হঠাৎ ইয়ানের অসুস্থতা।

in আমার বাংলা ব্লগ3 months ago
হঠাৎ ইয়ানের অসুস্থতা

Colorful Lined Illustrations Childcare Hygiene Posters_20250228_004219_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

আজকের দিনটা শুরু হয়েছিল অফিসের বেশ কিছু কাজের চাপ নিয়ে। যাইহোক দিনের শুরুটা তেমন ভালো ছিল না, হঠাৎ করে দুপুরে দিকে আমার স্ত্রী ফোন দিয়ে জানায় ইয়ান পাতলা পায়খানা এবং বোমি করছে। তখন সত্যিই আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পরি। সাথে সাথে সত্যিই মাথায় আসছিলো না কি করবো। সহকর্মীকে ব্যাপারটা জানানোর পর তিনি দ্রুত বাসায় যেতে বললেন।

আমি বাসায় ফিরে আমার স্ত্রীর সাথে কথা বলে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। যখন আমার ছেলে আবারো বোমি এবং পাতলা পায়খানা শুরু করেছে তখন বসে না থেকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলাম। তিনি সবকিছু শুনে দ্রুত কিছু ঔষধ লিখে দিলেন।

সবথেকে বড় সমস্যা হলো সে কোনভাবেই খাবার মুখে তুলছে না, আর এদিকে বোমি আর পায়খানা করেই চলছে। যাইহোক এরপর সন্ধ্যায় চিকিৎসকের শরনাপন্ন হলাম। তিনি পরীক্ষা নিরীক্ষা করে বেশ কিছু ঔষধ দিয়েছেন। সবথেকে বড় সমস্যা হলো সে কোন খাবার খাচ্ছে না। যাইহোক আমি অনেকটাই জোর করে সামান্য খাবার খাওয়াতে সক্ষম হয়েছি।
এখন সে আগের থেকে একটু ভালো আছে। সবার দোয়া কামনা করছি। 🙏

Sort:  
 3 months ago 

বাচ্চাদের অসুস্থতায় মা-বাবার দুশ্চিন্তার শেষ নেই।ইয়ানের দ্রুত সুস্থতা কামনা করছি। দেরি না করে ডাক্তারের কাছে নিয়েছেন এতে করে ভালো হয়েছে।নয়ত আরো দুর্বল হয়ে যেতো। কিছু না খেতে পারলে তো আরো বেশী সমস্যা। দোয়া করি সুস্থ হয়ে উঠবে।

 3 months ago 

বাচ্চারা অসুস্থ হলে ভীষণ খারাপ লাগে। ইয়ান বাবু দুরত্ব সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। বর্তমান সময়ে ছোটরা একটু বেশি অসুস্থ হয়ে পরতেছে। ইয়ান বাবুর খেয়াল রাখুন। শুভ কামনা রইল ❣️

 2 months ago 

খাবার খাচ্ছে না এটা সত্যি বড় একটা সমস্যা। খাবার না খেলে ওর শরীরে কোন ঔষধ কাজই করবে না। আপনার ছেলের জন্য শুভকামনা। আশাকরি খুব দ্রুত সুস্থ্য হয়ে যাবে।