ঈদের কেনাকাটা তৃতীয় পর্ব বা শেষ পর্ব
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
ঈদের কেনাকাটা তৃতীয় পর্ব বা শেষ পর্ব
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমরা সবাই অনেক পছন্দ করি আর সেই কেনা যদি কোন উপলক্ষে হয় তাহলে তো কথায় নেই। আসলে ঈদের সময় একটু কেনাকাটা করতে হয়। যদি বর্তমান সব কিছুর দাম উধ্বে।আসলে দাম হলেও কিনতে তো একটু হয় আরকি। যাইহোক ঈদ উপলক্ষে বেশ ভালোই কেনাকাটা করেছি। আসলে সবাই সবার সাধ্যমতো চেষ্টা করে কেনাকাটা করার জন্য। তাই বাচ্চাদের পছন্দ অনুযায়ী জিনিস গুলো কিনে দিয়েছি।সত্যি বেশ ভালোই কেনাকাটা করেছি। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আগে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আপনাদের ভালো লেগেছিল তাই আজ এর শেষ পর্ব নিয়ে এসেছি।আসলে বাচ্চাদের কেনার শেষ থাকে না। যাইহোক বাচ্চাদের জুতা কেনার পরে আমরা চলে গিয়েছিলাম কসমেটিকস কেনার জন্য। এবার ঈদে বাচ্চাদের কিছু কাঁচের চুড়ি কিনে দিয়েছি। তবে কাঁচের চুড়ি বাচ্চাদের পড়ানো ভয় লাগে। আসলে অনেক সময় কাঁচের চুড়ি ভেঙে গেলে হাত কেটে রক্ত বের হয়। তবে বাচ্চারা কিনবে তারজন্য কিনতে তো হবেই।তবে কাঁচের চুড়ি গুলো দেখতে অনেক সুন্দর ছিল। তারপর মাথার চিরনি কিনতে হলো।আসলে ঈদে তাদের সব কিছু নতুন লাগবে।
তারপর কিছু কসমেটিকস কিনলাম। আসলে তাদের সকল জিনিস নতুন লাগবে। সত্যি বলতে জামা কাপড়ের চেয়ে কসমেটিকস এর দাম অনেক। আসলে বর্তমান সোনার দাম যেমন কসমেটিকস এর দাম তার থেকে কম নয়।যাইহোক তারপর বাচ্চাদের বেশ কিছু কসমেটিকস কিনে দেওয়া হলো।সত্যি বলতে কসমেটিকস ছাড়া চলেও না।বাচ্চাদের সাথে নিজে ও একটু নিতে পারি হা হা হা। তারপর আমরা পছন্দ মতো কসমেটিকস কিনেছি।
তারপর আমরা অন্য দোকানে গিয়ে বেশ কিছু কসমেটিকস কিনলাম। আসলে কসমেটিকস গুলো বেশ ভালো হয়েছে। কেনার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে। যাইহোক আমরা সবাই পছন্দ মতো কেনাকাটা করেছি। আসলে অনেক টাকার কসমেটিকস কেনা হয়েছে। যাইহোক ঈদের কেনাকাটা বেশ ভালো করেছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1908172327574962508?t=TB4RncLMifRendATWiXGNg&s=19
https://x.com/MimiRimi1683671/status/1908113044749668611?t=8VDD3Q_THWjjOCf-vjLEeA&s=19
https://x.com/MimiRimi1683671/status/1908114711465337297?t=676j-29g1Z8swarXwKYg5A&s=19
ঈদ কেনাকাটার তৃতীয় পর্ব শেয়ার করেছেন আজকে। আজকের পর্বে কসমেটিক্স কেনাকাটার মুহূর্ত শেয়ার করেছেন আমাদের মাঝে। ঈদের সময় একটু ড্রেসের সাথে ম্যাচিং কসমেটিকস গুলো পড়তে ভালোই লাগে। নিজেদের পছন্দমত কসমেটিক্স কিনেছেন দেখে ভালো লাগলো। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
জি আপু ম্যাচিং কসমেটিকস গুলো সত্যি অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।
ঈদের পরেও ঈদের কেনাকাটার পর্বগুলো দেখে খুবই ভালো লাগছে আপু। ঈদের আগের কেনাকাটা সে আনন্দ মুহূর্তটা যেন ফিরে পাচ্ছি মনে হচ্ছে। তবে আপনি ঠিকই বলেছেন আপু জামা কাপড়ের থেকে কসমেটিক্স এর দাম মনে হয় বেশি হয়ে যায়। এবার ঈদে আমার জামার জন্য লেচ কিনতে গিয়েছিলাম জামার থেকে মনে হচ্ছে লেচের দাম বেশি নিল। আপনার কেনাকাটার শেষ পর্ব টা দেখে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপু।
পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।