ফটোগ্রাফিঃ- আমার পছন্দের কিছু শোপিসের ফটোগ্রাফি।
সবাই কেমন আছেন?
প্রিয় আমার বাংলা ব্লগ পরিবারের সকল ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন? আমিও ভালো আছি বন্ধুরা আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। আমি আবার উপস্থিত হয়েছি আজকের নতুন একটি পোস্ট নিয়ে। প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু শেয়ার করার এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার। আমার বাংলা ব্লগ কমিউনিটি এমন একটি কমিউনিটি এখানে সব সময় ক্রিয়েটিভিটি গুলোকে অনেক বেশি মূল্যায়ন করা হয়। তাই আমরা সব সময় চেষ্টা করি নিজেদের ক্রিয়েটিভিটি গুলোকে সবার সাথে তুলে ধরার। এত সুন্দর একটি প্ল্যাটফর্মে কাজ করতে পারি বলে নিজেকে অনেক ধন্য মনে করি। কারণ এত সুন্দর একটি কমিউনিটি আছে বলে আমরা আমাদের ক্রিয়েটিভিটি গুলো শেয়ার করতে পারি। এছাড়াও আমাদের সুযোগ হয় সবার কাছে থেকে সুন্দর কিছু দেখার।
বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিছু শোপিসের ফটোগ্রাফি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। যেহেতু ফটোগ্রাফি করা এখন নেশাই পরিণত হয়ে গেছে। তাই ফটোগ্রাফি যখন করি সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারলে অনেক বেশি আনন্দ পায়। বিভিন্ন সময় বের হই বাইরে কেনাকাটা করার জন্য। তখন সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি করে নিতে চেষ্টা করি। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের ভিন্ন স্টাইলের কিছু শোপিসের ফটোগ্রাফি শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
আপনারা এখন যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন তা হচ্ছে মগের ফটোগ্রাফি। আমরা কফি খাই কিংবা খাওয়ার সময় বিভিন্ন ধরনের মগ ব্যবহার করে থাকি। তাছাড়াও আমরা আমাদের প্রিয়জনদেরকে বিশেষ কোনো অনুষ্ঠানে কিংবা বিশেষ কোনো দিবসে সুন্দর মগ গিফট করে থাকি। এই ধরনের কিছু মগ শোরুমে দেখেছিলাম। বিভিন্ন কালারের মগ গুলো দেখতে খুবই সুন্দর ছিল। তাছাড়া মগের দাম গুলো অনেক বেশি ছিল। দেখতে যেহেতু অনেক ভালো লাগছিল তাই ফটোগ্রাফি নিয়ে রাখলাম। সেই ফটোগ্রাফি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে উপস্থিত হয়েছি।
এই ফটোগ্রাফিটা হচ্ছে একটি লাইটের শোপিস। আমরা বিভিন্ন সময় প্রিয়জনদেরকে সুন্দর সুন্দর গিফট দিয়ে থাকে। তবে তার মধ্যে এত সুন্দর লাইটিং এর শোপিস গুলো দেখতে খুবই সুন্দর লাগে। বিশেষ করে এই লাইট গুলো যখন আমরা রাতের বেলায় বিদ্যুতের মাধ্যমে জ্বালিয়ে রাখি অনেক সুন্দর দেখাই। এই শোপিস গুলো আমরা চাইলে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। তাছাড়া আমরা চাইলে এগুলো বিদ্যুতের মাধ্যমে রাতে জ্বালিয়ে ব্যবহার করতে পারি। এত সুন্দর ছিল শোপিস গুলো ফটোগ্রাফির চেয়ে বাস্তবে দেখতে আরো অনেক বেশি সুন্দর ছিল।
এখন আপনারা যে শোপিস দেখতে পাচ্ছেন তা শোপিস নয় যদিও দেখতে শোপিস এর মতো। এখানে বিভিন্ন ধরনের পারফিউম রয়েছে তাছাড়া ও বিভিন্ন ধরনের চুলের জেল এবং স্কিনের ক্রিম ছিল। বিশেষ করে প্রতিটি ব্র্যান্ড খুবই ভালো মানের ছিল। আর এই ব্র্যান্ড গুলো সব বাইরের প্রোডাক্ট ছিল। প্রতিটি প্রোডাক্ট এর মূল্য আমি দেখেছি যথেষ্ট পরিমাণ মূল্য রাখছিল। যেহেতু জিনিসগুলো মানের দিক দিয়ে ভালো ছিল। তাই দামেও পর্যাপ্ত পরিমাণে রাখছিল। আমি মনে করি যে জিনিসের কোয়ালিটি ভালো সেই জিনিসের দাম একটু বেশি নিবে তা স্বাভাবিক।
