মায়া একটি অন্য রকমের অনুভূতির নাম

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন না কেন বেশ ভালোই আছেন। ভালো বা মন্দ যেমনই থাকি না কেন পৃথিবীতে চলে যেতে হচ্ছে আমাদের কে। যদিও দিনের পর দিন পৃথিবী তার রূপ পরিবর্তন করছে , আর সেই সাথে পরিবর্তন হচ্ছে মানুষের জীবন।মানুষ এক জায়গায় থেমে থাকে পারনা ।তাকে প্রতিনিয়ত ভাগ্যের পরিহাসের কাছে মাথা নত করে এগিয়ে যেতে হয় প্রতিটি মানুষ কে।কারন জীবন থেমে থাকার নয়। জীবন চলছে তার নিজের গতিতে। সময়ের সাথে তাল মিলিয়ে।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। ব্যস্ততার মাঝেও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে যুক্ত থাকার। আর নিজের একটিভিটিস ধরে রাখার। কারন দিন শেষে তো নিজের কাজের হিসাব নিজেকেই করতে হবে। প্রতিদিনের মত করে আজও চলে আসলাম নিজের একটি লেখা শেয়ার করার জন্য। হয়েতো আমি আপনাদের মত এত ক্রেয়েটিভ মানুষ নয়। তবুও নিজের যতটুকু মেধা আছে তাই নিয়েই এগিয়ে যেতে চাই। যদি আপনাদের দোয়া পাই।

girl-3421489_1280.jpg

Source

মায়া একটি অন্য রকমের অনুভূতির নাম

মায়া বেশ কঠিন একটি শব্দ। যাকে ধরা বা ছোঁয়া যায় না। কেবল অনুভব করা যায়। কেবল অনুভূতি দিয়ে বুঝে নেওয়া যায়। আর এই মায়ার জন্যই কিন্তু পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে হাজারও ঘটনা। কারন মায়ার বাধঁন যে অন্য রকমের বাধঁন। যাকে কিনা ছাড়া যায় না সহজে। মায়ার জন্য সন্তান কে সেই পেটে ধরার পর হতেই একজন মায়ের জীবন বদলে যায়। বদলে যায় তার পৃথিবীটাও । নতুন করে একজন মা তখন বাচঁতে শিখে। পৃথিবীকে যেন তার কাছে নতুন মনে হয়। কারন ঐ যে মায়া। মায়াই কিন্তু তাকে সব করতে শিখিয়েছে। কারন এই মায়া এমন এক অনুভূতির নাম যাকে কখনও কেউ দূরে ঠেলে দিতে পারেনি আর পারবেও না।

মায়া হলো প্রিয়ার প্রতি প্রিয় মানুষের এমন এক অনুভূতি যে অনুভূতি কখনও মুখে বলে বোঝানো যায় না। শুধু মাত্র অনুভব করা যায়। অনুভব করা যায় এর বিশালতা। অনুভব করা যায় এর চাহিদা। আর অনুভব করা যায় হৃদয়ের টান। মায়ার টানেই একজন অচেনা মানুষের জন্য অন্য একজন অচেনা মানুষ কত কিছুই না করতে পারে। মায়ার টানে প্রিয় মানুষের জন্য জীবন দিতে পারে অনায়াসে। আর মায়ার টানেই প্রিয় মানুষের হাত হাত রেখে, অথবা প্রিয় মানুষের বুকে মাথা রেখে শুধু মাত্র ভালোবাসার জন্য কাটিয়ে দিতে পারে দুটো মানুষ অনন্তকাল।গড়ে তুলতে পারে সুন্দর আর মনের মত একটি নিজস্ব পৃথিবী। যেখানে কেবল অনন্তকাল তাদের ভালোবাসাই রয়ে যায়।

মায়ার কারনে বন্ধুর জন্য বন্ধু করতে পারে অনেক কিছু। মায়ার কারনে ভাই বোনের বন্ধন হয়ে উঠে মধুময়। আর মায়ার কারনে পরিবারের মাঝে গড়ে উঠে ভালোবাসার এক নতুন বন্ধন। যেখান থেকে কেউ কাউকে ছেড়ে যেতে পারে না। পারে না নিজেকে একাকিত্বের মাঝে ঠেলে দিতে। কারন মায়া যে এক অবিচ্ছেদ্যের হাতিয়ার। আর এই হাতিয়ার না থাকলে কবে যে পৃথিবী ধ্বংস হয়ে যেত। সেটা বলে কি আর বুঝানো যাবে। তাই তো আমার মনে হয় মায়া এক অন্য রকমের অনুভূতির নাম। মায়া হলো উপর ওয়ালা প্রদত্ত এক রহমনের নাম। যা হয়তো সবার মাঝে থাকে না। হয়তো বা সকল মানুষ আবার মায়ার ভার গ্রহণ করতে পারে না। তাই আমার কাছে মায়া জিনিস টাকে বেশ মূল্যবানই মনে হয়।

image.png

শেষ কথা

জানিনা কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের পোস্ট। তবে ভালো লাগলে আমার ও ভালো লাগবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।

image.png

ধন্যবাদ সকলকে

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

image.png

Sort:  
 last year 

মনের মায়া বেশ কঠিন একটা জিনিস। আমি মনে করি যার মনে যত বেশি মায়া রয়েছে তার জীবনে তত বেশি কষ্ট রয়েছে। কারণ এই মায়াটা অতিক্রম করা বিশেষ কোন কারণে মায়া ত্যাগ করতে হলে অনেক কষ্ট পেতে হয়। যাহোক এই বিষয় নিয়ে সুন্দর পোস্ট করেছেন,বেশ ভালো লাগলো পড়ে।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

মায়া জিনিসটাই এমন। এক অপরের প্রতি যখন মায়া কাজ করে, এটা আমরা আমাদের অনুভূতি থেকেই বুঝতে পারি। মায়া জিনিসটা আসলেই অনেক বেশি মূল্যবান। এই মায়া জিনিসটা সবার মাঝে থাকে না। দেখা যায় যাদের মাঝে থাকে তাদেরকে একসময় এই মায়া ত্যাগ করা লাগে। মায়া যেমন অনেক সুন্দর একটা বিষয়, তেমনই এটা এক মুহূর্তে আমাদেরকে অনেক কষ্ট দেয়। কারণ একটা মানুষের প্রতি বেশি মায়া দেখালে দেখা যায় সেই মানুষটা আমাদেরকে কষ্ট দিয়ে চলে যায়। তখন অনেক কষ্ট হয়।

 last year 

জীবন টাই বিচিত্র। ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

কথাগুলো একেবারে ঠিক বলেছেন আপু। সত্যি মায়া খুবই খারাপ জিনিস। কোন মানুষ অথবা অন্য কোন কিছুর উপরে যদি মায়া পড়ে যায় সেটার ভোগান্তি বেশ ভালোরকম হয়। মায়া কখনোই কাটিয়ে উঠা যায় না। বেশ সুন্দর লিখেছেন আপনি।

 last year 

সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আসলে ভাইয়া মায়া সত্যিই অদ্ভুত একটা জিনিস, মায়ার কারণেই মানুষ বেঁচে রয়েছে আর এই মায়ার জন্যই একজন মা এবং একজন সন্তান অদ্ভুতভাবে আবদ্ধ থাকে। সত্যি এই মায়ার জন্যই আমরা এত সুন্দর এবং আমাদের সম্পর্ক এত সুন্দর। অনেক কিছু শিখতে পারলাম আপনি পোস্ট থেকে ধন্যবাদ।

 last year 

খুবই মূল্যবান একটি মন্তব্য করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।