বসেছে এবং নানান রকম ভাবে ফটোগ্রাফি করেছে। আমার মেয়ে তো মহারানীর মতো করে বসে অনেক প্রকাশ ফটোগ্রাফি করেছিলো।

IMG_20240113_190306.jpg

বেশি ভাগেই ভিডিও করেছিলাম জন্য অনেক কিছু শেয়ার করতে পারলাম না।বাচ্চারা নাগর দোলা ও অন্যন্য অনেক কিছুতে উঠে ইনজয় করেছিলো।
এবার ঘুরতে ঘরতে চলে গিয়েছিলাম ঝড়নার ধারে।ঝড়ানার সামনে বেশ কিছু সময় ঝড়নার সৌন্দর্য উপভোগ করেছিলাম।বাচ্চারা সবাই ফটোগ্রাফি করে করে দৌড়ঝাঁপ করে উপভোগ করছিলো।

IMG_20240113_192250.jpg

ঝড়ার পাশে কিছু সময় মজা করে অতিবাহিত হওয়ার পর আমরা গেলাম পোড়া চা খেতে।ঠান্ডায় একদম জমে গেছিলাম বলতে গেলে তাই নিজেকে একটু গরম করতে চায়ে কোন বিকল্প নেই তাই চা খেয়ে নিলাম সবাই মিলে। এই তো আমদের পোড়া চা তৈরি করছেন ভাইয়াটি।

IMG_20240113_234756.jpg

মাটির কাপ মানে মাটির ওয়ান টাইম খুঁটিতে করে চা
দিলো আমাদের সবাইকে বেশ মজাদার ছিলো চা টি।

IMG_20240113_235119.jpg

চা খেয়েছিলাম বের হওয়ার গেটের সামনেই প্রায়।এরপর আমরা গেটের বাইরে এসে একটি ফুচকার দোকানে গেলাম বাচ্চারা ফুচকা খাবে নাই।ভিতরে গিয়ে আমার দেবেরে দুষ্ট মিষ্টি বাবুটার সাথে সেলফি তুলে নিলাম কয়েকটি।সে তো কিছুতেই ছবি তুলতে প্রস্তুত নয়।অনেক চেষ্টায় এরকম কয়টি ফটোগ্রাফি করলাম নিজের সাথে দুষ্ট বাবুটার।

IMG_20240113_234720.jpg

এভাবেই সারাটি বিকেল থেকে রাত আটটা,নয়টা অবদি সুন্দর করে কাটিয়েছিলাম সময় গুলো।আসলে ঘুরাঘুরি করতে ভালোই লাগে।বাচ্চাদেরকে কোথাও নিয়ে গেলে কি যে মজা পায় তা ভাষায় প্রকাশ করার মতো নয়।সবাই ভীষণ মজা করছিলো আর আমরা তা উপভোগ করেছিলাম।মাঝে মাঝে একটু মনের খোরাক হিসেবে নিজেকেও বাচ্চাদের কে এরকম সুন্দর পরিবেশের সাথে বিলিয়ে দেয়া ভীষণ দরকার। আজ এপর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, বাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



Sort:  
 2 years ago 

বাচ্ছাকাচ্চাদের নিয়ে চিকলি ওয়াটারপাকে ঘুরাঘুরি নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু। পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। যখন ওয়াটারপার্ক হয়নি, তখন একবার চিকলির বিলে গিয়েছিলাম। বানিজ্যিক ভাবে পার্ক শুরু হওয়ার পর যাওয়া হয়নি। এর পর রংপুরে গেলে যাওয়ার ইচ্ছে আছে। ছবি গুলো সুন্দর হয়েছে। শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

রংপুর আসলে একবার চিকলি ওয়াটার পার্ক ঘুরিয়েন বেশ ভালো লাগবে।ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।

 2 years ago 

আপনি খুবই সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন। রংপুর চিকলি ওয়াটার পার্কে প্রায় ৬ মাস আগে গেছিলাম। খুবই সুন্দর একটা জায়গা। আপনি যেগুলো জায়গার ফটোগ্রাফি করছেন সব গুলো জায়গায় আমি ভ্রমণ করছি।যাইহোক বাচ্চাদের নিয়ে খুবই সুন্দর ভ্রমণ করছেন।তবে এখন ঠান্ডার কারণে কোথাও ভ্রমণ করা যাচ্ছে না।ধন্যবাদ আপু পোস্ট টি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

৬মাস আগে এসে ছিলে চিকলি ওয়াটার পার্কে জেনে ভালো লাগলো।আমার ফোনে ভিডিওগ্রাফি বেশি করাতে ফটোগ্রাফি বেশি নাই ভাইয়া তাই আরো সুন্দর সুন্দর জায়গার ফটোগ্রাফি দিতে পারিনি।ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 2 years ago 

চিকলি ওয়াটার পার্কে ঘোরাঘুরির অনূভুতি
বৃষ্টি চাকি বৌদির কাছ থেকে শুনেছিলাম। আপনি সেই স্মৃতিচারণ শেয়ার করেছেন। বাচ্চারা বাহিরে ঘুরতে গেলে অনেক খুশি হয় আপু। ধন্যবাদ চিকলি ওয়াটার পার্কে ঘোরাঘুরি মুহূর্তের সৃতিচারণ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।