পানির বোতলের ফটোগ্রাফি আপনারা দেখতে পাচ্ছেন এখন। আমরা অফিস আদালতে কিংবা বাচ্চাদের স্কুলের জন্য পানির বোতল কিনে থাকি। তবে পানির বোতলগুলো কেনার সময় আমাদেরকে একটু দেখে শুনে কিনতে হয়। কারণ আমরা বিভিন্ন সময় প্লাস্টিক জাতীয় পানির বোতল ব্যবহার করে থাকি। এই ধরনের বোতলগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বের হয়। এছাড়াও ভাইরাস বেশি আক্রমণ করে প্লাস্টিকে পানির বোতলে। তাই আমাদের উচিত ভালো মানের পানির বোতল ব্যবহার করা। যাতে আমাদের স্বাস্থ্য ভালো থাকে সেদিক খেয়াল করে পানির বোতল গুলো কিনতে হয়। এই পানির বোতলগুলো বেশ ভালো মানের ছিল।
আমরা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের শোপিস রেখে থাকি ঘরের মধ্যে। সেগুলো ফুলের শোপিস হতে পারে কিংবা বিভিন্ন ধরনের শোপিস হতে পারে। এছাড়া ও বিভিন্ন ধরনের উদ্ভিদ জাতীয় শোপিস আমরা রেখে থাকি। তার মধ্যে এত সুন্দর এ্যালোভেরার শোপিসটি খুবই সুন্দর ছিল। এই ধরনের শোপিস আমাদের ঘরের সাজিয়ে রাখলে অনেক ভালো দেখাবে। আমার কাছে বেশ ভালই লাগছিল তাই আমি ফটোগ্রাফি করে নেওয়ার চেষ্টা করেছিলাম।
এখন আপনারা যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন তা হচ্ছে পারফিউমের ফটোগ্রাফি। কারণ পারফিউম গায়ে দিলে আলাদা একটি ভালো লাগার কাজ করে। সাজগোজ করে যখন পারফিউম গায়ের মধ্যে দেওয়া হয় তখন বেশ ভালোই লাগে। পারফিউম দেওয়ার কারণে নিজের মধ্যে একটু ফ্রেশভাব চলে আসে। আমরা সবাই চেষ্টা করি পারফিউম গায়ে মাখার। তা অফিসে যাওয়ার সময় কিংবা বাইরে যাওয়ার সময় অথবা ঘরে থাকলেও পারফিউম দেওয়া যায়। এমন কিছু পারফিউমের ফটোগ্রাফি আপনারা ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পাচ্ছেন। পারফিউম আমার বেশ পছন্দের। আমার বেশ ভালো লাগে পারফিউম গায়ে মাখলে। এই পারফিউম গুলো বেশ ভালো মানের ছিল।
আপনারা এখন যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন তাও একটি শোপিসের ফটোগ্রাফি। এখানে আপনারা এক সঙ্গে দেখতে পাচ্ছেন অনেকগুলো শোপিস। এত সুন্দর সুন্দর শোপিস আমার বেশ ভালই লাগছিল। যখন ঘরের শোকেসের মধ্যে সুন্দর সুন্দর শোপিস দেখতে পাওয়া যায় ভীষণ ভালো লাগে। এই ফটোগ্রাফি আমি একটি কাপড়ের শোরুম থেকে নিয়েছিলাম। সেখানে তারা শুধু তাদের শোরুম সাজিয়ে রাখার জন্য শোপিস গুলো রাখেনি। এই সুন্দর শোপিস গুলো কাস্টমারদের কে সেল করার জন্য রাখছিল। ভীষণ ভালো লাগছিল আমার কাছে প্রতিটি শোপিস। আশা করি বন্ধুরা আপনাদের কাছেও আমার আজকের শেয়ার করা শোপিসের ফটোগ্রাফি গুলো ভালো লাগছে।

ক্যামেরার বিবরণ
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
লোকেশন | কক্সবাজার-বাংলাদেশ |
ক্যাটাগরি | শোপিসের ফটোগ্রাফি। |
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
সত্যি বলেছেন আপু আমার বাংলা ব্লগের মত সুন্দর কমিউনিটি আছে বলেই আমরা আমাদের ক্রিয়েটিভিটি এখানে সুন্দরভাবে প্রকাশ করতে পারি। নিজের শখের জিনিসের ফটোগ্রাফি করতে তো অনেক বেশি ভালো লাগে সেটা যদি সবার সাথে শেয়ার করা যায় সব থেকে সুন্দর হয়। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো আপু প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
এই কমিউনিটিতে কাজ করি বলেই অনেক ক্রিটিভিটি জানতে পারি এখন এবং দেখার সুযোগ হয় সব সময়।
