একটু কেনাকাটা আমাকেও করতে হলোই(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।

আগামীকাল রোজাটা হয়ে গেলেই ইনশাল্লাহ তারপরের দিনই পবিত্র ইদুল ফিতর।আমাদের মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের মধ্যে ইদুল ফিতর একটি।আমি যতদূর জানি তাতে এদিনে নতুন পোশাক পরা বা পরিষ্কার পরিচ্ছন্ন পোষাক পরে পরিপাটি হয়ে থাকা সুন্নত।পরিবারের কম-বেশি সবারই নতুন পোশাক কেনা হয়ে গেছে।আজ সকাল পর্যন্ত আমি ভেবেছিলাম,এবার ইদে কিছু নিবোনা।কারণ,আমি জানতাম যে আমার একটা পাঞ্জাবি ছিলই যেটা লাস্ট ইদে পরার পর আর পরিনি।কিন্তু দুপুরে গোসলের আগে ধোয়ার জন্য যখন আমার আলমারি থেকে বের করেছি তখন দেখি বাম হাতের একটা পাশে গরুর রক্তের দাগ। ব্যাস,ওই পাঞ্জাবি পরাটা হারাম হয়ে গেলো।
কি আর করার!পাঞ্জাবি তো এখন নতুন কিনতেই হবে।তো ভাবলাম,পাঞ্জাবির সাথে এক জোড়া জুতোও নিই।বিকেলে মার্কেটে গিয়েছিলাম।সম্পূর্ণ কালো রঙের পাঞ্জাবি নিবো বলে ভেবেছিলাম,কিন্তু দোকানে গিয়ে নীল রঙের একটি পাঞ্জাবি আমার চোখে বেশ নজর কেরেছিল।দর-কষাকষি করে পরে ওই নীল পাঞ্জাবিটাই নিয়েছিলাম।
পাঞ্জাবি নেওয়া হলে,গিয়েছিলাম জুতা কিনতে।লোট্টোতে মেম্বারশিপ থাকলেও ওখানে যাইনি কারণ আমার বাজেট থেকে একটু বেশি হাই ওদের ডিমান্ড।আর এক্ষেত্রে তো এপেক্সের প্রশ্নই ওঠেনা।লোকাল একটা দোকান থেকেই একজোড়া জুতো নিয়েছিলাম।
IMG_20220501_210139.jpg

IMG_20220501_212044.jpg

সারাদিন রোজা থেকে সামান্য ওই সময়টুকু কেনাকাটা করতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল।আর কোথাও একটু সময় নষ্ট না করে সরাসরি বাসায় চলে এসেছিলাম।
সবাইকে ইদের অগ্রিম শুভেচ্ছা জানাই🌺

ইদ মোবারক

IMG20220424022245-01.jpeg
Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.01/05/22

Sort:  
 3 years ago 

কি দরকার ছিল ভাই এমন বাজে খরচ করার। ঈদ মার্কেট আমার মত সহজ করে নিতে হবে। দুই টা ব্লেড এই যথেষ্ট। যাইহোক কেনাকাটা করে ফেলেছেন আর কি বললো খুবই ভালো লাগলো দোয়া করি যেন খুব দ্রুত ছিড়ে যায়। তাহলে পুনরায় নতুন তা পাবেন।

 3 years ago 

মাত্র ঘুম থেকে উঠলাম,চোখ এখনো জ্বলছে🐸।আর উঠেই শুনতে হলো,কাপড় ছেড়ার কথা😑।
আর আপনি এতো বাজে খরচ কেন করেন😒?একটা ব্লেডই তো যথেষ্ট 🥴।হুদাই একটা বেশি কিনছেন😌।ব্লেড যেন কাজ শেষ না হইতেই ভেংগে যায়🥱,শুভ কামনা রইলো 😷