এপেক্স শোরুম থেকে ওয়াইফের জন্য জুতা কেনার অনুভূতি।।
বাংলা ভাষায় মনের আনন্দে ব্লগ লেখো-
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এপেক্স শোরুম থেকে ওয়াইফের জন্য জুতা কেনার অনুভূতি শেয়ার করবো।
গত পরশুদিন আমি আমার ওয়াইফ কে নিয়ে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য মার্কেটে গিয়েছিলাম। তো আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল apex শোরুম থেকে একজোড়া জুতা কেনা। সে জন্য সন্ধ্যা ছয়টার পরে আমি অফিস থেকে বের হয়ে ওয়াইফকে নিয়ে একটি অটো দিয়ে সোজা মার্কেটে চলে গিয়েছিলাম। এখন শীতকাল সেজন্য শীতের পোশাক কেনার জন্য মার্কেটে প্রচুর মানুষের সমাগম হয়।
শীতকাল আসলে এমনিতেও কাপড়-চোপড় কেনার ধুম পড়ে। চারপাশে মানুষ বিভিন্ন ধরনের কাপড়-চোপড় কিনতে ব্যস্ত সময় পার করছে।। তো মার্কেটে প্রচুর ভিড় ছিল। আমরা অটো নিয়ে সোজাসুজি এপেক্স শোরুমে চলে গেলাম। নারায়ণগঞ্জ শহরে এপেক্স ও বাটার অনেকগুলো শোরুম রয়েছে। তো আমরা প্রথমে চাষাড়া শহীদ মিনারের পাশে যে শোরুমটি রয়েছে, সেটাতে আগে গেলাম। এই শোরুমটিতে প্রচুর মানুষ দেখতে পাই। এখানে একজোড়া জুতা আমাদের মোটামুটি ভাবে পছন্দ হয়। তারপরেও লেটেস্ট কোন মডেলের জুতা পাওয়া যায় কিনা সেজন্য আমরা আরো কয়েকটি শোরুমে যাওয়ার চিন্তা করলাম।
পপুলার হসপিটাল এর নিচে যেই শোরুমটি রয়েছে, সেটি থেকে আমরা বের হয়ে দুই নাম্বার রেলগেট চলে গেলাম। সেখানে রাস্তার এপাশে এবং ওপাশে দুইটি apex এর শোরুম রয়েছে। আমরা দুইটা শোরুমেই ঘোরাঘুরি করলাম। এ শোরুমগুলোতে আমাদের জুতা তেমন পছন্দ হলো না। তারপর আমরা বাটা শোরুম, বে শোরুমে গেলাম। আমরা সব জায়গায় ওল্ড মডেলের জুতা দেখতে পায়। নতুন মডেলের কোন জুতা না পেয়ে, আমরা আবার ঘুরে ফিরে সেই আগের শোরুমে ফিরে গেলাম। যে শোরুমটি চাষাড়া পপুলার হসপিটালের নিচে অবস্থিত।
তো আমরা সেখানে প্রবেশ করে অকেশনে যাওয়া যায় এরকম আরেকজোড়া জুতা খুঁজতে লাগলাম। মানে আমার ইচ্ছে ছিল দুই জোড়া জুতা কিনে দিবো। কিন্তু আমাদের এপেক্স এর লোফার গুলো ছাড়া আর কোন জুতা পছন্দ হলো না। এখানে আমরা ১৯৯০ টাকা দিয়ে এক জোড়া জুতা নিলাম। জুতা গুলো খুবই সফট এবং পাতলা ছিল। জুতা গুলো এতই পাতলা যে, জুতা গুলো পড়ার পরে বোঝাই যাবে না পায়ে জুতা আছে।
আমরা এপেক্স শোরুম থেকে বের হয়ে অন্য আরেকটি মার্কেটে গেলাম। সেখানে বাবুর কিছু কাপড়সহ কিছু কসমেটিকস আইটেম কেনা হলো। কসমেটিকস আইটেম গুলোর নাম আমি ঠিকভাবে জানিনা। সেজন্য নাম বলতে পারছি না। তবে আমাদের বাবুর জন্য জুতা সহ কয়েক সেট জামা কিনলাম। যেহেতু শীত চলে এসেছে, আর শীতের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেজন্য বেশ কয়েক সেট জামা কেনা হলো। সবকিছু কেনাকাটা করে বাসায় আসতে আসতে প্রায় এগারোটা বেজে গেলো। এখন শীতকাল রাত্র অনেক বড়, তারপরেও কিভাবে যেন সময় গুলো চলে গেল। মার্কেট থেকে এসে থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা আজকে আর কথা বলাচ্ছি না। বিদায় নেওয়ার সময় হয়েছে। এখনই বিদায় নিতে চাই। আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
এপেক্স শোরুম থেকে আপনি দারুন সুন্দর জুতা কিনেছেন। আশা করি ভাবী খুব খুশি হয়েছেন। এমন একসাথে মাঝে মাঝে দোকান বাজার করতে ভালই লাগে বলুন। খুব সুন্দর লাগলো জুতোর শোরুমখানাও। অনেক ধন্যবাদ সুন্দর পোস্টটি করবার জন্য।
জী এপেক্সের জুতা গুলো অনেক ভালো। ধন্যবাদ।
পুশ টাস্কগুলোর স্ক্রিনশট নেই, প্রতিটি পোষ্টের সাথেই সেগুলো থাকা উচিত।
জী ভাইয়া ঠিক আছে। ধন্যবাদ।
শীত উপলক্ষে টুকটাক শপিং করেছেন দেখছি। আমিও জুতা কিনার ক্ষেত্রে সব সময় এপেক্স থেকে কিনি। একদম ছোট থেকেই এপেক্স এর জুতা ব্যবহার করি। আপনি ভাবির জন্য সেখান থেকে জুতা কিনেছেন দেখে ভালো লাগলো। কেনাকাটার মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
জী আমিও ছোট থেকেই এপেক্সের জুতা ব্যবহার করি। ধন্যবাদ।
অনেক সুন্দর একটা অনুভূতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কেনাকাটা করতে অনেক ভালো লাগে। আর ভাবির জন্য জুতা কিনেছেন শুনে অনেক ভালো লেগেছে। মনে হচ্ছে এখানকার জুতা গুলোর মান অনেক বেশি ভালো। নিশ্চয়ই ভাবীরও পছন্দ হয়েছিল এই জুতা।
জী জুতা গুলো সত্যিই সুন্দর। ধন্যবাদ।
এত সুন্দর একটা অনুভূতিমূলক পোস্ট আমাদের মাঝে আপনি শেয়ার করেছেন, এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। কেনাকাটার মুহূর্তটা অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করে নিয়েছেন। জুতা কেনার মুহূর্তটি খুব সুন্দর ভাবে তুলে ধরলেন। এই সুন্দর মুহূর্ত টি সবার মাঝে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
জী ভাই টাকা থাকলে কেনা কাটা করতে ভালই লাগলো। ধন্যবাদ।
Task Done

এপেক্স শোরুম থেকে ওয়াইফের জন্য অনেক সুন্দর জুতা কিনেছেন ভাই।ওয়াইফ নিশ্চয়ই নতুন জুতা পেয়ে অনেক খুশি হয়েছিল।জি ভাই ঠিকই বলেছেন শীতের সময় শীতের কেনাকাটার জন্য বাজারে অনেক ভীর।এপেক্স এর জুতা আমি বরাবরই অনেক পছন্দ করি। ধন্যবাদ ভাই সুন্দর একটি মুহূর্ত তুলে ধরার জন্য।