ভিন্ন রকম ফটোগ্রাফি নিয়ে পোস্ট সাজিয়েছেন। শোপিসের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ২ নাম্বার এবং ৩ নাম্বার শোপিসের ফটোগ্রাফি গুলো দেখে বেশি ভালো লেগেছে। এধরনের ভিন্ন রকম আয়োজন গুলো দেখতে সব সময়ই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু ফটোগ্রাফি গুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
আমিও চেষ্টা করি ভিন্ন রকমের কিছু শেয়ার করার। সব সময় একই জিনিস শেয়ার করতে ভালো লাগেনা। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনার বিভিন্ন ধরনের শোপিসের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগছে। বিশেষ করে লাইটের শোপিসের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে, তাছাড়া আরও অনেক ধরনের পারফিউমের ফটোগ্রাফি দেখলাম সেগুলো অনেক দামি মনে হয়েছে। যাই হোক আজকে দারুন কিছু দেখলাম। ধন্যবাদ আপু।
হ্যাঁ ভাইয়া পারফিউমের দাম অনেক বেশি রাখছিল। কারণ ব্র্যান্ডগুলো অনেক ভালো ছিল।
এই সবকিছু আমার শখের জিনিস বলতে পারেন। ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো আপু। বিশেষ করে লাইটের শোপিস গুলোর ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। শোপিস গুলো অসাধারণ। উদ্ভিদ জাতীয় শোপিস গুলো আমিও খুব পছন্দ করি। ধন্যবাদ আপনাকে কত সুন্দর কিছু জিনিসের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু লাইটিং এর শোপিস টা আমার কাছেও বেশ ভালো লেগেছিল।
https://twitter.com/nahar_hera/status/1789632771490721989?t=59B9i8BFKXB7nzlOS8ROpw&s=19
আপনি আজকে খুবই চমৎকার কিছু শোপিসের ফটোগ্রাফি করেছেন। এই ধরনের জিনিস গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর আপনি যেগুলো ফটোগ্রাফি করেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি অতি সুন্দর। এত চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর প্রশংসা শুনে আমার ফটোগ্রাফি গুলো দেখে।
শোপিচ হলো ঘরের মধ্যকার সুন্দরতা বজায় রাখে।যেটা আর কেউ পারে না।ঘরকে সুন্দর দেখাতে আমরা শোপিচ ব্যবহার করে থাকি।খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।
শোপিস সাজিয়ে রাখলে আমার খুব ভালো লাগে দেখতে। আপনাকে অনেক ধন্যবাদ।
বাহ বেশ সুন্দর। আপনার শোপিচ গুলো বেশ চমৎকার লাগছে। অনেক সুন্দর করেছেন ফটোগ্রাফি গুলো। শো পিচ সাধারণত আমরা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যবহার করি। বোতল গুলো বেশ ছিল আমার পছন্দ হয়েছে। তবে এক্ষেত্রে আমার ইমোজি ওয়ালা মগ অনেক পছন্দ। অন্য শোপিচ গুলোর ফটোগ্রাফি সুন্দর ছিল।
বোতল গুলোর দেখতে যেমন সুন্দর ছিল দামেও অনেক বেশি ছিল ভাইয়া।
পারফিউম দেখে তো ভাবছিলাম আপু এটা শোপিস! পরে দেখি পারফিউম! দেখেই বুঝা যাচ্ছে ভালো ব্র্যান্ডের পারফিউম এটি। দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন আপু।
সময় দিয়ে ব্লগ ভিজিট করলেন অনেক ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু এত সুন্দর একটি কমিউনিটি আছে বলেই আমরা আমাদের ক্রিয়েটিভিটি গুলো শেয়ার করতে পারি। তারজন্য আমিও নিজেকে ধন্য মনে করি। যাই হোক আপনার পোস্টের মাধ্যমে আজ ভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পেলাম। আপু আপনি আজ বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমার কাছে মগ ও লাইটের শোপিস বেশি ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটা শোপিসের ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু প্রায় সময় একই জিনিস যখন শেয়ার করি একঘেয়েমি চলে আসে নিজেদের মধ্যে। তাই চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরির জিনিস শেয়ার করতে।